পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিৰিখ প্রসঙ্গ—স্বগীয় কুমারী জেন এডামস ష్సాNరి দ্বিতীয়টির তিনি নাম দিয়াছেন, “প্রাচ্য ও প্রতীচ্যের মিলন ।” এই ছবিটি প্রবাসীর বর্তমান সংখ্যায় প্রকাশিত হইল । স্বভাষ বাবুর সহিত সাক্ষাৎকারের সময়, ভারতবর্ষে স্বরাজলাভ-প্রচেষ্টা সম্বন্ধে তিনি অনেক কথা বলেন। তাহার তাৎপৰ্য্য স্বভাষ বাবুর প্রবন্ধে নিবদ্ধ হইয়াছে। পৃথিবীর সব দেশে ধনী ও নিধন, ক্ষমতাশালী ও ক্ষমতাহীন শ্রেণীসমূহের মধ্যে তাহাদের অধিকার ও পারস্পরিক ব্যবহার সম্বন্ধে যে-সব প্রশ্ন উঠিয়াছে, তৎসম্বন্ধে সাধারণভাবে রোম্য রোলা 'মহাশয়ের মত স্বভাষ বাবুর প্রবন্ধটি হইতে নীচে উদ্ধৃত হইল :– I asked Mon. Tolland if he would be good enough to put in a nutsholl the main principles for which he had stood and fought, all his life. “Those fundamental principles” he said, “are (1) Internationalism (including cqual rights for all races without, distinction), (2) Justice for the exploited workers —implying thereby that we should fight for a society in which there will he no exploiters and no exploited-- but all will be workers for the entire. community, (3) Freedom for all suppress(cl nationalities und (4) Faual rights for womon as for' unen.” ইটালী ও আবিসীনিয়ার বিবাদ লীগ অব নেশুন্সে গত ৪ঠা সেপ্টেম্বর ১৮ই ভাত্র ইটালী আবিসনিয়ার বিবাদের আলোচনা আরম্ভ হইয়াছে। প্রবাসীর বর্তমান সংখ্যা কল্য ২১শে ভাদ্র বাহির হইবে। স্বতরাং আজ ২০শে ভাদ্র পর্যন্ত যে খবর পাওয়া গিয়াছে, তাহার উপর নির্ভর করিয়া কিছু একটা অনুমান করিতে হইবে। সে অনুমানের মূল্য বেশী নয় অথবা কিছুই নয়। এখন মনে হইতেছে, আবিসনিয়াকে এই রকম একটা প্রস্তাবে . সন্মত করিবার চেষ্টা হুইবে, যে, ব্রিটেন, ফ্রান্স ও ইটালী আবিসনিয়ার মুরুব্বি নিযুক্ত হইবেন, তাহারা আবিসনিয়ার অর্থনৈতিক ও অন্তবিধ “উন্নতি”র ব্যবস্থা করিবেন, ও ইটালীর স্বার্থরক্ষা করিবেন । অর্থাৎ প্রকারান্তরে আবিসনিয়ার স্বাধীনতা লুপ্ত হইবে, এবং তাহার নৈসর্গিক সম্পং-সমূহের সাহায্যে ইউরোপীয়েরা ধনী হইবে । আবিসীনিয়া এই প্রকার প্রস্তাবে স্বীকৃত হইলে যুদ্ধ হইবে না, নতুবা হইবে। ইহা আমাদের অম্লমান মাত্র । স্বৰ্গীয়া কুমারী জেন এডাম্স কুমারী জেন এডাম্স্ ১৮৬০ খ্ৰীষ্টাব্দে আমেরিকায় জন্মগ্রহণ করেন । বৰ্ত্তমান বৎসরে প্রায় ৭৫ বৎসর বয়সে তাহার মৃত্যু হইয়াছে। তিনি আমেরিকার সাধারণ লোকদের সৰ্ব্বাঙ্গীন কল্যাণ সাধনের জন্য শিকাগো শহরে হল হোস ( Hall House ) নামক প্রতিষ্ঠানটি স্থাপিত করেন ও মৃত্যুকাল পর্য্যন্ত ৪৬ বৎসর তাহা পরিচালন করেন। জগতে শাস্তি স্থাপনের জন্য কেহ কোন বৎসর বিশেষ কিছু করিয়া থাকিলে এবং সকলের চেয়ে বেশী করিয়া থাকিলে তিনি “শাস্তি নোবেল পুরস্কার” পাইয়া থাকেন। কুমারী এডাম্স এই পুরস্কার পাইয়াছিলেন । অন্তর্জাতিক নানা বিষয়ে এবং তাহার স্বদেশের রাষ্ট্রীয় বিষয়ে বড় বড় রাজনীতিজ্ঞেরা স্বৰ্গীয়া কুমারী জেন এডাম্স্ তাহার মত জানিতে চাহিতেন এবং তাহার পরামর্শ লইতেন । এই পুতলীলা মহিলা আমেরিকার আধুনিক সময়ের