পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশ্বিন নপাইতে পারে। পরে ঐ সব চিকিৎসালয়ে রোগীর জন্ত Ts To F. SR Kranken Kasse - Versicherungs Anstalt হইতে আদায় করে । সাধারণের অর্থে সাধারণের চিকিৎসা হয়, অথচ কাহারও এককালীন অধিক ব্যয় করিতে হয় না। যাহারা বেকার, সুতরাং ঐ সব প্রতিষ্ঠানে কিছুই দেয় না, তাহার সাহায্য পায় সরকার হইতে । এগানে বেকার লোক অনাহারে বা বিনা-চিকিৎসায় মারা যায় না । আমাদের দেশে আপিসের চাকরি করেন এমন বহু লোক গাছেন । ইহারাই মধ্যবিত্ত এবং অর্থাভাবে ক্লিষ্ট । ইহাদের পনেকেই চিকিৎসা করাইতে অক্ষম এবং রোগের প্রাদুর্তাব৪ ইহাদের মধ্যে বেশী। প্রতি আপিসেই Kurukon Kasse খোলা যাইতে পারে । মাসিক বেতন হইতে শতকরা দুই-তিন টাকা কাটিয়া রাখিলে কাহারও অতিশয় অর্থাভাব ঘটে না । অথচ ঐরুপ পঞ্চাশ-যাট জন কাৰ্য্যকারকের মাহিনী হইতে বৎসরে অনূ্যন ১২০০ টাকা জমিতে পারে। যদি তাহাদের মধ্যে ছয় জনেরও কঠিন ব্যাধি হয় এক বৎসরে ( যদিও এত বেশী রোগ হওয়া অসম্ভব ) তাহ হইলে প্রত্যেকেই চিকিৎসার জন্ত ২০০ টাকা পাইতে পারেন । ঐ টাকায় আমাদের দেশে স্থাসম্ভব চিকিৎসা চলিতে পারে, অবশ্ব ৬৪ টাকা দর্শনী দিয়া নয়, সাধারণ চিকিৎসালয়ে । ক্ষয়রোগের স্থানাটোরিয়াম নিৰ্ম্মাণের জন্ত অর্থ সরবরাহ করিতে পারেন আমাদের ধনীরা । আমাদের দেশে ধনীদিগের দান ত অজ্ঞাত নহে । স্তানটোরিয়ামে কয়েকটি আসন বেকার বা অতি দরিদ্রদের জন্য থাকিতে পারে । উহাদের খরচ যোগাইবেন ধনীর – এখানে সরকার সেই অর্থ দেয়, কিন্তু আমাদের দেশে ত আর তাহা সম্ভব নহে। অন্তান্ত আসনের খরচ Kranken Kasse-এর অনুরূপ প্রতিষ্ঠান দিতে পারে। এইরূপ ব্যবস্থায় প্রতি কাৰ্য্যকারকেরই স্থচিকিৎসা চলিতে পারে এবং সেই সময় তাহাদের পরিবারের খরচ চলিতে পারে প্রভিডেন্ট ফণ্ডের অর্থে । ধিনি মাসিক ৫০ টাকা বেতন পান, তাহার যদি দুই-তিন টাকা Kranken Kasse s efsogs Toss Hos oft so, তবে বোধ হয় বিশেষ অর্থাভাব ঘটে না । অথচ যদি তিনি গুরুতর পীড়িত হন, তখন তাহার হাহাকার করিতে হয় না । ইনসিওরেন্স কোম্পানীর টাকা পাইবে তাহার পরিবার তাহার মৃত্যুর পর। কিন্তু যদি দুই-তিন মাস তিনি পীড়িত অবস্থায় ৰঙ্গদেশে ক্ষয়রোগ RSS বঁচিয়া থাকেন, তখন কি উপায়—স্বৰ্ণালঙ্কার এখন আর অনেকেরই নাই। তথন সাহায্য করিতে পারে krauken Kasse-ইহা বোধ হয় যে কোনও ইনসিওরেন্স কোম্পানীর হুবক্তা এজেন্টগণ স্বীকার করিবেন। আমাদের দেশে এখন ধনীর সাহায্য প্রয়োজন অতি দরিদ্রের জন্ত এবং মধ্যবিত্ত লোকের সাহায্য প্রয়োজন তাহীদের নিজেদের সাহায্যের জন্য । গভর্ণমেণ্টের দিকে চাহিয়৷ থাকিলে ফল কি ! বঙ্গদেশে ক্ষয়রোগের একমাত্র স্যানোটোরিয়াম যাদবপুর । সেখানে আর কয় জন রোগীর স্থান হইতে পারে ? উপযুক্ত স্ত্যনাটোরিয়ামের অভাবে কত লোক যে চিকিৎসা করাইতে পারে না, তাহার ইয়ত্ত নাই । এ রোগ ত আর এক দিন ডাক্তার দেখাইয় ও প্রেসক্রিপশুনের ঔষধ খাইয়া ভাল হইবার নহে। দীর্ঘ দিন স্তানাটোরিয়ামে চিকিৎসা আবশুক । যে-দেশে গভর্ণমেণ্টের সাহায্য পাওয়ার আশা কম, সে-দেশে নিজেরাই নিজেদের সাহায্য না করিলে আর উপায় কি । এই প্রকার বিভিন্ন বিষয়ের জ্ঞান লাভ করিতে পারে জাম্মানরা তাহাঁদের দেশীয় গবেষকগণের নিকট হইতে । gertzi zifs "tērē Öffentliche tiesundheitspflege বা সাধারণ স্বাস্থ্যতত্ত্বাগার বর্তমান। উহার সঙ্গে একটি করিয়া মধ্যমারুতি মিউজিয়ম আছে । তাহাতে বহু রকমের বড় বড় ছবি এবং মোমের ও সেলুলয়েডের প্রতিকৃতি আছে ; সাধারণ প্রাঞ্চল ভাষায় সমস্ত তত্ত্ব বোঝান আছে । মিউজিয়ম প্রতিদিনই খোলা থাকে । একটি বড় বক্তৃতা-কক্ষ আছে। ছুটির সময় বাদে অন্ত সময় প্রতিদিন এক বা দুই ঘণ্ট। বক্তৃত হয়। বড় বড় অধ্যাপকগণ বক্তৃতা দেন। ছাত্র এবং জনসাধারণ সকলেই শুনিতে পারে । এইরূপে ইহার স্বাস্থ্যতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করে । প্রতি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বাস্থ্যতত্ত্ব শিক্ষা করিতে বাধ্য । ইহা ছাড়া জাবার Iesundheits Polizei T TrW-HEIF fes oria তাহার কশাইখান, বাজার, গাদ্য-বিক্রেতার দোকান প্রভৃতির উপর এবং প্রতি গৃহবাসীর স্বাস্থ্যের উপর সতর্ক দুটি রাখে। ইহা ছাড়া আমাদের মিউনিসিপালিটির মত Gesundheits Rat ErfCE | STRICTI (KT"S TS TY এই সব ব্যবস্থাই আছে। কিন্তু সবই যেন প্রাণহীন। স্থাকিতে হয় তাই আছে-—কাজের কোনও অল্পপ্রেরণা নাই। প্রতি