পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেত্রা ബ আমাদের দেশের অঞ্জণ্টএলোরার মত অন্যান্স দেশেও পৰ্ব্বত ‘কাটিয় প্রস্থত মন্দির স্তম্ভ ইত্যাদি রহিয়াছে । পাহাড় কাটিয়া নিৰ্ম্মিত পেত্রানগরীর ধ্বংসাবশেষ ইহাদের অন্যতম– ইতিহাসের দিক দিয়াও ইহার মূল্য স্বল্প নয় । " পেত্রানগরী বর্তমানে আৰ্দ্ধবিম্মত হইলেও এসীরিয়ার অক্ষর-বাণিপালের সময় ইহা বিশেষ খ্যাতিলাভ করিয়াড়িল এবং এই নগরীজয়ের জন্য তাহাকে বিশেষভাবে সমরয়োজন কুরিতে হইয়াছিল । আলেকজান্দারও এই নগরী আক্রমণ করিয়াছিলেন কিন্তু ধনসম্পদ লাভ করিয়াই তিনি তুষ্ট হন পেত্র ঐ সময় একটি বিখ্যাত নগরী । সিরিয়ার হামাদ বা উত্তর-আরবের মরুভূমির এই নগরী হেজাজ রেল গুয়ের পশ্চিমে পড়ে, এবং ইজিপ্ট, সীরিয়া, মেসোপটেমিয়া ও আরবের মধ্যবৰ্ত্তী প্রাচীন পথে ইঙ্গর অবস্থান । খ্ৰীষ্টপূৰ্ব্ব যষ্ঠ শতাব্দীতে পেলার উত্থান এবং পঞ্চদশ শতাব্দী পূৰ্ব্বে ইহার পতন পৰ্য্যস্ত সময়ে সমগ্র পশ্চিম-এশীয় দেশসমূহে ইহার প্যাতি বহুদূরপ্রসারী ছিল। সেমেটিক জাতি নেরিসিয়গণ কর্তৃক ইহা সৰ্ব্বপ্রথম নিৰ্ম্মিত হয় এবং ক্রমশ ইহা রোমানদিগের ছৰ্গস্থলে পরিণত হয় ।