পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(\్చు প্রবাসী N98R মল্লিকা অরুণের পার্থে লোফায় আসিয়া বসিল । লেসবসান নীচু গলা জ্যাকেট, গলায় রঙীন কৃত্রিম পাথরের লম্বা মাল, কানে মুক্তার স্থল, হাতে সোনার চুড়িগুলির সহিত বেলোয়ারী চুড়ি, হাল্কা নীলরঙের শাড়ীতে সোনার আঁচল ; পিঠে ঈষদার্জ কালে চুলের বন্যা। স্বচ্ছ চোখ দুইটি নাচাইয়া মল্লিকা বলিল—কেমন লাগছে সমুদ্র ? —প্রথমে ভাল লাগে নি, কিন্তু যত দিন যাচ্ছে, ততই उtब डणाँ१icछ् । —ঠক, আমারও তাই। আমরা এসেছি সাত দিন হ’ল। আমিই মাকে জোর ক’রে নিয়ে এলুম। মা দার্জিলিং যেতে চান ; আমি বললুম, পাহাড় দেখে মা চোখ প'চে গেছে, চল ; সমুদ্র কখনও দেখি নি । —আমারও এই প্রথম সমুদ্র দেখা । —দেখে এমন খুব আশ্চধি লাগে না, তবে মান, ও । সমুদ্র-স্নান ডিলিসাস, আর সমুদ্রের মাছ খাওয়াও খুব চলছে—খুব স্নান করা হয়—কত ক্ষণ ? —আমি, আধঘণ্টা তিন কোয়াটার জলে থাকি । —আমি ত এক ঘণ্টার কম উঠি না । রোজ চোখ মুখ রাঙা ক'রে বাড়ি আসি, আর মার কাছে বকুনি খাই, দুখানি শাড়ী ত ছিড়েছে। দুপুরবেলাটা বড় ভাল লাগে, কতক্ষণ আর ই ক'রে সমুদ্রের চেউ গোণা ধায় ! --বই পড়তে পার । —ভাল ডিটেকটিভ নভেল আছে ? খুব খি,লিং ? —ডিটেকটিভ নভেল নেই, ভাল কবিতার বই দিতে পারি । —কবিতা-ওঃ–আমার মোটেই ভাল লাগে না। অরুণের কর্ণমূল আরক্ত হইয়া উঠিল। কিন্তু মল্পিকার কণ্ঠে এমন সহজ কৌতুকের হর যে তাহার কোন কথায় ब्रांकों कद्रां धtञ्च न । & অরুণ হাসিয়া বলিল—কবিদেরও ভাল লাগে না ! —It depends—উই—ন, কবিরা বেশ ইন্টারেটিং হয়—কৰি নাকি তুমি ? —ন, কবি হ’তে চাই, কিন্তু— —কিছু মনে ক’ৱো না, আমার বা মনে হয়, বলে দি, মনের কথা আমি চেপে রাখতে পারি না, তাই মা বলেন— ম, কি বলেন বেবি, বলিয়া মিসেস মল্পিক প্রবেশ করিলেন । —ম, তুমি বল না, আমি বড় বাজে বকি । —তোমার সঙ্গে যে পাঁচ মিনিট গল্প করবে, সে-ই তা বুঝতে পারবে-ওর বড় খোলা মন । অরুণ, গল্প কর তোমরা, আমাকে মিসেস সেনের বাড়ি একবার বেতে হবে । বাহাদুরকে চা আনতে ব’লে দিয়েছি, বেবি। চা না খেয়ে যেও না তুমি, আর বিকেলে এখানে এসে চা থাকে, যেন ভুলো না, তোমার সঙ্গে গল্পই হ’ল না । মিসেস মল্পিক চলিয়া গেলেন। পেয়ালাতে চ ঢালিতে ঢালিতে মল্পিক বলিতে লাগিল—দুই-এক জন কবি আমার খুব ভাল লাগে, যেমন কীটস, শেলী । আমাদের কনভেন্টের সিষ্টার এমিলি, ও, কি শেলীর তক্ত, আমি ত প্রাইজে দুখানা শেলী পেয়েছি, আবার জিজ্ঞেস করবেন, পড়েছ, ক্লাউড” কবিতা মুখস্থ করেছ ? ক চামচ চিনি ? সুন্দর কবিতা 'ক্লাউড’— I bring fresh showers for the thirsting flowers From the seas and the streams; অক্কণ বলিল—এই সমুদ্রের তীরে বসেই ত কবিতা পড়ে সবচয়ে এন্‌জয় করা যায়— —রক্ষে কর, আমার ডিটেকটিভ নভেল বেঁচে থাক । 5] थां७ब्रांब्र cश्वtष त्रङ्ग१ यथन भझिकांब्र निको दिनांङ्ग লইল, আকাশে আষাঢ়ের নব স্নিগ্ধ মেঘ ঘনাইয়া আসিয়াছে, जबूझब्र ७कखङ्ग थपनि भनिtणब्र नtकब्र मठ । अङ्गtर्थब्र অস্তরেও নববর্ষ নামিয়া আসিল, তৃষিত পুপদলের জন্ত যে মেঘ নদী সমুদ্র হইতে শীতল বারিধারা সঞ্চিত করিয়া श्रांनिण, ङांशांब्रहे प्रिथे व्षांबिर्डींव डांहांब्र शनdiब्र मिश्रंrर्छ । অপরাহ্লে চায়ের নিমন্ত্রণ রাখিতে অক্ষণ যথাসময়ে মিসেস মল্লিকের বাড়িতে উপস্থিত হইল। বেহার তাঁহাকে অভ্যর্থনা করিয়া ড্রয়িংক্রমে বগাইল । মেমসাহেব cकींश्च छf८षद्र त्रिभ्यः গয়াছেন, বেবী-বাবা শীঘ্রই আসিতেছেন। মল্লিকার আদিতে দেরি হইতে লাগিল । প্রসাধন কিছুতেই মনের মত হইতেছে না। কোন