পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] নষ্টচন্দ্র సి বলতে লাগল—তুমি মেয়েমান্থব, তায় বিধবা, তোমার জাবার লেখাপড়া শেখ বাৰই বা কি দরকার.. ... - ধনিষ্ঠা এবার কথা বললে-জমিদারীর কাগজপত্তর... জানো ধনিষ্ঠার মুখের কথা কেড়ে নিয়ে বললেজমিদারীর কাগজ-পত্তর দেখাশোনা সই করা তে৷ রাজকুমারের আমলেও তুমিই করেছ, তখন তো লেখাপড়া না জানাতে কোনো অস্ববিধা হয়নি । ধনিষ্ঠা আবার নীরব হয়ে মুখ নত করে বসল। জানো বলতে লাগল—লোকে তো বলতে পারে না, কিন্তু সবাই মনে করছে, তোমার এইসব বেরতোফেরতে হয়েছে শাগ দিয়ে মাছ ঢাকা------ এইসময় গৌরী সেইখানে ছুটে এসে মা বলে’ ধনিষ্ঠাকে ডেকেই জানোকে দেখে থমকে দাড়াল । সঙ্গে সঙ্গে গৌরীর পাহারাওয়ালী দাসী ছুটে এসে তাকে ধরে ফেললে, যদিও তখন তাকে ধরবার আর কোনো দরকার ছিল না । ধনিষ্ঠার কানে সেই একাক্ষর ডাকটি এসে পৌছতেই তার মুখ আনন্দে উৎফুল্ল হয়ে উঠল, সে গৌরীর সন্ত্রস্ত মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললে—ডোন্ট কাম্ হিয়ার ভার্লিং, হিয়ার’স এ স্কেয়ার-ক্রো! গৌরী ভয়ে ভয়ে জানোর দিকে এক-একবার তাকাতে তাকাতে ধনিষ্ঠাকে জিজ্ঞাস করলে—ম, ছ हेछ ङ् ि? ধনিষ্ঠা জানোর দিকে না তাকিয়ে গৌরীকে যেন অন্ত কথা বলছে এমনি ভাবে দেখিয়ে বললে—ইট ইজ नाँ श् िछांनिं२, हे हेख नि ! এই কথা বলেই কৌতুকভরে ধনিষ্ঠ খিলখিল করে cश्न फे?.ज । क्रूि भांब्र जशन शनि भएखe cशोब्रौ হাসতে পারলে না, তার শিঙমনে প্রশ্ন উঠতে লাগল নেড়-মাথা বিপুল-বপু ঐ ব্যক্তি কেমন করে শি হ’তে পারে ? তার স্বল্প অভিজ্ঞতায় সে যত স্ত্রীলোক দেখেছে, কারে সঙ্গে তো এর একটুও সাদৃশ্য সে খুঁজে আবিষ্কার করতে পারছিল না। গৌরীর ঝি গৌরীকে বললে—ঠাকুর-ঘরের দালানে আমাদের উঠতে নেই, চলে আমরা খেলিগে । ३ 多 গৌরী আড়চোখে জানোকে দেখতে দেখতে সেখান থেকে চলে’ গেল 1 । গৌরীর দাসীর কথা শুনে জানো বুঝতে পারলে যে গৌরীকে ঠাকুর-দালানে উঠতে দেওয়া হয় না। সেদিক থেকে ধনিষ্ঠাকে কিছু বলবার মতন তি না পেয়ে সে বললে—তুই তো একেবারে মেমের মতন ইংরিজি বলতে শিখেছিল, নাত-বেী ! এইবার নিকে করলেই হয় । 曼 ধনিষ্ঠার মুখ লজ্জায় ও রাগে লাল হয়ে উঠল, সে আত্মসম্বরণ করে কাঠহাসি হেসে বললে-ই, শীগগিরই হবে জানো-দিদি, স্বয়ম্বরা হয়ে বর ঠিক করে রেখেছি— তোমার নাত-জামাইকে তোমার মনে ধরবে তো ? জানো ঢং করে বললে—তা আর মনে ধরবে না ভাই,আমন সোনার চাদ নাত-জামাই------ ধনিষ্ঠা হেসে বললে—বরের নাম তো মুখে আনতে নেই, তবু তোমাকে চুপিচুপি বলি... জানো মুখ ঘুরিয়ে বললে—সে আর বলতে ছুবে না छोड़े, बांनाई चां८छ्•••••• 蠍 ধনিষ্ঠ কৌতুকহাস্তে ঝলমল করতে করতে বললে— জানা আছে তো নিশ্চয়ই । তাতে আবার তোমার নাম জানে—তুমি জানো না কি ? তবু তোমায় বলি-তার নাম ষম। এ-নাত-জামাইকে কি মনে ধরবে তোমার ? জানো দ্বদে দঙ্গাল হ’লেও তার একটি দুৰ্ব্বলতা ছিল, সে যমের নাম বরদাস্ত করতে পাবৃত না । সে সকলের চেয়ে বয়সে বড় হ’তে চাইত, কিন্তু মরতে চাইত ন, সে যেন অমর। তাই সে ধনিষ্ঠার কথায় তেলেবেগুনে জলে উঠে বললে—তুই যার নাম কবুলি শীগগির তার বাড়ী যা...... to e ধনিষ্ঠা হেসে বললে—স্বয়ম্বর হয়ে তো বসে’ জাছি ; বর এলেই ঘর-বসত করতে যাবো । তুমি আমায় বরের বাড়ী রাখতে ষাৰে তো ? জানো আসন ছেড়ে, উঠে পড়ে সেখান থেকে চেলে’• যেতে যেতে চেঁচাতে লাগ ল—সেই চুলোর দোরে তোর সাতগুটি স্বাক, যারা তোর ভালোবাসার তারা তোর সঙ্গে ¥fक०००००००००