পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭২ প্রবাসী—অগ্রহায়ণ, ১৫৩২ [ २०* छात्र, २ग्न थ७ সাহেব গত মহাযুদ্ধের সময় চীনদেশে থাকা-কালে এইরূপ ইচ্ছা প্রকাশ করেন, যে, যদি ভারতীয়েরা স্বাধীনতালাভের কোন চেষ্টা করে, তাই হক্টলে তাহা ব্যর্থ করিবার জন্ত জাপানীরা যেন ইংরেজদের সাহায্য ও ভারতীয়দের শক্ৰতা না করে। এই কারণে র্তাহাকেপাকৃড়াও করিয়া একেবারেইংলণ্ডেচালান করা হয়, ভারতবর্ষে আসিতে দেওয়া হয় নাই। দীর্ঘকাল পরে উহাকে এদেশে আসিতে অনুমতি দেওয়া হইয়াছিল বটে, কিন্তু ভারত-প্রত্যাগমনের পূর্বেই তাহার মৃত্যু হয়। বোম্বাই ক্রনিক্লের সম্পাদক মিস্টার হৰ্ণিম্যানকে কয়েক বৎসর হইল বিলাত চালান করা হইয়াছে ; অনেক আন্দোলনসত্বেও এখনও তাঁহাকে এদেশে আসতে দেওয়া হয় নাই । মিসটার এও জলেখায় কয়েকবার ভারতবর্ষের স্বাধীনতা-লাভের সপক্ষে মত প্রকাশ করিয়াছেন ; কিন্তু তিনি কাৰ্য্যতঃ কেবল অরাজনৈতিক হিতকর কার্ষ্যে ব্যাপৃত থাকেন, কোন রাষ্ট্রীয় প্রচেষ্টায় কাৰ্য্যতঃ যোগ দেন না, এবং মহাত্মা গান্ধীর বিদেশী বস্ত্রাদির বিরোধিতার তিনি সমর্থক নছেন। এই সকল কারণে মিস্টার এগুঞ্জ, গবর্ণমেণ্ট, কর্তৃক ভারতবর্ষ হইতে তাড়িত হন নাই। সংক্ষেপে আমাদের বক্তব্য দুটি। প্রথম এই, যে, আমাদিগকে যেমন রাষ্ট্রীয়, অর্থনৈতিক, বাণিজ্যিক ও পণ্যদ্রব্য-উৎপাদন-বিষয়ক স্বাধীনতা লাভ করিতে হইবে, সমাজসেবা, শিক্ষাদান ও অন্ত নানাবিধ জনহিতকর কার্য্যনিৰ্ব্বাহেও তেমনি স্বাধীনতা লাভ করিতে হুইবে । রাষ্ট্রীয় বিষয়ে কৰ্ত্ত ইংরেজ ; বাণিজ্যে, আমদানি-রপ্তানিতে, ব্যাঙ্কের কাজে, পণ্যদ্রব্য উৎপাদনে প্রাধান্ত ও প্রভুত্ব ইউরোপীয়দের ; घनश्डिकब्र कीtर्वी यूकक्तिशांना कtब्रन हेरह्द्रछ ? ७शन কি রাষ্ট্রীয় প্রচেষ্টাতেও মিসেস্ বেসান্টের মত কেহ কেহ প্রভুত্ব করিতে চান। আমরা কাহারও শত্রুত অর্জন করিতে ব্যগ্র নহি, সব কাজেই পৃথিবীর সকল দেশের লোকের সহকর্মিত চাই ; কিন্তু যেমন রাষ্ট্রীয় বিষয়ে चांशेौनड काँहे, निzछटमब्र चांभमांनि-द्रशंॉनि निरख८मब्र জাহাজে করিতে চাই, নিজেদের আবগুক পণ্যদ্রব্য নিজেরাই উৎপন্ন করিতে চাই, তেমনি দেশহিত কর সব কাজের কৰ্ম্মী ও পরিচালকও হইতে চাই। ভারতবর্বের সব রকম জনহিতকর কাজ ভারতীয়দের দ্বারা হইতে পারে। তাহার প্রমাণ এই, ষে, সুব কার্ধক্ষেত্রেই ভারতীয়দের কৃতিত্বের ক্ষুদ্র-বৃহৎ নমুনা আছে ; কোন কোন ক্ষেত্রে ভারতীয়দের কাজই সকলের চেয়ে বৃহৎ ও প্রসিদ্ধ —যেমন বোম্বাইয়ের সেবা-সদন প্রতিষ্ঠান, বঙ্গে রামকৃষ্ণ মিশনের ছুর্ভিক্ষে বিপন্ন লোকদের সাহায্য চেষ্ট্র ইত্যাদি । বিদেশে ব্রিটিশ উপনিবেশ সকলে ভারতীয়দের যাওয়াই কঠিন ; তথাপি দক্ষিণ আফ্রিকায় গোপালকৃষ্ণ গোখলে ও সরোজিনী নাইডু ভারতহিতার্থে গিয়াছিলেন, এবং ফিজি দ্বীপে ব্যারিসটার মণিলাল গিয়াছিলেন । আমাদের দ্বিতীয় বক্তব্য, এই, যে, কোনও বিদেশী ব্যক্তি বোল আনা ভারতীয় বনিয়া গিয়াছেন কি না, কিম্ব বনিতে অকপটভাবে ইচ্ছক কি না, এবং তিনি আমাদের ভাগ্যের পুরা অংশী হইতে চান কি না, তাহার কয়েকটি পরীক্ষা আছে। একটি পরীক্ষা এই, ষে, তিনি সব বিষয়েই চাইগিরি করেন, না, (অন্ততঃ কোন কোন বিষয়ে ) ভারতীয়ের নেতৃত্বে অন্ত ভারতীয়দের সমান অম্লচর হইয়া কাজ করিয়াছেন বা করিতে রাজী আছেন কি না । দ্বিতীয় পরীক্ষা এক্ট, ষে,ইংরেজ রাজপুরুষদের সঙ্গে তাহার দহুরম-মহরম আছে কি না, এবং তাহাদের সহিত র্তাহার দেখা-সাক্ষাৎ খুব সহজে হয় কি না ও র্তাহাদের উপর প্রভাষশতঃ নানাপ্রকার কাজ আদায় হয় কি না । তৃতীয় পরীক্ষা এই, যে, তিনি ভারতীয় রাষ্ট্রীয় প্রচেষ্টায় যোগ দিয়া, তাহার স্বজাতির লোকের তাংদের স্বদেশের যেমন কর্তা, আমাদের দেশে আমাদিগণ্ডে সেইরূপ কৰ্ত্তা করিতে সৰ্ব্বাস্তঃকরণে চেষ্টা করিতেছেন কি না। চতুর্থ পরীক্ষা এই, যে, তিনি বাণিজ্য ও পণ্যদ্রব্য-উৎপাদন ও ব্যবহারবিষয়ে ভারতীয় স্বাদেশিকতার কার্য্যতঃ সমর্থক, না বিরোধীলা কৌশুলशूर्तिक उर्षिषाग्न ठेनांनौन। छद्रय श्रृं★ौक uहे, cश, ইংরেজ গবর্ণমেণ্ট ণ্ঠাহাকে ভারতবর্ষ হইতে একবারও डांक्लाहेब्रा शिघ्नां८झ्न कि ना । আমরা ইহা বলিতে চাই না, যে, কেহু বোল জানা