পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qeto যান। এই গ্রন্থগুলির মূল্য কুড়ি হাজার টাকা হইবে। তম্ভিয়, তাহার ক্রীত ও অধীত নানাবিধ কাব্য ও উপন্যাসাদির গ্রন্থও ছিল। তৎসমুদয় অন্যত্র দেওয়াহইয়াছে। তিনি ধনী লোক ছিলেন না, সরকারী বিদ্যালয়ে শিক্ষকের কাজ করিতেন । পড়িবার জন্য বহি কিনিতেন, ঘর সাজাইবার জন্য নহে। বিদেশী ডাকে তাহার বহি আসিত না, এমন কোন সপ্তাহ যাইত কিনা সন্দেহ; কোন কোন সপ্তাহের বিলাতী ডাকের দিন ডাকের পিয়াদা এক তাহার বহির মোট আনিতে ন পারায় মুটিয়ার মাথায় চাপাইয়া আনিত। তিনি বাংলা, বৈদিক ও তৎপরবর্তী কালের সংস্কৃত, পালি ইংরেজী, গ্ৰীক, গুজরাট, আবেস্তার ভাষা, এবং বোধ হয় হিব্রু জানিতেন । বহু ধৰ্ম্মের ধৰ্ম্মশান্সে র্তাহার প্রগাঢ় পাণ্ডিত্য ছিল। উপনিষদ, গীতা, বৌদ্ধ শাস্ত্র ও বাইবেল সম্বন্ধে তিনি অনেক সারবান প্রবন্ধ লিখিয়ছিলেন । র্তাহার সম্পাদিত সটীক ও সামুবাদ বৃহদারণ্যক উপনিষদ ও ছান্দোগ্য উপনিষদ তাহার মৃত্যুর পর পণ্ডিত সীতানাথ তত্ত্বভূষণ কর্তৃক প্রকাশিত হইয়াছে । তিনি চরিত্রগুণে, জ্ঞানবত্তায় এবং শিক্ষাদান-প্রণালীর উৎকর্ষে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। বীজগণিত সম্বন্ধে তিনি ছাত্রদের জন্য একখানি উৎকৃষ্ট ইংরেজী বহি লিথিয়াছেন। কিন্তু তিনি বিখ্যাত লোক ছিলেন না বলিয়া কোন প্রকাশক তাহা তাহার নিকট হইতে পাইবার চেষ্টা করেন নাই, এবং তিনিও চিরকুমার থাকায় ও অর্থাগম সম্বন্ধে তাহার ব্যগ্রতা না-থাকায় নিজেও তাহা প্রকাশ করেন নাই। তিনি হোমিওপ্যাথিক মতে চিকিৎসা উত্তম রূপে জানিতেন এবং রোগীদিগকে বিনামূল্যে ঔষধ দিতেন—দরিদ্র রোগীদিগকে নিজ ব্যয়ে পথ্যও দিতেন। সকল জনহিতকর কৰ্ম্মে তাহার অনুরাগ ছিল, এবং যথাসাধ্য তাহার জন্য দান ও পরিশ্রম করিতেন। তিনি স্থপণ্ডিত ছিলেন—এরূপ বিদ্বান ছিলেন, যে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজপরিদর্শক প্রিন্সিপ্যাল ডক্টর প্রসন্নকুমার রায় একবার আমাকে বলিয়াছিলেন, “আমি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজ পরিদর্শন করিয়াছি, কিন্তু মহেশবাবুর মত পণ্ডিত কোথাও দেখি নাই।” কিন্তু পণ্ডিত বলিয়া তিনি নীরস শুষ্ক প্রকৃতির লোক ছিলেন না ; তাহার নিৰ্ম্মল অট্টহাস্য দেখিবার ও শুনিবার জিনিষ ছিল। এরূপ একটি মানুষের কোন এক বয়সের চেহারা মানুষকে স্মরণ করাইয়া দিবে এমন একটি চিত্র প্রৰণসী SNPoo. সৰ্ব্বসাধারণের অধিগম্য হলে স্থাপিত হওয়া আনন্দের বিষয়। ইহা তাহার দেহের চিত্র। র্তাহার জীবনচরিত ও র্তাহার প্রবন্ধাবলী প্রকাশিত হইলে তাহার অন্তরের চিত্রও পাওয়া যাইবে । সর দেবপ্রসাদ সর্বাধিকারী পচাত্তর বৎসর বয়সে সবু দেবপ্রসাদ সৰ্ব্বাধিকারী পরলোক যাত্রা করিয়াছেন। তিনি বিদ্বান ও কৃতী পরিবারে জন্মগ্রহণ করেন, এবং নিজেও বিদ্বান ও কুর্তী ছিলেন । সর দেবপ্রসাদ সৰ্ব্বাধিকারী তাহার পিতা ডাক্তার সূৰ্য্যকুমার সর্বাধিকারী কলিকাতার অন্ততম বিখ্যাত চিকিৎসক ছিলেন। র্তাহার জ্যেষ্ঠতাঙ অধ্যাপক প্রসন্নকুমার সর্বাধিকারীর বাংলা পাটীগণিত আমরা বাল্যকালে পড়িয়াছিলাম এবং যৌবনে প্রেসিডেন্সী কলেজে তাহার নিকট ইংরেজী সাহিত্যের কোন কোন বহি