পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭০২ শ্রাদ্ধাঙ্গুষ্ঠানের দিন যাহা বলিলেন তাহ আজও আমাদের নিত্যস্মরণীয়। সেরানন্দময়ী করি কর্তী সদ। সব জন দুঃখ দূর । স্মরণি সল অয়ে। শিপা লই কেম ভরে চিত উর । " “ম আমাদের ছিলেন সেবানন্দময়ী, সেবাতেই ছিল তাঙ্গর আনন্দ । সদাই তিনি সকল জনের দুঃখ দূর করিতেই থাকিতেন ব্যস্ত। আজ সবাই অস্তরের ব্যথা ও শূন্যত লষ্টয় তাহারঙ্গ স্মরণে এখানে উপস্থিত। আজ কেমন করিয়া সকলের শূন্ত চিত্ত ও হৃদয় হয় পূর্ণ ?” লণ্ডত সো; সে মাতু করি স্বরাষ্ট্ৰী বহুত আজ জোয়। শোক মীচ অর ক্ষয় শুষ্ঠত সব কেম ৬ল পুরণ হেয় । “জীবনে তো মাত আমাদের বন্ড সেবা করিয়াছেন, কিন্তু আজও যে তার বহু সেবা আমাদের পক্ষে প্রয়োজন। আজ র্তাহার অভাবেই যে আমাদের এই শোক ও মৃত্যুর ক্ষয় ও শূন্তত এই সবই বা কেমন করিয়া হয় পূর্ণ ?" পৃথিবীতে থাকিতেও তিনি সবার সব দুঃখ দৈন্ত শূন্তত দূর করিতে নিত্যই ছিলেন যত্নবতী । কিন্তু তখন র্তাহার শক্তি ছিল পরিমিত। তাহার ভাণ্ডারে আর তখন কত বৈভবই বা ছিল যে সবার সব দুঃখ তিনি দূর করিতে পারেন ? আজ তিনি বিশ্বজননীর প্রেমের ভাণ্ডারে প্রবিষ্ট । আজ তার আর কিসের অভাব ? পরম বৈভব কোঠার কুহী পয়ন করি আজ সোয়। থৈষ্ঠ বিগ সব রংক শুষ্ঠত শুব কু ন পূর্ণ হোয়। “পরম বৈভবের ভাণ্ডারের মধ্যেই আজ জননী আমাদের করিয়াছেন প্রবেশ । তবে কেন আজ আর আমাদের সব দৈন্ত ব্যথা অকিঞ্চন শূন্তত পূর্ণ না হইবে ?" আজ প্রেমানন্দময়ী জগংজননীর প্রেমলোকে গিয়া তিনি পরম তৃপ্তি লাভ করিয়া আমাদিগকে ভুলিয়াই যাইবেন এমন কি কখনও হয় ? 躺 সব জনকু তো বিন জমাড় জিমতী কী নৃ মাতা। জক্ত অল্প সব তজ গল্পী মাত জ্য। সদানন্দ অন্নদাত ॥ “মায়ের স্বভাবই ছিল এই যে সবাইকে না খাওয়াইয়৷ তিনি কখনই পারিতেন না খাইতে । আজ তিনি জগতের

  • এই বাণীগুলি রাজস্থানের পশ্চিম ভুভাগবাসী ভক্তদের দ্বারা রক্ষিত। উহাদের গুজরাতী বুলী ইহাতে মিশিয়া যাওয়ায় ভাষা হিসাবে ইছ বিকৃতরূপ। তৰু ভাবের অপরূপতার জষ্ঠ এই সব বাণীকে উপেক্ষ। করা অসম্ভব ।

প্রবাসী S N23 R এই সামান্ত অল্প ত্যাগ করিয়া এমন পূর্ণতার ভূমিতে গিয়াছেন যেখানে সদানন্দ ভগবানই নিত্য বিরাজিত অন্নদাত রূপে ।” এই জগতের সামান্ত অল্পও ধিনি সকলকে না দিমু| খাইতে পারিতেন না ; আজ কি তিনি সেই পরমানন্দময়ী জননীর কাছে পরম-অন্ন পাইয় সকলকে না দিয়াই পাঠতে পারেন ? আতম অল্প লভি প্রেমী সে। আপে ন সব চিত্ত মঙ্গী। লো e দ্যগতি আলোভ রহী জে অমৃত লোকি লুভ ষ্ট্ৰী ৷ “পরমাত্মার সেই আধ্যাত্মিক অন্ন লাভ করিয়া প্রেমময়ী মাত। আমার কি সকলের চিত্তে সেই অল্প পরিবেষণ করিতেছেন না ? লোভজগতে সারাজন্ম যিনি ছিলেন লোভের অতীত, অমৃতলোকে গিয়া তিনি কি হইয় গেলেন লোভী ?” আজও হয়তে। তিনি নিরস্তর তাহার সেই আধ্যাত্মিক পরম-অন্ন আমাদের দিতে উদ্যত রহিয়াছেন । সেই অন্ন ধারণ করিতে পারি এমন কোনো আধার আমাদের মধ্যে না থাকাতেই ম| আমাদের তাহা পরিবেষণ করিতে পারিতেছেন না। তাই নিজেও সেই অল্প গ্রহণ করিতে পারিতেছেন না । শ্রদ্ধা-বিনা তো সেই পরম-অন্ন গ্রহণ কর। যায় না। তাই শ্রাদ্ধদিনে সেই শ্রদ্ধার পাত্ৰখানি ভগবানের কাছে প্রার্থনা করি । এই পাত্রে আজ মাতার দান গ্রহণ করিয়া যেন তাহাকে দুঃখমুক্ত করিতে পারি। ক্ষণ ক্ষণ ম' আৱে অন্ন সে জগত রহু চিত উর । সচেত সরধ। অংজলি বিন ব্যর্থ হোই দান পুর। "প্রতি ক্ষণেই নিরস্তর সেই অল্প আসিতেছে । অতএব, জাগ্রত হও আমার চিত্ত, জাগ আমার হৃদয় । সচেতন শ্রদ্ধ-অঞ্জলি না থাকাতেই আজ মায়ের সেই পরিপূর্ণ দান গ্রহণ করা যাইতেছে না । তাহার এমন ব্যাকুলত ব্যর্থ হইয়। যাইতেছে।” আজ শ্রাদ্ধতিথি । আমাদের সেই শ্রদ্ধাঞ্জলি-লাভের শ্রদ্ধার জীবনপাত্র-লাভের তিথিও আজ হউক । আজ যেন আমরা মায়ের সেই আশীষ লাভ করি। মাতার পরিবেষণ করা অমৃত লাভ করিয়া আজ যেন আমরা মায়ের অন্তরের দুঃখ দূর করি, আমাদেরও সব শূন্তত পূর্ণ করি। কনিষ্ঠ পুত্র ভক্ত মসকীন দাস বলিলেন—