পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১s প্রবাসী-কাৰ্ত্তিক, ১৩৩২ [ २८* छां★, २ब्र १७ জানো চলে যাবার সঙ্গে সঙ্গে ধনিষ্ঠার মুখ জাবার भाषरौँ श्रंढिउ गविध भूडर७ अक्बाब्र पनि5ाब्र टिक গভীর চিন্তাকুল হয়ে উঠল। সে যেখানে বসে’ ছিল চেয়ে চলে গেল, সে ভাব লে—নিশ্চয় § जांप्न-बांशृनौ সেইখানে বসে’ই রইল । थॉनिकक4 श्रृं८न्न भांषरौौ ७टन शबब्र मिट्ल-घां, ম্যানেজার-বাৰু এলেছেন । ধনিষ্ঠ ভারী গলায় বললে—তাকে বলগে আমার যেতে একটু দেরী হবে । কিছু বলে গেছে। আচ্ছা জামি দেখে নেবো মম্বা মাগী करङदष्क्ल शब्झांडण । মাধবী চলে যেতেই ধনিষ্ঠা ঠাকুর-ঘরে ঢুকে চোখ বুজে হাত জোড় করে স্তন্ধ হয়ে বসল। [ ক্রমশঃ ] প্রাচীন মিশরের দেবতা হেমন্ত চট্টোপাধ্যায় মিশর দেশ আফ্রিকায়। মিশরের সন্ধ্যস্ত পৃথিবীর একটি প্রাচীনতম সভ্যতা—এই সভ্যতার বয়স ষে ঠিক কত তাহা এখনও নিদ্ধারণ করা হয় নাই। মিশরের সৰ্ব্বাপেক্ষ বৃহৎ নদী নাইল—প্রাচীন কালে এই নদীর দুই তীরে বহু সহঁর ছিল, তাহাদের চিহ্ন এখন নানা স্থানে আবিষ্কার হইতেছে। প্রাচীন মিশরের লোকেরা কোনো निनe नाहेण ननौव्र ठे९*खि-शांटनग्न नकांन क८ब्र नाहे । তাহারা সমস্ত ব্ৰহ্মাওকে একটা বাক্সর মতন কিছু-একটা মনে করিত। এই বাক্সর নীচের দিকে পৃথিবীর অবস্থান ছিল । পৃথিবীর উত্তর এবং দক্ষিণ লম্ব এবং পূর্ব পশ্চিম চওড়া দিক্ ছিল। পৃথিবীর উপরে আকাশ সমতলভাবে কিংবা খিলানের মতন ঝুলানো ছিল। দুই দলের দুইপ্রকার মত। এই আকাশ হইতে পৃথিবীর দিক শক্ত তারে বহুসংখ্যক আলোক ঝুলিয়া থাকিত । দিনে এইসকল আলোক জলিত না, কাজেই আমরা তাহাদের দেখিতে পাইতাম না । এইসকল আলোক নক্ষত্র। আকাশকে তাহার চারিকোণে ঠেকা দিয়া আটকাইয়া রাখা হইত। তবুও মিশরীয়দের ভয় ছিল যে হয়ত কোনদিন বড়ে আকাশ হুড়মুড় করিয়া তাহদের ঘাড়ে ভাঙিয়া পড়িবে। পৃথিবীর ঠিক মাঝখানেই ছিল মিশর-দেশ । প্রাচীন মিশরীয়দের মতে সূৰ্য্য ছিল একটা আগুনের চাকৃতি—ইহা একটা নৌকার উপর রক্ষিত ছিল । এই নৌকা পৃথিবীর দে গুয়ালের চারিদিকে ঘুরিত এবং সন্ধ্যাবেলায় . পাহাড়ের আড়ালে চলিয়া যাইত বলিয়৷ পৃথিবী এন্ধকারে আবুত হইত। প্রাচীন মিশরীয়দের পুথিবী এবং সৌরজগৰ সম্বন্ধে এইপ্রকার নানা অদ্ভূত-অস্তুত বিশ্বাস এবং ধারণা ছিল । এইসময়ে মিশরদেশে যে কতপ্রকার ধর্শ্বের চলন ছিল তাহার ইয়ত্ত করা যায় না। প্রাচীন যে সমস্ত স্তম্ভ এবং প্রস্তরখোদিত মন্দির-অাদি এখন মিশরে বর্তমান আছে, তাহাদের গায়ে হাজার-হাজার দেবতার চিত্র খোদাই করা আছে। এইসকল দেবতা যে কেবল আঁকাই থাকিত, তাহ! নহে, অন্তত একজন লোকেরও পূজা প্রত্যেকটি দেবতা পাইত । প্রতি-দেবতার কম করিয়া একটি পূজারী এবং ভক্ত ছিলই। প্রাচীন মিশরে দেবতাদের আতিশষ্য দেখিয়া মনে হয় যে যেন সেইসময় মিশরে মানুষ অপেক্ষ দেবতার সংখ্যা অধিকপরিমাণে ছিল এবং এইসমস্ত দেবতাদের বিবিধ অভিলাষ এবং প্রয়োজন সিদ্ধ করিবার মতন মাহূব এবং অস্তান্ত জন্তু ছিল । মিশরে প্রথম প্রবেশ করিয়াই দেবতাবাহিনী লইয়া বিষম ধৰে পড়িতে হয়। এক-একজন বেতার প্রভাব মানুষের জীবনের এক-একটি বিশেষ সময় বা বয়সে–