পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెe পরিত্রাণ পাওয়ার আশায় তোমারই কাছে পালিয়ে এসেছিল, তুমি সব জেলে-গুণে সেই জয়-গায়ে আবার এতটা পথ স্থাটিয়ে তা'কে পাঠিয়ে দিলে বাবাঞ্জি ? সে কি কম অত্যাচারটা সচ্ছিল সেখানে ? শুনলুম তিনদিন ধরে তা’র জর হচ্ছিল, তার ওপর অতটা মার খেয়েছে কাজ করতে পারেনি বলে, তুমি আবার তাকে কোন প্রাণে সেখানে পাঠিয়ে দিলে, ত’র মরবার জন্তেই নাকি " আৰ্ত্তভাবে চেচাইয় উঠিয়া রতনদাস তাহার হাতখান৷ শক্ত করিয়া চাপিয়া ধরিল—“কি—কি বললে পোদ্ধারের ረብ የ” পোদ্ধার একটা দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া বলিল, "এখান হ'তে ফিরে গিয়েই ছেলে সেই ধে গুয়ে পড়ল,আর উঠল না 7 এক ঘণ্টার মধ্যে তা’র সব শেষ হ’য়ে গেল । আমি কাল আখড়ায় ছিলুম ; ছেলেট যাওয়ার সময় চীৎকার কবৃছিল—“ও বাব, বাবা গে, আমি তোমার কাছে থাকৃব, আমায় কোথাও পাঠিয়ে না”, শুনতে-শুনতে আমার চোখের জলে বুক ভেসে গেল,তুমি যত ধৰ্ম্মই করে না বাবাঞ্জি, এই জীবহত্যার মহাপাপ তোমারই—আর কারও নয় ; তোমার সব ধৰ্ম্ম-কৰ্ম্ম পণ্ড হ’য়ে গেল।” আড়ষ্ট রতনদাস বসিয়া পড়িয়াছিল। তাছার মনের মধ্যে বজের স্বরে কে যেন গর্জিয়া বলিতেছিল, তুই-ই তাহাকে মারিয়া ফেলিলি মহাপাতকী ! প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩২ [ २९* छांशृं, ३ग्न थ७ আহা, বাছা রে, সে যে তাহারই উপর নির্ভর করিয়াছিল। মনে পড়িতে লাগিল নিমাইয়ের কথা, নিজের ব্যবহার ; মনে পড়িল, কাল সন্ধ্যাবেলায় যখন নিমাই চলিয়া যায়, তখন তাহার মুখখানা কিরূপ হইয়া গিয়াছিল। স্বদুর আকাশের কোনোখানে দৃষ্টি রাখিয়া রতনদাস বসিয়া রহিল। যে ট্রেনে সে যাইত, একটার সময় সেখান চলিয়া গেল, সে উঠিতে পারিল না, নড়িতে পারিল না। নিমাই—নিমাই রে! বৃদ্ধ শেষ বেলায় মাটিতে আছড়াইয় পড়িল—তোমার জিত ভগবান, পরীক্ষায় সে উত্তীর্ণ হইতে পারিল না, কঁচাগুটি লইয়া থেলিতে বসিয় তাহার হার হইয়৷ গিয়াছে, মায়ার বঁাধন পরিব না ভাবিয়া মায়ার বঁাধন পরিয়াছে। তাছাকে বাচাইয়া রাখিলে না কেন গ্রন্থ তাঙ্গ হইলে দেখিতে পাইতে সে সংসারে জয়লাভ করিতে সমর্থ হুইত কি না। রতনদাস চলাটে করাঘাত করিয়া ভাঙfস্বরে চেচাইয়া উঠিল,“তুই কি য়াগ করে চলে মেলি, নিমাই ? ওরে, আমি আর তোকে তফাতে রাখার না, তোকে বুকের মধ্যে রাগ ব! আয় রে, একধার ফিরে আয়রে নিমাই-" জমালগচীর গান্ধার ভাস্কৰ্য্য শ্ৰী প্রভাত সান্যাল খৃষ্টীয় ও খৃষ্ট-জন্মের দুষ্ঠ শতাব্দী পূৰ্ব্বে আফগানিস্থান, ব্যাক্টর ও পশ্চিম-পাঞ্জাবে যে ধরণের গ্রীক মূৰ্ত্তি-শিল্প প্রতিষ্ঠালাভ করিয়াছিল মহাবীর আলেকজান্দারের প্রাচ্য‘সাম্রাজ্যের উত্তরাধিকারীগণ ভারতবর্ষে তাহার কতকগুলি স্থায়ী নিদর্শন রাখিয়া গিয়াছেন। ভারতীয় জ্যোতির্বিজ্ঞান ও অক্ষশাস্ত্রের প্রসারে গ্রীকৃদ্বিগের দান কখনও তে। . . . . . . ধোঁধ চয়ু অতি অল্পই ছিল, সেই কারণে সে দানের স্বতি এখন লুপ্তপ্রায় হইয়া গিয়াছে। কিন্তু ভারতবর্ষীয় প্রাচীন গ্ৰীক ঔপনিবেশিকগণ উত্তর পশ্চিম সীমান্তপ্রদেশে যে সকল অনপনেয় চিহ্ন রাখিয়া গিয়াছেন তাহা इझेप्ड uहे जैउिशनिक गडा ि=णहेहे थउँौइशन इञ्च c६ পরবর্তী গ্ৰীকৃগণ ভারতবর্ষে শুধু বিজেতারূপেই আসেন