পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী-কাৰ্ত্তিক, ১৩৩২ সেইটেকেই দশগুণ বাড়িয়ে তোলে। তোমাকেই লেখা আমার কৰ্ত্তব্য ছিল তাতে সন্দেহমাত্র নেই—তুমি মনে । যে বেদন পেয়েছ বিধাতা সেইটেকেই আমার সকলের চেয়ে গুরুদণ্ডস্বরূপ বিধান করেছেন—আমি অত্যন্ত অনুতাপ ভোগ করছি। তুমি আমাকে ক্ষমা কোরো। গানের বই সংশোধন করা যদি সম্ভব হয় তা হ’লে ভালোই হয়—এজন্তে যতগুলি পারি নূতন গান তোমাকে পাঠানো যাবে। কিন্তু দোঃাই তোমার, তুমি আমার কোনো কথায় উত্তেজিত হয়ে নিজেদের কোনো ক্ষতির কারণ ঘটিয়ে না । তা হ'লে সেটাও আমাকে দণ্ড দেওয়া হবে। গোরা তোমর সময়-মত এবং সুচারুরূপে ছাপিয়ে দিলেই আমার কোনো ক্ষোভ থাকৃলে না। আমার মনে এই ছিল যে, ধীরে ধীরে ছাপালে তাড়াহুড়ে করতে গিয়ে ভুল থাকুবার আশষ্ট থাকবে না, সেইজন্যেই তাগিদ দিয়েছি। নিজের বই সম্বন্ধে গ্রন্থকার স্বভাবতই অধীর ও অসহিষ্ণু-প্রকাশক হয়ে অঙ্গিও যদি সেটা সহ কবুপার শক্তি তোমার না হয়ে থাছে তা হ’লে ভোম; fক্ষ দশ হবে আমি তাই ভাব ছি । চিত্তকে পৰ্ব্বতের মতো ঠিন করতে না পারলে গ্রন্থকারসমুদ্রের উন্মত্ত তরঙ্গের আঘাতে তুমি টিকৃতে পারবে না । আমার কথায় বিচলিত হোয়ো না—আমি তোমার উপরে রাগ করে একেবারে শাগুন হ'য়ে থাকুব আমার এমন রুদ্রত। তুমি কল্পনা কোরে না। এই পবিত্র কাগজখণ্ডে পবিত্র কাল্পী দিয়ে আমি স্পষ্টাক্ষরে লিখে দিচ্ছি তোমার উপরে আমার শিকি পয়সার রাগ নেই। বিশেষত তুমি ভ্রমক্রমে একটা গলদ ক'রে ফেলেছ, সেটাই তোমার পক্ষে যথেষ্ট দও, তার উপরে এই স্বযোগে আমি যদি তোমার প্রতি চক্ষু রক্তবর্ণ করে দাড়াই তা হলে ঈশ্বর আমাকেই বা ক্ষম করবেন কেন ? “ তোমার দুঃখে তুমি আমাকে ব্যথিত ব’লেই জেনে, ক্রুদ্ধ ব’লে মনে কোরো না । 4খদি মণিলালকে ছাপ তে দেওয়ায় কোনো স্থবিধা থাকে তা হ’লেই দিয়ে, নতুবা যদি বিরক্ত হ’য়ে দাও তা হ’লে আমার প্রতি নিৰ্দ্দয়তা করা হবে—কখনো তা কোরে না । দেখ, এইসমস্ত বই-ছাপানো প্রভৃতি যে জঞ্জাল নিয়ে এই বুদ্ধবন্স পৰ্য্যস্ত কাটিয়ে দেওয়া গেল তা আর বেশী দিন [ ২৫শ ভাগ, ২য় খণ্ড পৰ্য্যন্ত চলবে না-এইজন্তেই যা লিখেছি তা যথাসম্ভব নিতুল করে ছাপিয়ে দিয়ে ছুটি নিয়ে বেরিয়ে পড়বার জষ্ঠ মন ব্যগ্র হয়েছে। যখন দ্বিতীয় সংস্করণ হবে তখন আমারও দ্বিতীয় সংস্করণের সময় হবে। কুড়ি ঝুড়ি ভূল যদি ছাপিয়ে ঘাই তা হ’লে পাছে আমার প্রেতাত্মা সেই ভুলগুলোতে জড়িয়ে পড়ে দিনৰ্বান্ত্ৰি ইণ্ডিয়ান পাব্লি'শং ীেপকে ধিরে ঘিরে দীর্ঘনিশ্বাস ফেলে ফেলে বেড়ায় এই আমাস একটা মস্ত ভয় আছে—অতএব ভুল সংশোধন না হ’লে আমার গয়ায় পিণ্ডদান হবে না । কিন্তু, হাঁয়, কায়, কত শত পিণ্ডেরই যে প্রয়োজন হবে । আমার নমস্কার ও আলিঙ্গন গ্রগুণ ক'রে আমাকে ক্ষম কর । ইতি ১৬ই কাৰ্ত্তিক, ১৩১৬। তোমার্ক্স– শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর ইণ্ডিয়ান পাবলিশিং হাষ্ট্রস থেকে আমি কবীগ্রেঞ্চ যেসব বই প্রকাশ করি ভরে ছাপ সম্বন্ধে তিনি খুত ধaে’ মনে করেন বন্ধুবর শ্ৰীযুক্ত মণিলাল গঙ্গোপাধায়ের নব-প্রতিষ্ঠিষ্ঠ কাস্থিক গ্রেসে ছাপতে দিলে গুলো ছাপা হবে । bio | | পোস্টমার্ক-একসূপেরিমেন্টাল পি, ও ( শাস্তিনিকেতন ) : ১৪ সেপ্টেম্বর, ১৯১• বোলপুঞ্জ | ॐ প্রিয়বরেষু খামার লেখা সম্বন্ধে কিছু ন লিখলেই ভালো কবৃতে । প্রবাসীর সঙ্গে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হ’য়ে উঠেছে, এই কারণে প্রবাসীতে আমার কাবোধ গুণগান ঠিক স্বপ্রাধ্য হবে না । সেজন্তেও না—আসল কথা, অনেক দিন ধ’রে লিখে আসছি, বয়সও কম হয়নি—আর অল্পকাল অপেক্ষ করলেই আমার রচনার সমালোচনার দিন উপস্থিত হবে— আমি যখন রঙ্গমঞ্চ থেকে একেবারে আলো নিধিয়ে স’রে যাব আন সকলপ্রকার ব্যক্তিগত রাগদ্বেষের বাইরে গিয়ে পড় ব-তখন আমাকে যথাসম্ভব বাদ দিয়ে আমার লেখা