পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাদ্র তেলুগু, কন্নাড ও বাংলাতে লওয়া হইয়াছিল। ইংরেজীও এই বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষণীয় বিষয়। সরকারী বিশ্ববিদ্যালয়সমূহের এম্-এ ও ডক্টরেটের সমান শিক্ষাও এই বিশ্ববিদ্যালয় দিয়া থাকেন। কয়েক বৎসর পূৰ্ব্বে বোম্বাইয়ের স্বৰ্গীয় সর বিঠলদাস ঠাকরসী ইহাতে ১৫ লক্ষ টাকা দান করেন। অন্যান্ত সৰ্ত্তের মধ্যে দানের এই একটি সর্ত ছিল, যে, ইহার কর্তৃপক্ষ সৰ্ব্বসাধারণের নিকট হইতে ঐরুপ মূলধন সংগ্ৰহ করিবেন। যত দিন তাহার' তাহা করিতে না পারেন, তত দিন তাহারা প্রদত্ত মূলধনের সুদ বার্ষিক ৫২,৫০০ টাকা পাইবেন, এবং সৰ্ব্বসাধারণের নিকট হইতে ১৫ লক্ষ টাকা সংগৃহীত হইয় গেলে ঠাকরসী মহাশয়ের প্রদত্ত ১৫ লক্ষ পাইবেন । তাহার মৃত্যুর পরও তাহার উইলের ট্রষ্ট্রীরা কয়েক বৎসর মুদ্র দিতে থাকেন। তাহার পর তাহারা উহা বন্ধ করেন । আমি যে-বৎসর বোম্বাইয়ে এই বিশ্ববিদ্যালয়ের উপাধিদান-সভায় সভাপতি হই, তখন আমি আমার বক্তৃতায় এই স্বদ বন্ধ করা কাজটির বিরুদ্ধে কিছু বলিয়াছিলাম। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও ঠাকরসী মহাশয়ের ট্রষ্ট্রীদের মধ্যে এই ব্যাপারটি লইয়৷ হাইকোর্টে মোকদ্দমা দায়ের হইয়া গিয়াছিল । মুখের বিষয়, মোকদ্দমা চালাইতে হয় নাই, উভয় পক্ষে মিটমাট হইয়া গিয়াছে। বিশ্ববিদ্যালয় বার্ষিক স্বদ ৫২,৫০০ টাকা পাইতে থাকিবেন, এবং যথাসময়ে আসল ১৫ লক্ষও পাইবেন। পুনার অধ্যাপক ঢোণ্ডে কেশব কারবে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ; তাহার পুত্রবধু শ্ৰীমতী ইরাবতী কারবে ইহার রেজিষ্ট্রার । বাংলা দেশে নারীশিক্ষার জন্য ঠাকরসী মহাশয়ের মত এত বড় দান এ পর্য্যস্ত কেহ করেন নাই। স্বৰ্গীয় বিহারীলাল মিত্র মহাশয় কলিকাতা বিশ্ববিদ্যালয়কে যে বার্ষিক ৪৮০০ • টাক দিবার ব্যবস্থা করিয়া গিয়াছেন, কলিকাতা বিশ্ববিদ্যালয় তাঙ্গ কি ভাবে খরচ করিতেছেন, অবগত নহি । ডক্টর প্রফুল্লচন্দ্র বস্থ প্রবাসী বাঙালীদের মধ্যে ধাহারা কৃতী, ইন্দোরপ্রবাসী छक्केद्र अिङ्कक्लठ् बश् छैह्यटनग्न ऋथा अन्नुज्रय । छिनि বিবিধ প্রসঙ্গ-ডক্টর প্রফুল্লচন্দ্র বস্তু ግo¢ ডক্টর প্রফুল্লচন্দ্র বসু কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এবং ইহাতে অধ্যাপনাও করিয়াছেন। তিনি ইন্দোরে একটি কলেজের প্রিন্সিপ্যাল, এবং তম্ভিন্ন রাজপুতানা ও মধ্যভারতের ইন্টারমীডিয়েট শিক্ষা-বোর্ডের সভাপতি এবং আগ্রা-বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলার । এ বৎসর লীগ অব নেশুন্সে ভারতগবষ্মেন্টের যে-কয়জন ডেলিগেট বা প্রতিনিধি নিযুক্ত হইয়াছেন, ইন্দোরের প্রধান মন্ত্রী রায়-বাহাদুর এস এম বাপ্পা তন্মধ্যে এক জন। বহু মহাশয় তাহার পরামর্শদাতা নিযুক্ত হইয়াছেন এবং উহার সস্থিত জেনির্ভ বাইবেন।