পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আণশ্বিন বাণেশ্বর যে কিরূপে ন-রাগিয়া তর্ক করিতে পারে ভাবিয়া ,স অবাক হয়। নানা বিষয়ে অকারণে তর্ক—মোহনবাগানের খেল, •রৎচন্দ্রের নূতন উপন্যাস, প্রফেসারের পড়ান, কোন মোটরকারের কি দাম, থিয়েটারের অভিনয়, অভিনেত্রীদের কপ, ক্রিকেটের রেকর্ড, রবীন্দ্রনাথের আধুনিক কবিত। কোন সিগারেট উৎকৃষ্ট । প্রতি-বিষয়ে বাণেশ্বরের মত স্থির, অতি স্পষ্ট, যেন সে সকল বিষয় ভাবিয়া শেষসিদ্ধান্তে উপনীত হইয়াছে। একদিন অরুণ বাণেশ্বরকে নিভৃতে ডাকিয়া বলিল সাচ্ছ, বাণেশ্বর, তুই কি সত্যি বিশ্বাস করিস, ঈশ্বর নেই ? বাণেশ্বর অরুণের গষ্ঠীর মুখের দিকে চাহিয়া বক্র হাসি হাসিল, এ যেন কোন পাত্রীসাহেব মানবকৈ নরক হইতে iণ করিতে আগত । অরুণ হাসিয়া বলিল এটা তোর pose, নয় ? বাণেশ্বর বলিল তার চেয়ে সহজ কথায় বল না, আমার সল্ । দেখ, চালু আমি দিষ্ট না। এ বিষয়ে কি কোন সন্দেহ আছে । তুই প্রমাণ করতে পারিস, ঈশ্বর আছেন ? তোমর। বল, ঈশ্বর মঙ্গলময় আনন্দময়, তাহলে এত দুঃগ কন ? তুমি বলবে দুঃখ না থাকলে ইত্যাদি । বাণেশ্বর উদ্দীপিত হইয়া উঠিল । অরুণ বলিল রবীন্দ্রনাথের “ধূম্ম” বইখানা পড়েছিস ? -দেথ অরুণ, রবীন্দ্রনাথ কি বলেছেন ব| উপনিষৎ কি পলেছেন আমি শুনতে চাই না। এই গুরু-ভজার দল "শের সর্বনাশ করল। তুষ্ট নিজে ভেবে কি সিদ্ধান্তে আসতে পারিস, তাই বল। নিজের বৃদ্ধি ও চিস্তাশক্তি । সবচেয়ে বড় । -আমি বোঝাতে পারছি না, কিন্তু আমি অঙ্গভব করতে পারি, এ অল্পভব করবার, যেমন গানের স্বরের আনন্দ শুধু অমুভব করা যায়। তুই যদি আমার সন্ন্যাসীনামার গান শুনৃতিস ! --আবার কোন সন্ন্যাসীর পাল্লায় পড়লি নাকি ? —তিনি আমার মামা হন । অরুণের পাংগুমুখ দেখিয়া লজ্জিত হইয়া বাণেশ্বর বলিল, কিছু মনে করিস না। কিন্তু এই ভাবের কুহেলিকায় স্বপ্নের জীবনয়ন b^9వసి মায়াজালে সত্য ঢাকা পড়ে। পৃথিবীকে দেখতে হবে সত্যের আলোকে । সত্যকে জানতে পারলে শক্তি জাগবে । নীটসের একখানা বই তোকে পড়তে দেব। আচ্ছা, আমিও তোকে একখানা বই পড়তে দেব, দেখি কে কাকে convert করতে পারে । -ওই ত তোদের ধৰ্ম্ম, দলভারি কর চাই । সত্যের পথে এক যেতে হবে । কোন বই তার পথ দেখাতে পারে ল । অরুণ সেদিন অনুভব করিল, বাণেশ্বরকে সে ভালবাসে, বাণেশ্বরের জন্য তার মনে ব্যথা লাগে । পিতার সহিত বিবাদ, পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া তাহার অশাস্ত আত্মা নাস্তিক হইয়া গিয়াছে। নাকটি খাড়ার মত আরও উগ্র, দেহ আরও শীর্ণ, চোখ দুইটির দৃষ্টি আরও বক্র তীক্ষ হইয় উঠতেছে। স্নেহময় পরিবারের মধ্যে প্রেমপূর্ণ গুহে বাস করিলে বাণেশ্বর বদলাইয়। যাইবে । অরুণ ভাবে, হয়ত যতীনের দিদির নিকট লইয়। যাইতে পারিলে কোন স্নেহময়ী কল্যাণী নারীর স্পর্শ জীবনে লাভ করিলে বাণেশ্বর শাস্তি পাইবে । কলেজের ছুটির পর অরুণ কিছুক্ষণ টেনিস খেলে । খেল বেশীক্ষণ হয় ম৷ ৷ সন্ধ্যায় অজয়দের বাড়ি যাইতে হয় । উম কলেজ হইতে আসে শ্রাস্ত ; কোনদিন তাহার মাথ৷ ধরে । মাথা ধর লইয়াই সে মাতাকে সাহায্য করিবার জন্য রান্নাঘরের কাজে লাগিয়া যায় । অরুণ তাহাকে রান্নাঘর হইতে ডাকিয় বাহির করে। উমা, তোমার বেড়ান দরকার, আজও মাথা ধরেছে নাকি ? - ফ্রি এয়ার, কি বল অরুণ ? কিন্তু আমরা ত ফ্রি উইমেন নয়। বল ত গাড়ীটা নিয়ে আসি, গড়ের মাঠে বেড়াতে বাবে ? —থাক, শরীরের অত তোয়াজে দরকার নেই, আমাদের এই ছাদের হাওয়া খেলেই চলবে । বাড়ির পিছন দিকের ছোট ছাদে দুষ্ট জনে ধীয়ে পায়চারি করিয় বেড়ায় । পরস্পর কলেজের গল্প বলে, উপন্তাসের