পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

صم مسوا سوا ইস্তাম্বুলে শ্ৰীযুক্ত হামিদ এ.আলি জামাইকার কাফ্রীদের দুরবস্থা এবং তাহীদের প্রতি শ্বেতাঙ্গ সম্প্রদায়ের দুর্ব্যবহারের কপাঁ ইহীদেরই প্রতিনিধি কুমারী মারপ্তমান মন্মস্পশী ভাষায় বর্ণনা করেন ১ থেstঙ্গ মস্কিলার ইহার কিছু প্রতিবাদ করিলেও, এই বিষয়ক প্রস্তাবটি অধিকাংশের মতে গৃহীত হয় । বল বাষ্ঠল, মধাস্থলেঞ্জযুক্ত হামিদ এ. আলি প্রাচ্যদেশের প্রভিনিধিগণ সকলেই এই প্রস্তাব সমর্থন করেন। সকল দেশে যাহতে নারীর সামাজিক মৰ্য্যাদা বৃদ্ধি হয় সে উপায় নিদ্ধারণ করিয়া প্রস্তাব গৃহীত হয়। যে-সব দেশে ডিক্টেটরীয় শাসন চলিতেছে সে-সব দেশের নারীর সামাজিক অবস্থ সম্বন্ধেও আলোচনা হইয়াছিল। প্রবাসী SNご8ミ সভায় এক জাতির উপর অস্ত জাতির আধিপত্য বিস্তার সম্বন্ধে তীৰ মন্তব্য প্রকাশ করা হয়। প্রাচ্যের দেশসমূহের প্রতিনিধিদের ঐকমত্য উপস্থিত সকলেরই বিস্ময়ের উদ্রেক করিয়াছিল । রুশিয়ায় বিমান-বিহার শিক্ষা— আধুনিক বিমানপোত আলিঙ্কারের পর হইতে পাশ্চাত্যের সকল সূৰ্য্য-কিরণ সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণার জন্ত বেলুনের ব্যবহার