পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

కొమం প্রবাসী SNess్న করাই স্বাস্থ্যবিভাগের কৰ্ত্তব্য । রাস্তার ডাষ্টবিন বা ‘এখানে প্রশ্রাব করিও না’ বিজ্ঞাপন যে ফলপ্রদ নহে তাহা ত অতি স্পষ্টই বোঝা যায়। কিন্তু যখনই জনসাধারণ বুঝিবে এক-কণা নিষ্ঠীবন হইতে সহস্ৰ সহস্ৰ বীজাণু বায়ুতে ছড়াইয়া পড়ে, সহস্ৰ মানব শ্বাস-প্রশ্বাসে তাহা ভিতরে লয়, প্রত্যেকেই বীজাণুর বিষক্রিয়ায় জর্জরিত হইয় পড়ে, এক জন লোকের মুহূর্তের অবহেলায় এক কণা নিষ্ঠবল নিক্ষেপের জন্ত সহস্ৰ সহস্ৰ মানব প্রাণত্যাগ করিতে পারে এবং সেই লোকই এষ্ট পাপের ভাগী হয়—তথম সকলেষ্ট যেখানে-সেখানে থুথু কাশ ফেলিতে ইতস্তত করিবে ; পরে ইহাই অভ্যাসে দাড়াইবে, যাহ এখন ইউরোপে হইয়াছে । প্রথমেই সকলে এ কথা বিশ্বাস করিবে না, কবিকল্পনা বলিয়া মনে করিতে পারে ; কিন্তু উপযুক্ত যুক্তি ও ছবি দ্বার। বার-বার বুঝাইলে লোকে বিশ্বাস করিবে না যে ইহা অসম্ভব । জনসাধারণ যখন ইহা বুঝিতে পারে যে টীকা লওয়৷ প্রয়োজন এবং লক্ষ লক্ষ লোক প্রতিবৎসরই টীকা লইতেছে, তখন ইঙ্গ তাহার। বুঝিবে না কেন ধে বায়ু দূষিত হইলে তাহাদেরষ্ঠ অনিষ্ট সাধন করে। বুঝাইবার খুব বেশী চেষ্ট করা হয় বলিয় মনে হয় না। টীকা লক্টলে বসন্থ হয় না ঘৃত লোক জানে, তাহার বোধ হয় এক-শতাংশ লোকও জানে না যে একটি মাত্র ক্ষয়রোগীর যেখানে-সেখানে কাশনিক্ষেপহেতু বহু শত লোক ক্ষয়রোগাক্রান্ত হয় এবং ক্ষয়রোগ হইতে রক্ষা পাইতে হইলে শরীর সর্বদাই স্থস্থ ও সবল রাপ কৰ্ত্তব্য। রেন্সের কামরায় ‘পূথু ফেলিও না’ লেখা থাকা সত্ত্বেও ত থুথু ফেলা বন্ধ হয় না। থুথু যে কি অনিষ্ট করে তাহ না জানিলে বিজ্ঞাপনে কি করিবে । কই ইউরোপে ত কোথাও ঐরূপ বিজ্ঞাপন দেখি নাই । বিজ্ঞাপনে কোনও ফল না-হওয়া সম্বন্ধে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমরা ঐ বিজ্ঞাপনই দিই—যেন অষ্ঠ দেশের লোক জানিয়া যায় যে এখানে ঐক্লপ বিজ্ঞাপন প্রয়োজন। লোকদেখান ছাড়া উহার আর কি আবগুকত অাছে জানি না । লোকদের এ সমস্ত তথ্য অবগত করার ভার কপোরেশনের স্বাস্থ্য-বিভাগের। এ দেশেও মিউনিসিপালিটির স্বাস্থ্যবিভাগই প্রচার কার্য্য করে। কিন্তু প্রভেদ এই যে, এখানে ইহারা অল্পপ্রেরণা লইয়া কাজ করে, আর জামাদের দেশে কেবল মাত্র মাস-মাহিনার খাতিরে লোকে কাজ করে । দেশপ্রিয়তা থাকিলে বোধ হয় আজ আমাদের বঙ্গদেশের এতদূর অধঃপতন হইত না । অপর বিবেচ্য বিষয়, ক্ষয়রোগীর সংস্পর্শে অন্ত কাহাকেও ন-আসিতে দেওয়া। ইহা বড়ই কঠিন ও কষ্টদায়ক, বিশেষত: বাঙালীর মত স্নেহ-প্রবণ জাতের। কিন্তু আমাদের সর্বদাই স্মরণ রাখ। কৰ্ত্তব্য যে রোগীই আমাদের অতি আপন~~ রোগের সঙ্গে ধথেষ্ট শত্রুত । মৃতট। সম্ভব রোগকে বঁাচাইয়া চল বিশেষ কৰ্ত্তব্য। এ দেশে ক্ষয়রোগী সবাঃ স্তানাটোরিয়ামে থাকে যত দিন পর্য্যস্ত কাশিতে জীবাণু থাকে তত দিন বাড়িতে যাইতে দেওয়া হয় না। বীজাণু উপযুপিরি দুই সপ্তাহ ন পাওয়া গেলে বাড়িতে ঘাইতে দেওয়া হয়। তবে কিছু দিন পরে পুনরায় স্তানাটোরিয়ামে আসিতে হয় । কিন্তু আমাদের দেশে স্তানাটোরিয়াম নাই । রোগী বাড়িতেই থাকেন, সুতরাং রোগ ছড়াইয় পড়ার যথেষ্ট সুবিধা হয়। ইহা অপেক্ষ শোচনীয় বিষয় আর কিছুক্ত থাকিতে পারে না। যুদ্ধের পর জাৰ্শেনীর এলাকা প্রায় বঙ্গদেশেরই সমান হইয়াছে, লোকসংখ্যাও প্রায় বঙ্গদেশের সমান। ক্ষয়রোগ এখন খুব কমিয়াছে। একমাত্র কলিকাতায় যত ক্ষয়রোগ হয়, সমগ্র জাৰ্শেনীতে এখন তাহ অপেক্ষাও কম ক্ষয়রোগ হয়। অথচ জাৰ্শেনীতে বিভিন্ন শহরে অনুন পঞ্চাশটি iffentliche বা সাধারণ স্তানাটোরিয়াম আছে । তিন সহস্ৰ দরিদ্র রোগী উহাতে স্থান লাভ করিতে পারে । কিন্তু ইহাতেও ইহারা সন্তুষ্ট নয় । ইহা ন কি তাহীদের পক্ষে অনেক কম । এই সমস্ত স্তানাটোরিয়ামে রোগীর পিছনে ąją grą są Gİşi çąfostą Kranken Kasse (kranken= (Ho, kasse= GFN ) 8 Versicherungs Anstalt ( বা ইনসিওরেন্স কোম্পানী ) । এখানে আইনতঃ প্রতি শ্রমিক ও কাৰ্য্যকারকেরই মাস-মাহিন হইতে শতকরা হিসাবে SfS sor for Kranken Kasse T Versicherungs Anstalt, কাটিয় লয়--যে উপায়ে আমাদের দেশে প্রভিডেন্ট ফণ্ডের জন্ত কাটা হয়। কাহারও অর্থ হইলে সেখানকার Kranken Kasse seit Versicherungs Anstalts যাইতে হয় এবং তথা হইতে তাহাদের অনুমতি-পত্ৰ লইতে হয়। সেই পন্ন দেখাইয় তাহার যে-কোনও চিকিৎসালয়ে