পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ly প্রবণসী SNPBS ষেরপ আচরণ করিত অমুসলমানদিগকেও তাকাই করিতে झहे८व । ধাৰা প্রায় পৌনে দুই শত বৎসর মসজিদরূপে ব্যবহৃত হয় নাই, আইনানুসারে অন্ত প্রকারে ব্যবহৃত হইয়। আসিয়াছে, এত দিন পরে মালিকদের দ্বারা সেই ইমারতটির স্বেচ্ছানুযায়ী ব্যবহারে বাধা দিবার প্রবৃত্তি কেন হইল ত;হার বর্ণনা করা অনাবগুক । পুলিস ও সৈন্ত আমদানী করিয়া মুসলমানদিগকে শিখদের আইনসঙ্গত অধিকারে বাধা দিতে দেন নাই, তাহার জন্ত ঠিক যেন মুসলমানদের নিকট মাফ চাহিবার নিমিত্ত শিখদের ঘাড়ে “নৈতিক দffয়ত্ব” চাপাইয়া দিয়াছেন ! অবগু, পঞ্জীব গবন্মেণ্ট যে মুসলমানদিগকে শিখদের অধিকারে বাধা দিতে দেন নাই, শিখ নারী ও পুরুষদের স্বাধিকাররক্ষার সামর্থ্য সাহস ও প্রবৃত্তি তাহার মুলীভুত কারণ বলিয়া অহমান করা অসঙ্গত নহে । “ভারতীয় বৈজ্ঞানিক সংবাদ সমিতি” কলিকাতায় যে “ভারতীয় বৈজ্ঞানিক সংবাদ সমিতি” (“Indian Science News Association”) gifts হইয়াছে, তাহার দ্বারা ভারতবর্ষে ও বঙ্গে বৈজ্ঞানিক জ্ঞান বিস্তারের সাহায্য হইবে । এই সমিতি স্থাপনে এবং ইহার ক্তন্ত জ্ঞানানুরাগীদের সহানুভূতি ও সাহায্য লাভকল্পে অধ্যাপক মেঘনাদ সাহা প্রথম হইতে চেষ্টা করিতেছেন । গত মাসে আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের সভাপতিত্বে ইহার প্রথম অধিবেশন হয় । কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলার শ্ৰীযুক্ত গুণমাপ্রসাদ মুখোপাধ্যায় উপস্থিত থাকিতে না পারিলেও তাহার একটি বক্তৃতা পঠিত হয় । সমিতি “সায়েন্স এও, কলুচার” ( Science and Culture ) atm দিয়া একখানি মাসিক পত্র বাহির করিতেছেন । ইহার যে দুই সংখ্যা বাহির হইয়াছে তাহা হইতেই বুঝা যায়, যে, ইহাতে বিজ্ঞানের সকল শাখার অন্তর্গত নানা বিষয়ে উৎকৃষ্ট প্রবন্ধ থাকিবে এবং তদ্ভিন্ন সংস্কৃতি ( culture ) বিষয়ক কিছু লেথাৎ ইহাতে থাকিবে । সমিতি এইরূপ বাংলা পত্রিকা এবং পুস্তক-পুস্তিকাও বাহির করিবার আশা করেন । বৈজ্ঞানিক বিষয়ে বকৃতার বন্দোযস্তও সমিতি করিবেন। এলাহাবাদের ইণ্ডিয়ান প্রেসের স্বত্বাধিকারী শ্ৰীযুক্ত হরিকেশব ঘোষ ও তাহার ভ্রাতার সায়েন্স এও কলচ্যর পত্রিকা খানি দুই বৎসর বিনা মূল্যে ছাপিয়া দিতে অঙ্গীকার করিয়া বিশেষ সাহায্য করিয়াছেন এবং বিদ্যান্থরাগী সকলের কৃতজ্ঞতাভাজন কইয়াছেন । অজ্ঞাত খffকতে চান এরূপ এক জন দাতা ছয় হাজার টাকা, আচার্য্য প্রফুল্লচন্দ্র