পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইথিয়োপিয়ার সমর-সজ্জণ ۹صیbوا\ ফ্লোরেগের রাজপ্রাসাদ হইতে মুসোলিনী ফাপিষ্ট সম্প্রদায়কে সম্ভাষণ করিতেছেন করিবার পরিকল্পনায় এই নীতি অবলম্বিত হইতেছে। এমন কি যত সৈন্যের প্রয়োজন হইবে, তত সৈন্ত আফ্রিকায় প্রেরিত হইবে বলিয়া মুসোলিনী ঘোষণা করিয়াছেন।* অন্য দিকে আবিসনিয়ার সম্রাট তারযোগে “নিউইয়র্ক

  • তিন শত সিনেটরকে সম্বোধন করিয়া মুসোলিনী বলিয়াছেন “...But I wish to add immediately in the most ^xplicit and 80leinn imanner that wo will sond out all the "oldiors we believe necessary.”

অর্থাৎ, আমি পরিষ্কার কথায় আপনাদিগকে বুঝাইয়া দিতেছি যে স্বত সৈঙ্গের প্রয়োজন হইবে আমরা আফ্রিকায় তত সৈন্থ প্রেরণ করিব ৷ টাইম্স” পত্রে জানাইয়াছেন যে আক্রান্ত হইলে আবিসনিয় নিশ্চয়ই যুদ্ধ করিবে। সম্রাটের জ্ঞাতি-ভগিনী প্রিন্সেস হেলা টামান্ত বৰ্ত্তমানে নিউইয়র্কে অধ্যয়ন করিতেছেন। তিনি বঢ়ি গত ছয় বৎসর ধরিয়া আবিসনিয়া যুদ্ধের জন্য প্রস্তুত ; গিরি-গহবরে ও স্বৰ্ডঙ্গ-পথে প্রচুর বিস্ফোরক দ্রব্য/মুক্কায়িত রাখা হইয়াছে । মালভূমির স্থানে-স্থানে. গভীর গর্ভ ও পরিখা খনন করা হইয়াছে। বিমানপোতে আক্রাস্ত হইলে ইহার মধ্যে আশ্রয় লওয়া হইবে। স্বয়ং শ্বেত অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া সম্রাট যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হইবেন ও সাত লক্ষ সেনা পরিচালনা করিবেন।