পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] फ़िf 'S& রচনার আদর করছেন, সে-ঘটনায় আমি পুলকিত হইনি এমন কথা বললে মিথ্যা বলা হবে। কিন্তু তোমরা যখন সেই-সমস্ত খবর জোড়াতাড়া দিয়ে ঢাক ঢোল ৰাজাতে থাকে, তখন আমি বড় লজা পাই। বিশেষত এবারকার «HFirs caso,Miss Radford at MissSinclairএর চিঠি-দুটো তর্জমা ক’রে দিয়েছ—আমি ষে কি ভয়ে ভয়ে আছি—পাছে তোমরা ওগুলো Modern Reviewতে তুলে দাও—তা আমি বলতে পারিনে। ওগুলো প্রাইভেট পত্র ; ছাপা হ’লে হয়তো তাদের পক্ষে বিশেষসঙ্কোচের কারণ হবে এবং ওটা ঠিক সঙ্গত হবে না। অবশ্য কি করেছ জানিনে এবং যদি ক’রে থাকো নিষেধ ক’রে প্রত্যাখ্যান করুবারও সময় নেই। কিন্তু দোহাই আমার—এখানে প্রাইভেট-ভাবে কে কি বলছেন তা নিয়ে প্রকাগু পত্রে আলোচনা কোরো না । বহুকাল পরে কাল ১লা আশ্বিন ১লা আষাঢ়ের প্রবাসী পেলুম। অন্যান্য মাসের প্রবাসী ঠিক সময়েই পেয়েছি, কেবল ঐ আষাঢ়টাতেই আটকে গিয়েছিল। য়েটস ষে বইটা edit করছেন সেটা ভূমিকাসমেত ছাপাখানায় গেছে- বোধ হচ্ছে, অক্টোবর মাসের মধ্যেই বের হতে পারবে। হাতে আরো অনেকগুলো জমেছে। ছোটোগল্প আরো গোটাকতক পেলে মন্ম হ’ত না। স্বকুমার কিছু তর্জমা করতে স্বরু করেছে। স্বকুমারের তর্জমা भम श्ब्र नl। cश्रृंॉüांडिटनक नॉछैक क'cब्र ८फ़रलक्षि, কবিতাও কম হয়নি। শেষ বয়সে যে আমাকে ইংরেজি ভাষার সাধনা করতে হবে, সেকথা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। ক্ষণিকায় লিখেছিলুম পরজন্মে আমি হয়তে আমার লেখার সমালোচক হবে-ইহজন্মে তা’র একটা कृषिको इ'ण, निष्छव्र cणषांच्न निरल अष्ट्रवांशक श्७च्चाe ७कफै; ऐ:५क बTांश्रांब्र-७८ङe निरखब्र ब्रछनॉरक कभ পীড়ন করতে হয় না, একেবারে তা’র সর্বাঙ্গে কালশিটে পাড়িয়ে দেওয়া হয় । attraw-stow cottws, Modern Reviews জন্ত রোটেনস্টাইনকে লিখতে একটু যেন পীড়াপীড়ি w’ta tra i Modern Reviews «fs ši’n R ७कछैो वंक थांtइ । खांब्रउँौञ्च जाएँ-जूषएक उिनि शनि একটা সমালোচনা লেখেন এবং আমাদের আধুনিক শিল্পীদের প্রতি তিনি যদি কিছু সদ্ধপদেশ দেন তা হ’লে সেটা নিশ্চয়ই উপাদেয় হবে। জ্যোতিঙ্গাদার ছবি তা’র অত্যন্ত ভালো লেগেছে। তা’র চিত্ৰকলা-সম্বন্ধে এখানকার কোনো-একটা কাগজে তিনি লিখবেন মনে করেছেন। জীবনস্থতিতে গগনের ছবিগুলি ভারি চমৎকার হয়েছে। এর সেগুলোর খুব প্রশংসা করেছেন। ও বইটা কি বিক্রি হবার আশা আছে ? বিপরীত-রকম খরচ করেছে । তোমাদেল ঐ রবীন্দ্রনাথ ঠাকুর |Postmark–South Kensington 17 May, 13] Clo Messrs Thomas Cook & Son, Ludgate Circus, Izondon. প্রিয়বরেষু চারু, আসল কথা—আমার আদবে আর লিখতে ইচ্ছা করে না। কলমের সঙ্গে মনটাকে জুতে আজ পর্য্যন্ত তাকে হায়রান করে ছুটিয়েছি, মারামারি ঠেলাঠেলি রক্তপাতও কম হয়নি— এখন মনে হয় এই লঙ্কাকাণ্ডের মধ্যে আর প্রবেশ করা নয়। প্রবাসীর সঙ্গে আমার লেখনীর একটা যোগসাধন হ’য়ে গেছে এবং তা’র প্রতি আমার অস্তরের স্নেহ আছে—সেই মমতা-বন্ধনে হয়তো আবার কোনদিন জড়িয়ে পড়ব, কিন্তু মুক্তিলাভের জন্তেই চেষ্টা করতে হবে। আমার হাটের বেলাতী হয়ে গেছে বোধ হচ্ছে যেন— এবার ভিড় ঠেলাঠেলি এবং লাভ-লোকगांग्नब्र श्लिांब शिव शिव श्रियः घट्ब्रह्म भूं ब्रडन। হতে হবে-নইলে রাত্রি এসে পড়বে-জার পথ দেখতে পাবো না । তোমাদের সমাজে একটা লড়াইয়ের দিন এসেছে দেখতে পাচ্ছি—কিন্তু তোমাদের প্রতি একান্ত ম্লেছসত্বেও चांभांtरूe cबांश झग्न शंद्र यांन्tउ श्रद । cठांधब्रां षषन দস্থ্যর আক্রমণে পড়েছ, তখন আমার গাওঁীব তোলবার