পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

too. লাগছিল না। পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি এই পিরামিড ! তা দেখা হ’ল, অদ্ভুত ব্যাপার এর ভেতরে যাবার রাস্তার দু-পাশে বড় বড় থাম ও তাদের মাথার ছাদগুলি দেখে অবাক হয়ে গেলুম। কোন পাথরের কোন জায়গায় জোড় নেই। সমস্তই বড় রড় এক এক খণ্ড পাথরের দ্বারা আলাদা আলাদা তৈরি। এক-একখানা পাথর বোধ হয় এক-একটি ঘরের মত বড়। গাইডের মুখে শুনলুম তখনকার দিনে এ-সব তোলবার জন্ম ক্রেনের স্বষ্টি হয় নি। এ-সব কাজ একমাত্র বলবান ক্রীতদাসদের দ্বারাই সম্পন্ন হতে পারত। চারি দিক দেখে মুনে হ’ল না-জানি কত ক্রীতদাসই ছিল ও তাদের ক্ষমতাই বা কেমন । , এইখানে আমাদের ছবি তোলা হ'ল। ছবি তোলবার লোক সৰ্ব্বত্রই বেড়াচ্ছে। একবার হুকুম পেলেই হয়, ফটু করে তুলে, তাকে ছেপে যথাসময়ে তোমার কাছে হাজির করবে। ফটাে তুলতে গিয়ে সে এক হাসির ব্যাপার, আমরাও চড়ব না, আর গাইডও ছাড়বে না, বলে কি ছবি তোলবার সময় অন্ততঃ একবার উটের পিঠে চড়তেই হবে। প্রবাসী ১৩৪২ ভাকে বোঝান গেল আমরা মাটিতে দাড়িয়ে ছবি তোলাতেই ভালবাসি। সে নাছোড়বান্দ, বললে উটের পিঠে নিতান্তই যদি না ওঠ ত, উটের লাগামটি হাতে ধ’রে তোমাদের হাসব্যাওদের ঠিক পাশেই দাড়াও, তা হলে কায়দাটা মন্দ হবে না।—কি করি, পড়েছি যবনের হাতে, একবার ধরতে চেষ্টা করলুম, পোড়া উট এমন বিকট স্বরে ডেকে উঠল যে লাগাম ছেড়ে দিয়ে ব’লে—ফেলুম, না বাপু, কাজ নেই এ-সব কায়দায়। বাঙালীর মেয়ে, সকাল হ'লেই ভাড়ার বের ক'রে বঁটি পেতে ফুটনোয় বসা অভ্যেস, এ হেন মনিষ্যি চোখে পিরামিড দেখছি তাই যথেষ্ট। স্বামীর অন্যান্য মুখ-স্বচ্ছন্দ্যের দিকে দৃষ্টি রাখব এখন, তার উটের লাগাম ন৷ ধরলেও চলবে । আমরা মিশরের মর্মী সেদিন আর দেখতে পাই নি, কারণ মিউজিয়াম বন্ধ ছিল। সেদিন সোমবার । টুটেনখামেনের সমাধি-মন্দিরও বাদ পড়ল, সে দেখতে গেলে লুক্সর যেতে হবে, এখান থেকে অনেক দূর । ক্রমশঃ

  • -•

পণ্ডিত রামচন্দ্ৰ শৰ্ম্মা রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ-ঘাতকের খড়েগ করিতে ধিক্কার হে মহাত্মা, প্রাণ দিতে চাও আপনার, তোমারে জানাই নমস্কার । হিংসারে ভক্তির বেশে দেবালয়ে আনে, রক্তাক্ত করিতে পূজা সঙ্কোচ না মানে। সপিয়া পবিত্র প্রাণ, অপবিত্রতার ক্ষালন করিবে তুমি সঙ্কল্প তোমার, তোমারে জানাই নমস্কার ॥ মাতৃস্তনচু্যত ভীত পশুর ক্ৰন্দন মুখরিত করে মাতৃ-মন্দির প্রাঙ্গণ ৷ অবলের হত্যা অর্ঘ্যে পূজা-উপচার— এ কলঙ্ক ঘুঢ়াইবে স্বদেশ মাতার, >e છાણ, ૭8૨ শান্তিনিকেতন তোমারে জানাই নমস্কার ॥