পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অণশ্বিন * মহিলা-সংবাদ বিচার করিতে চাই না, কৃত্রিম আবেষ্টনের মধ্যে পার্থীর অমুকুল আহাৰ্য্য অথবা পক্ষিপালনের অসংখ্য বাধাবিপত্তি লইয়া আলোচনায় প্রবৃত্ত হওয়া এ প্রবন্ধের উদ্দেশ্য নয়, এ সম্বন্ধে যতটুকু ইঙ্গিত করিতে সাহসী হইয়াছি তাহ আমার ৮৬১ আয়াসলন্ধ অভিজ্ঞতার ফল সন্দেহ নাই, ইহা হইতে মনে করি আমার পক্ষিনিকেতনের সাফল্যকল্পে আমার যত্ন, পরিশ্রম ও সতর্কত অবলম্বন যে অকারণ বা নিরর্থক নয় তাহ মোটামুটি উপলব্ধি হইবে । মহিলা-সংবাদ কুমারী সুধীরা দে এই বৎসর মান্দ্রাজ বিশ্ববিদ্যালয়ের বি-এসসি পরীক্ষায় জুলজি (Zoology )তে সসম্মানে with honours ) প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করিয়া উত্তীর্ণ হইয়াছেন , ইনি পরলোকগত বিপিনচন্দ্র পাল মহাশয়ের দৌহিত্রী ও মান্দ্রাজ প্রেসিডেন্সী কলেজের রসায়নীবিদ্যর অধ্যাপক শ্ৰীযুক্ত ডক্টর বিমানবিহারী দে মহাশয়ের ভ্রাতু-পুত্রী। শ্ৰীমতী ধৰ্ম্মশীলা জায়সবাল ( বর্তমানে লাল-সহধৰ্ম্মিণী ) পাটনা বিশ্ববিদ্যালয়ের এক জন মেধাবী ছাত্রী। তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় হইতে বি-এ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বিলাত গমন করিয়াছিলেন । সেখানে থাকিয়া উচ্চতর শিক্ষা লাভ করিয়া লণ্ডন বিশ্ববিদ্যালয় হইতে একটি উপাধি লাভ করেন। তিনি শিক্ষা-বিজ্ঞানেও একটি ডিপ্লোম পাইয়াছেন । শেষে ব্যারিষ্টারী পরীক্ষায় উত্তীর্ণ হইয়া পাটন প্রত্যাবর্তন করিয়াছেন । র্তাহার পিতা পাটনার বিখ্যাত ব্যবহারাজীব শ্ৰীযুক্ত কাশীপ্রসাদ জায়সবালের অধীনে ব্যারিষ্টারের কার্ধ্য আরম্ভ করিয়াছেন । বিহার-উড়িষ্যায় তিনিই সৰ্ব্বপ্রথম মহিলা ব্যারিষ্টার । সংস্কৃত সাহিত্যেও শ্ৰীমতী জায়সবাল বিশেষ অনুরাগী । তিনি ইতিমধ্যে ভাসের একখানি নাটক অতুবাদ করিয়াছেন । শ্ৰীমতী ধৰ্ম্মশীল। জাঙ্কসবাল