রায় দুই হাজার টাকা এবং 'সৰু ডাঃ উপেন্দ্রনাথ ব্ৰহ্মচারী সমিতিকে এক হাজার টাকা দিতে প্রতিশ্রত হইয়াছেন। পঞ্জাব গবষ্মেণ্ট যে . বোধনী-নিকেতন মেদিনীপুর জেলার ঝাড়গ্রামে স্থাপিত বোধন-নিকেতন গত ১লা জুলাই তাহার প্রতিষ্ঠা-দিবসের উৎসব করিয়াছিল! সম্পাদক ক্রযুক্ত গিরিজার্ভূষণ মুখোপাধ্যায় ও সম্পাদিক শ্ৰীমতী কণিকা দেবীর উৎসাহ ও চেষ্টায় উৎসব সুসম্পন্ন হইয়াছে । এই উপলক্ষ্যে একটি বটবৃক্ষ রোপিত হয় এব" তাহার নাম রাখা হয় বোধন-বট । উলুবেড়িয়ার ਬੇਸਾਂ অশ্বিনীকুমার দাস ও র্তাহার তিন জন বন্ধু বোধনী-সমিতিকে বোধনী-নিকেতনের নিকট ২২৪ বিঘা জমি বিনামূলে দান করিয়াছেন । ঝাড়গ্রামের রাজাও পূৰ্ব্বে সমিতিপে এইরূপ হবিস্তৃত ভূমিখণ্ড দান করিয়াছিলেন । তাঁহাতেই তদুপরি নিকেতন প্রেতিষ্ঠিত করা সম্ভবপর হইয়াছিল । অপরিণতমস্তিষ্ক ও জড়বুদ্ধি বালক-বালিকাদের দৈহিক ও মানসিক উন্নতির জন্ত পরিচালিত এই বিদ্যালয়টি সৰ্ব্বধারণেব সৰ্ব্ববিধ সাহায্য পাইবার উপযুক্ত । ইহার সম্বন্ধে সমূদয় তথ্য ভবানীপুরের ৬-৫ যিজয় মুখুজ্যের গলি ঠিকানায় ইহার সম্পাদক শ্ৰীযুক্ত গিরিজাভূষণ মুখোপাধ্যায়, এমূ-এ, কিএল, কে চিঠি লিখিলে জানিতে পারা যায়। সীতাসাও তাহার নিকট প্রেরিতবা । বৈজ্ঞানিক পরিভাষা কলিকতা বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষ) দেশ ভাষায় লইবেন, সুতরাং তদুপযোগী সকল প্রকার পুস্তক ৭ বাংলায় লিখিতে হইবে এবং বাংলার সাহাশ্যেই শিক্ষাও দিতে হইবে । ত;হার জন্ত বৈজ্ঞানিক ও অল্পবিধ বহু পারিভাষিক শব্দ, প্রচলিত না থাকিলে, রচনা করিতে হইবে । তদৰ্থে যোগ্য লোকদিগকে লইয়া কৰ্মীটি গঠিত চষ্টয়াছে। গণিতের কুমীটি ২৭ পৃষ্ঠার একটি পুস্তিক বাহির করিয়াছেন এবং তাঁহার ভূমিকায় তঁfহারা যেরূপ নিয়ম অনুসরণ করিয়া কাজ করিতেছেন তাহীও বিবুত করিয়াছেন । তাহা আলোচনার যোগ্য । বাণীপীঠ ও নারীশিক্ষা-পরিষদ দেশে প্রচলিত বালিকা-বিদ্যালয়ের সংখ্যা দিন-দিন বৃদ্ধি পাইতেছে সন্দেহ নাই, কিন্তু এইরূপ শিক্ষা-প্রতিষ্ঠানের ংখ্যা অত্যন্ত অল্প যেখানে প্রধানতঃ অবসর-সময়ে, স্বল্প ব্যয়ে, মধ্যবিত্ত পরিবারের কুমারী, সধবা ও বিধবাগণ সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে অর্থকরী বিদ্যা আয়ত্ত করিয়া সংসারের অভাব-অনটনের কথঞ্চিৎ সমাধান করিতে পারেন । এই আদশে অনুপ্রাপিত হইয়। দুঃস্থ মহিলাদিগের অনুরূপ শিক্ষাদানের ব্যবস্থ করার জন্ত ডায়োসগুন কলেজের ভূতপূর্ব