পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] জাতীয় দল নিৰ্ব্বোধের কাজ করিতেছেন। ভারতবর্ষ প্রতিহিংসাপরায়ণ হুইয়া ব্ৰহ্মদেশের ব’ংস্কার আইনের মত মাইন বর্শাদের বিরুদ্ধে প্রণয়ন করিবেন না । কিন্তু করিয়ে তাহা বৰ্খাদের কেমন লাগিবে ?” - গোকুলচন্দ্র নাগ একত্রিশ বৎসর বয়সে যুক্ত গোকুলচন্দ্র নাগের সূক্ষ্ম! রোগে মৃত্যু হওয়ায় বঙ্গীয় সাহিত্যের ও চিত্রকলার ক্ষতি ट्टट्टेंद्र ! বাল্যকাল হইতে সাপ • ৭ শিক্ষণীয় বিষয় অপেক্ষ -r গোকুলচন্দ্র নাগ চিত্রকলায় তাহার অধিকতর অনুরাগ ছিল । তিনি তিন বৎসর কলিকাতাস্থ সরকারী আর্টস্থলে মিঃ পাদি ব্রাউন ও ঐযুক্ত যামিনীপ্রকাশ গঙ্গোপাধ্যায়ের নিকট চিত্রবিদ্যা শিক্ষা করিয়াছিলেন। তিনি রবীন্দ্রনাথ, আনি বেসান্ট প্রভৃতির ছবি আঁকিয়াছিলেন। প্রাক্লভিক দৃপ্ত জাকিবার দিকেই তাহার বেশী ঝোক ছিল । বিবিধ প্রসঙ্গ-লক্ষে ট্রেন-ডাকাতি ও কংগ্রেসওয়ালাদের গ্রেপ্তার ১২৫ তিনি ১৯১৮-১৯ সালে ঐযুক্ত রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের অধীনে ভারতীয় প্রস্তুভদ্ধ বিভাগের পশ্চিম চক্রে কাজ কয়েন ও পশ্চিম ভারত ভ্রমণ করেন। ১৯২০-২১ সালে ফোর্ আর্টস্ ক্লাবের ( Four Arts Club এর ) সম্রলে স্থনীতি দেবী, মণীন্দ্রলাল বস্থ, দীনেশরঞ্জন দাশ ও তিনি “ঝড়ের দোলা”-নামক গল্পেঃ বষ্টি প্রকাশ কবেন । পরবর্তী বৎসর তাহার ছোট গল্পের বষ্টি “সোনার ফুল", এবং টেনিসনের “দি প্রিন্সেস" 4iব্য অবলম্বনে ছোট ছেলেমেয়েদের জন্য "রাজকন্তু৷” প্রকাশি ও গুছু । ১৯২২ গুইতে ১৯২৫ পৰ্য্যন্ত তিনি দীনেশরঞ্জন দাশের মুষ্ঠিত “কল্লোল” নামক মাসিক পত্র সম্পiদন ৪ পরিচালন করেন । এই সময়ে “পথিক” নামক সামাজিক উপস্তাসের রচনা আইন্ধ হয়। ইছা কিছুদিন হুইল ইণ্ডিয়ান পাব্লিশিং হাউস কত্ত্বক প্রকাশিত হই:াছে । তিনি রোগশয্যায় ষ্টহার প্রক্ষ দেখিয়াছিলেন। ভিনি মেটাবৃলিঙ্কের ব্ল-লার্ডের বন্ধাতুবাদ “পরীস্থান" নাম দিয়া রচনা ও প্রকাশ করিয়াছেন । তাছার “মায়ামুকুল" নামক ছোট গল্প ধূম্ৰন্থ, ও শীঘ্র প্রকাশিত হুইবে । লক্ষেী ট্রেন-ডাকাতি ও কংগ্রেসওয়ালাদের গ্রেপ্তার লক্ষেী ট্রেন-ডাকাতি উপলক্ষ্যে আগ্র অযোধ্য। প্রদেশের পুলিস্ কয়েকজন সংগ্রেসের সভ্যকে গ্রেপ্তার করিয়াচ্চে, এবং পরে শুধু ত আরও অনেককে গ্ৰেপ্তার, করিডে পারে। নিঃসন্দিগ্ধ প্রমাণ ব্যতিরেকে ধুন্ত ব্যক্তিদিগকে অপরাধী বসিয়া মনে করা যাইতে পারে না । পণ্ডিত জওয়াছির লাল নেস্ক রু বলিয়াছেন, যে, তাহীদের মধ্যে র্তাহার কয়েকজন বন্ধু আছেন। তিনি বিশ্বাস করেন না, যে, তাহারা এরূপ জঘন্ত কাজ করিতে পারেন । এ বৎসর আগ্ৰা-অষোধ্য প্রদেশে কানপুরে কংগ্রেসের অধিবেশন হইবে । কংগ্রেসের সভ্য হইতে হইলে এখন জার নিজের ছাতে চরকায় স্থত কাটিয়া চাম্বা স্বরূপ তাহা দিতে হুইবে না ; চারি জানা চারা বৎসরে দিলেই হুইবে ।