পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" هموا প্রবাসী \g: আমাদের এই মতের সমর্থনে আমরা কয়েক বীর দেখাইয়াছি, যে, জামেনীতে শিক্ষালাভের জন্ত তথাকার একটি পরিষদ ভারতীয় ছাত্রদিগকে যতগুলি বৃত্তি দেয়, তাহার যতগুলি বাঙালী ছাত্রছাত্রীরা এপর্য্যস্ত পাইয়াছে, ভারতবর্ষের অন্ত কোন প্রদেশের ছাত্রছাত্রীরা তার চেয়ে বেশী পায় নাই, বরং কম পাইয়াছে । ঐ জাম্যান পরিষদের বাঙালীর প্রতি পক্ষপাতিত্বের কোন কারণ নাই । আমরা একাধিক বার আর একটি বিষয়ও বিবেচনা করিতে বলিয়াছি । বৈজ্ঞানিক কোন কোন বিষয়ে গবেষণার জন্ত বোম্বাইয়ের লেডী টাটা ট্রাষ্টের ট্রষ্টীরা বিদেশীদিগকে কতকগুলি এবং ভারতীয় গবেষকদিগকে কয়েকটি বৃত্তি প্রতি বৎসর দিয়া থাকেন । যে-সব ভারতীয় গবেষক এপর্য্যস্ত এই বৃত্তি পাইয়াছেন, তাঙ্কীদের মধ্যে বাঙালীর সংখ্যা কম নয় । এক্ষেত্রেও বাঙালীর প্রতি পক্ষপাতিত্বের কোন কারণ নাই । এবৎসর দে দশ জন ভারতীয় বিদ্যার্থী বৃত্তি পাইয়াছেন, তfহাদের মধ্যে ছয় জন বাঙালী । যথা—নীরদচন্দ্র দত্ত এমূ-এসসি, মাধবচন্দ্ৰ নাথ এমূ-এসসি, রামকস্তি চক্রবর্তী এমূ-এসপি, নলিনবন্ধু দাস বি-এসসি, এবং ধীরেন্দ্রকুমার নন্দী পিএইচ-ডি । ই হারা সকলেষ্ট মাসিক দেড় শত টীকা করিয়া বৃত্তি পাইবেন । “বঙ্গীয় শবদকোষ” দুটি এন্সাইক্লোপীডিয়ার বিষয় এ-মাসে লিখিয়াছি । “বঙ্গীয় শব্দকোষ” সম্বন্ধেও কিছু লেখা কৰ্ত্তব্য । ইহা এন্সাইক্লোপীডিয়া নহে, সাধারণ অভিধান । ইহা সমাপ্ত হইবার পর সকলের চেয়ে বড় বাংলা অভিধান হুইবে । ইহার সঙ্কলয়িতা অধ্যাপক পণ্ডিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় ইহা শাস্তিনিকেতন হইতে বাহির করিতেছেন । তাহার বিশেষ কৃতিত্ব এই যে তিনি এতবড় একটি কাজ একা করিতেছেন এবং দরিদ্র হইলেও নিজের ব্যয়ে অভিধানটি প্রকাশ করিতেছেন। এক-একটি শব্দের সংস্কৃত ও বাংলা ভাষায় প্রয়োগের যত দৃষ্টাস্ত তিনি দিতেছেন, তাহাতে র্তাহার বহু অধ্যয়ন ও শ্রমশীলতায় চমৎকৃত হইতে হয় । এ-পর্য্যস্ত ইহ:র ২৩টি থও বাহির হইয়াছে । তাঁহাতে “কটাক্ষ” ও “কটাখ” পৰ্যন্ত শব্দগুলি পাওয়া যায় . ইহা সমুদয় বিদ্যালয় ও কলেজে রাখা কৰ্ত্তব্য । কলেজ বলিতেছি এই জষ্ঠ, যে, কলেজের ছাত্রছাত্রীদিগকেও বাংলা পড়াইতে ও পড়িতে হয় । - - ংলা ও আসামের ব্যবহারজীবীদের কনফারেন্স अप्ठ यांप्न कणिकांडांब्र दांब्रिटेtब्र क्लफ़ अछ दावशांब्र জীবীদের যে কনফারেন্স হইয়া