পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠি* I পোল্টার্ক-শাভিনিকেতন ১৪ই জুলাই ১১ ] & প্রিয়বরেষু শেষকালে নাটকটী ( অচলায়তন ) প্রবাসীর কবলের মধ্যেই পড়ল। অনেক লোকের চক্ষে পড়বে এবং এই নিয়ে কাগজপত্রে বিস্তর মারামারি কাটাকাটি চলবে এই আমার একটা মন্ত সাত্বনা। তোমাদের সম্বৰ্দ্ধনাটা শেষ হ’য়ে গেলে সেটা নিঃশেষে হজম করবার যোগ্য যথেষ্ট পরিমাণে গাল খেয়ে নেবার স্থযোগ হবে। সমস্ত জিনিষটা আর-একবার মেজে ঘসে৷ বাড়িয়ে কমিয়ে এবারে বেশ আমার মনের মতে ক’রে নিয়েছি । জীবনস্মৃতিটা নিয়ে পড়েছি -ওটাও সাফ-সোফ ক’রে দিচ্ছি-খুব মনোযোগ করে দেখলুম,এ-রচনাটা সাহিত্যে চলবার মতো হয়েছে—নইলে কিছুতেই আমি দিতুম না। ২৩ দিনের মধ্যে ওর প্রথম কিস্তিটা পাঠিয়ে দেবো। তোমাদের ঐ রবীন্দ্রনাথ ঠাকুর timark-London नहै जॉनहै, s२] Telegram Butterton Vicarage, “Whitemore” Nowcastle Štafts. প্রিয়বরেষু তোমার চিঠি পেয়ে খুলি হলুম। দেশ থেকে যাত্রা করবার সময় মনে করেছিলুম কিছুকালের জন্তে মানুষের ঘূর্ণির মধ্যে থেকে পরিত্রাণ পাবো। এদেশে মাছষের অভাৱ অাছে, এমন কথা আমার মনে ছিল না – কিন্তু অপরিচিত জায়গায় স্থবিধা এই যে, ভিড়ের মাঝখানেই নিরালা পাওয়া যায়, তাই ভেবেছিলুম অপরিচয়ের তটভূমিতে একলা দাড়িয়ে এখানকার জনসমূত্রের তরঙ্গলীলা দেখতে পাবো । কিন্তু বুঝতে পারা গেল, আমার কুষ্ঠিতে ওটা লেখে না। লওনের পাকের মধ্যে খুব একচোট ঘুর খেয়ে কয়েকদিন হ’ল পাড়াগায়ে একটি পাঞ্জির বাড়িতে আশ্রয় নিয়েছি। কিন্তু আমার পক্ষে এও ঠিক উলটো ব্যবস্থা হয়েছে। কারণ ভিড়ের মধ্যে থাকৃতে গেলে অপরিচিত হওয়ার স্থবিধা আছে, ফাকা পাওয়া যায় – কিন্তু দুই-একজনের সঙ্গে বাস করতে গেলে রীতিমত বন্ধুৰ না থাকূলে মনের ভিতরটাতে বিশ্রাম পাওয়া যায় না। কিন্তু এরা লোক খুব ভালো, সন্দেহ নেই। আষাঢ় মাসের প্রবাসী ও জুন মাসের Modern Review আমাকে পাঠালে না কেন ? লগুন থেকে দূরে থাকাতে এবারকার মেল এখনো হস্তগত হয়নি। হয়তো আজ পাওয়া যেতে পারে- দেখব তা’র সঙ্গে এসেছে কি না। বিদেশে দেশের বাণীর জন্তে মন উৎস্থক হ’য়ে থাকে। অতএব তোমাদের কাগজপত্র পাঠাতে অবহেলা cą fra Hi I qasi qtugals, Thomas Cook and Son, Ludgate Circus, London fíwtafa wfwfa föß পাঠানোই ভালো। সত্যেন্দ্রকে আমার অস্তরের স্নেহ জানিয়ো- সে আজ এখানে থাকূলে কত আনন্দ হ’ত । ঐ রবীন্দ্রনাথ ঠাকুর ઉં [Postmark—London 13 Sept. 13] আমার ঠিকানা 21, Cromwell Road, South Kensington, London S. W. প্রিয়বরেষু বারম্বার আমার সম্মান-সম্বর্জনার কথা কাগজে পড়তে পড়তে জামি যে কতটা সঙ্কোচ জহুভব করছি

  • 4ारै छि?खणि ब्ररीधनांर्ष बैबूङ छांबध्या वरचाणिांशांब्रटक cणरषन ॥

. সেকথা বলতে পারিনে। এখানকার লোকে আমার S8