পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

« ԱյՆ প্রবাসী S్స\98R বিছানায় গুইয়া পড়িল । এ কি তাহার আনন্দ-ভোগের শান্তি । সমস্ত দিন সে বিছানাতে চুপ করিয়া গুইরা কাটাইল । সমুদ্রতীরে যাইতে ভয় করিল। দেহ-মন বড় ক্ল্যস্ত। সন্ধ্যায় সে কোনরূপে মিসেস মল্লিকের বাড়িতে আসিয়া পৌছিল। ড্রয়িংক্রমের সম্মুখে বারান্দায় আলিতে, গুনিতে পাইল, মাতা ও কন্তীয় কথাবার্তা হইতেছে । —বেৰি, তুই বাড়াবাড়ি আরম্ভ করেছিল, অরুণের সঙ্গে অত মেশ ভাল নয় । —দেখ মা, কথাটা স্পষ্ট ক’রে বল না, অত ঘুরিয়ে বলার কিছু দরকার নেই। —শোনু, মহেশ লিখেছে, আসছে শনিবার সে আসতে চায়, মানে, সে শনিবারে আসছে, যদি কোন কারণে আমরা ধারণ ক’রে না লিখি । —তাই বল না, তোমার মহেশ আমার বন্ধুত্বটা পছন্দ করতে না পারেন । —সেটাও তাবতে হবে । দেখ অত বড় লোকের ছেলে রাজী হয়েছে, তার দিকটা ভ দেখা দরকার। আর আমার মনে হয় অক্ষণ তোর সঙ্গে লাভ-এ পড়েছে, অামার ত চোখ আছে, আমি নিশ্চয় বলতে পারি, ও তোকে उडि६trन । —আচ্ছা যদি ভালই বেসে থাকে, কি হয়েছে তা’তে ? —ওর তরুণ জীবন, ছেলেটি বড় ভাল, বড় সিরিয়স । —ম, স্পষ্ট কথাটা বল না কেন, তোমার ভয়, পাছে তোমার মেয়েটি ওকে ভালবাসে, আর তোমার এমন সাধের সম্বন্ধটি ভেঙে যায় । —তোকে নিয়ে আমি পারলুম না, বেবি চুপ কয়, কে যেন আসছে । পাংশুমুখে অঙ্কণ ড্রয়িংক্রমে প্রবেশ করিল। মল্লিক। স্মিতমুখে বলিল-স্থালে, সারাদিন তোমায় দেখি নি, মুখ এত শুকনো, অমুখ ? : অঙ্কণ মল্লিকার দিকে চাহিল না, মিসেস মল্লিককে বলিল—আপনাদের কাছে বিদায় নিতে এলুম, আমি কাল সকালে চলে যাচ্ছি। সমস্তার এত সহজ সমাধান হইবে, মিসেস মরিক তাৰেন नांहे । उिनि भूकै श्रेद्री डेटैिtणन । কণ্ঠে একটু বিস্ময়ের স্বর জানিয়া বলিলেন—হঠাৎ কাল ?

  • श्रक्र• शैौ८व्र रुणिण-६,७थांप्न बछनिन थांक ह८ब्र cगंज, বাড়ি থেকে যাবার তাগাদ এসেছে । আপনাদের অনেক ধন্যবাদ, ছুটিটা বড় আনলেই কাটল ।

মল্লিক' আর চুপ করিয়া থাকিতে পারিল না। সে উচ্চ হাসিয়া বলিয়া উঠিল—এই তোমার কথাই হচ্ছিল, মা বলছিলেন,— —বেবি ! মিসেস মল্পিক অরুণকে বলিলেন—কালই যাচ্ছ ? স্বর্ণকে বলে আমাদের কথা,দেখি কলকাতায় যদি যুই দেখা করব। সুবিধে হ’লে এস একবার সিমলার দিকে । তোমায় বড় ভাল লাগল, এখন কিছুই আদরযত্ন করতে পারলুম না। কাল সকালেরট্রেনে যাবে ? ডিনার থেয়ে যাও, ব’স তোমরা গল্প কর, আমাকে একবার মিসেস সেনের বাড়িতে যেতে হবে । অনর্গল বকিয়া মিসেস মল্লিক সহসা চলিয়া গেলেন, অরুণের বিদায়গ্ৰহণ করাও হইল না । মল্লিকা বলিল—চল অরুণ বাহিরে, ঘরে বড় গরম মনে হচ্ছে । দুই জন নিঃশব্দে বাহির হইল, ঝাউবন অতিক্রম করিয়া রাজপথ পার হইয়া বালুচরে গিয়া বসিল । অন্ধকার রাত্রি, আকাশ তারায় ভরা, উম্বেলিত সমুদ্রে একটা অদ্ভুত আলো: মাঝে মাঝে ঝিকিমিকি করিয়া উঠিতেছে। —হঠাৎ কাল যাবে ? —আজি বাড়ি থেকে চিঠি পেলুম, বড় দুঃসংবাদ । —কি ? —আমার ঘোনের বড় অসুখ । -4यंडिभांद्र ! कि ङ्'ल ? —fক অসুখ লেখে নি, গত পাচ দিন ধরে জর ছাড়ছে न श्राद्र श्रांभि (gषांप्न —আমারও একটা দুঃসংবাদ শোন । আসছে শনিবার भtश्नं मयूममांब्र चांगcछन । —কে তিনি ? তোমার ফিয়াসে ? —ম তাই ভাবেন, তিনিও ওইরূপ আশা ক’রে আছেন, কিন্তু আমি এবার তার আশা ভঙ্গ করছি ।