গিয়াছে, তাহীতে যে-সব প্রস্তাৰ ধাৰ্য্য হয়, নীচে তাহার কয়েকটি প্রদত্ত হইল । “নিখিল ৰঙ্গ ও আসাম ব্যবহারজীবী সমিতি” নামে একটি সমিতি প্রতিষ্ঠা ও রেজিষ্ট্র করিতে হুইৰে । উকিল হইতে র্যtহার এডভোকেট হুইয়াছেন সেই সমস্ত এডভোকেট, ভকিল ও উকিল এই সমিতির সদস্ত হইতে পরিবেন। ভারতে একটি স্বাধীন “বাৰু” খুলিতে হইৰে । কলিঙ্কাত হাইকোর্টের য়্যাপেলেট কোর্টে র্যtহার ওকালতী করেন তাহাগি আদিম বিভাগে কাজ করিতে দিতে হইৰে । কলিকাভার একটি 醫者 সিভিল কোর্ট স্থাপন করিতে হইৰে । বিচারক-পদে আইন- “ ৰাবসায়ীগণকে লইতে হইবে । ১৯২১ সালের পূৰ্ব্বে যেরূপ কোটফী ছিল, সেইরূপ কোর্ট-ফী কমাইতে হইবে। ষ্টাম্পের মূল্যও ১৯২১ সালে যেরূপ ছিল, সেইরূপ করিতে হইবে। বঙ্গে নারী “ইয়ণ ও নারী-নিযIাতন বিশেষ পরিমাণে হইতেছে, গভর্ণমেণ্টের দৃষ্টি এদিকে আকর্ষণ করা যাইতেছে | ল-কলেজে আইন পড়াইবার BB BB BBBBB BBB BB BBBB BBBB BBBS SS SBBBB BB zK BBY BBBB BBBB BB BBBS SSBBK DDS BB BBBBBB লিপিবদ্ধ করিষ্ঠে হইবে ; আবিসনিয়া ও ইটালী আবিসীনিয়ার অপরাধ অনেক—কোনটি আগে বলিব : আফ্রিকায় ঐ দেশ অবস্থিত । তথাকfর অন্ত কোন দেশ স্বাধীন নাই ( মিশরও ঠিক স্বাধীন নহে )। পরাধীনদেশপূর্ণ এরূপ মহাদেশে হাবলীর স্বাধীন থাকিবে, এটা বড় বেমানান । অতএব, সৌন্দর্য্যের উপাসক ইটালী আবিসীমিয়াকে মনোনসই করিয়া দিবে, তাহার স্বাধীনতা লুপ্ত করিবে । আর একটা অপরাধ এই, যে, হাবলীর অনেকে খ্ৰীষ্টিয়ান হইলেও সভ ইয়োরোপীয় ঢঙের খ্ৰীষ্টিয়ান নহে, এবং এটা অত্যস্ত বড় অপরাধ, যে, তাহারা ইয়োরোপীয়দের মত ফিকে লাল ন হইরা ঘোর কৃষ্ণবর্ণ। ঘোর কৃষ্ণবর্ণ মামুঘরা কেন স্বাধীন থাকিবীর অম্পিদ্ধা কfরবে ? ইহfও অসহ যে আগে একবার ইটালী তাহাদিগকে সায়েস্তা করিতে গিয়া যুদ্ধে হারিয়া আসিয়াছিল । তাহার প্রতিশোধ লওয়া চাই । আবিসীনিঃtঃ আর একটা অপরাধ এই যে, অতীতের রোম নিজের পূৰ্ব্বেকার সাম্রাজ্য স্থায়ণ করিয়া আবার বৃহৎ সাম্রাজ্য স্থাপন করিতে চাম, এবং আবিগীনিয়া রোমের আধুনিক সাম্রাজ্যভুক্ত হইতে চাহিতেছে না। আবিসীfনয়ার আরও নানা অপরাধ থাকিতে পারে । এখন কেবল আর একটা মনে পড়িতেছে—সে অস্ত্রসম্ভারে দরিদ্র ও দুৰ্ব্বল। একদা এক ছাগুশিশু ব্ৰহ্মার কাছে নালিশ করে, যে, সবাই তাহীকে গ্রাস করিতে চায় । ব্ৰহ্মা বলেন, বাপু হে, তুমি যেরূপ নিরীহ ও দুৰ্ব্বল তাহাতে আমারও সেইরূপ ইচ্ছা হইতেছে । পৃথিবীতে শাস্তিরক্ষার জন্ত,