পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমপুর ইছাপুর গ্রামের কয়েকটি শ্ৰীমূৰ্ত্তির পরিচয় শ্ৰীযোগেন্দ্রনাথ গুপ্ত ইছাপুর উত্তর-বিক্রমপুরের একটি প্রসিদ্ধ গ্রাম। এই গ্রামে অনেক ব্রাহ্মণের বাস। গ্রামটি কত দিনের প্রাচীন তাঙ্গ বলা কঠিন। এই গ্রামের চারি দিকের অবস্থ৷ পয্যবেক্ষণ করিলে বুঝিতে পারা ধায় যে এক সময়ে এই গ্রাম বেশ সমৃদ্ধ ছিল, কিন্তু কালক্রমে নিবিড় জঙ্গলে পরিণত হইয়া বাঘ-ভালুকের আবাসভূমি হঠয় উঠে। গ্রামের pr গোপাল-মূৰ্ত্তি—ইছাপুর বুদ্ধগণ এখনও একটি স্থানকে 'বাঘাতলী’ বলে । কালীপাড়, বটেশ্বর, শাহবাজনগর প্রভৃতি বিক্রমপুরের প্রাচীন প্রসিদ্ধ গ্রামগুলি একে একে পদ্মাগর্ভে বিলীন হইলে পর, সেখানকার অধিবাসীরা এখানে আসিয়া বাস করিতে আরম্ভ করেন । তাহার আগে, এখানে পুরাতন ভট্টাচাৰ্য্য, বণিক্য ও কয়েক ধর মুসলমানের বাস ছিল। ইছাপুর গ্রামের মধ্যভাগে লোহারপুকুর’ নামে একটি বৃহৎ পুষ্করিণী আছে। এই পুকুর হইতে অনেক শমূৰ্ত্তি ও প্রাচীন প্রত্ন-চিহ্ন পাওয়া গিয়াছে এবং এখনও পাঞ্জ যাইতেছে । এই পুকুরের উত্তর পাড়ে শুক্লাম্বর গোস্বামীর ভদ্রাসন অবস্থিত ছিল। প্রায় দুই শত বৎসর পূৰ্ব্বে গোস্বামী মহাশয় ইছাপুর গ্রামেই বাস্তুভিটা নিৰ্ম্মাণ করিয়া বাস করিতে থাকেন। এখন ইহার বংশধরের নিকটবর্তী শিয়ালদি গ্রামে বাস করিতেছেন । লোহারপুকুর হইতে নিখুঁত যে দুইটি মূৰ্ত্তি পাওয়া গিয়াছি তাহার একটি ইছাপুরা গোস্বামী-বাড়িতে সযত্নে পূজিত হইতেছে ; অপর যে সুন্দর প্রস্তর-নিৰ্ম্মিত মাধব-মূর্তিটি পাওয় গিয়াছিল, বৰ্ত্তমানে উক্ত শিয়ালদি গোস্বামী-বাড়িতে স্থাপিত আছে, উই! চন্দ্রমাধব নামে প্রসিদ্ধ। গ্রামের লোকের বলেন যে তাহার শুনিয়া আসিতেছেন যে এই মূৰ্ত্তি দুইটি পুকুরের জলে ভাসিয়া উঠিয়াছিল। কথিত আছে, উক্ত শুক্লাঙ্গর গোস্বামীর প্রতি চন্দ্রমাধবের স্বপ্নাদেশ হয় যে, তিনি উক্ত পুষ্করিণী হইতে উখিত হইবেন। বিস্ময়ের বিষয় এই যে, প্রকৃতই নাকি চন্দ্রমাধবের গুরুভার প্রস্তর মুষ্টি উক্ত পুষ্করিণীতে ভাসমান অবস্থায় দেখিতে পাওয়া যায়। শুক্লাম্বর গোস্বামী মহাশয় মহাসম্যুরোহে চন্দ্রমাধব দেবের বিগ্রহ আপনার বাসভবনে প্রতিষ্ঠিত করেন : যথারীতি পূজার ব্যবস্থা করেন। গোস্বামী মহাশয়ের কোন কৃতী শিষ্য র্তাঙ্গকে শিয়ালদি গ্রামে বিস্তর নিষ্কর ভূমি দান করেন, তখন তিনি শিয়ালদি গ্রামে আসি বসবাস করিতে থাকেন। তাহার বংশধরেরা এখনও শিয়ালটি গ্রামেই বাস করিতেছেন। e বিক্রমপুরের বিভিন্ন গ্রামে অনেক দেব-দেবীর মূর্তাি