পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] উদ্ভিদের হৃৎস্পন্দন Rసిలి ৰত্ব বিজ্ঞান-মন্দির, কলিকাতা করিবার জন্য ক্রেস্কোগ্রাফের (Crescograph) আবিষ্কার করিতে হইয়াছে। এই যন্ত্রের সাহাধ্যে সমস্ত জিনিষই তাহার আসল মাপ হইতে দশকোটিগুণ বৃহৎ হয়। তাহাতে দৃষ্টির বহিস্কৃত জীবনের মূলগতি প্রত্যক্ষ করা সম্ভবপর হইয়াছে। এই যন্ত্র ব্যবহার করিতে হইলে হস্ত সম্পূর্ণরূপ মনের অধীন করিতে হয়। নচেৎ যন্ত্র অব্যবহার্ধ্য হইয়া যায়। দেহের উপর মনের প্রভাব অপরিসীম এবং মনের বল দ্বারা ষে-সাফল্য লাভ করা সম্ভবপর হুইয়াছে তাহা ইশ্রজালকেও পরাজিত করিয়াছে। বিশেষ শিক্ষার দ্বfরাই এইসমস্ত শক্তির উৎকর্ষ সাধন করা সম্ভব। বিগত আট বৎসরে এই বিজ্ঞান-মম্বিরে ২••টি বিষয়, এই কারণে সাফল্যের সহিত পরীক্ষিত হইয়াছে। বুক্ষে রস-সঞ্চালন অশুদৃষ্টি এবং অবিরাম অনুসন্ধিৎসা দ্বার স্বকঠিন সমস্তাসমূহ কি-প্রকারে পূরিত হয়, আমার বর্তমান अiरिकांग्न डांझांब्रहे थमां१ ! बूकब्र अण-यज्रtण कि করিয়া রস সঞ্চালিত হয়, এই সমস্ত লইয়া জুইশত বর্ষের অধিক কাল অঙ্গুসন্ধান চলিয়াছে, কিন্তু কোন স্বমীমাংসা হয় নাই। মাটি হইতে বহু উচ্চে গাছের উপরে জল উঠে ! কি উপায়ে জলের গতি নিরূপিত হয় ইহা বহুদিন ধরিয়া এক সমস্যা ছিল। এই রস-সঞ্চালন কি জড়শক্তির <थडां८व झ्छ न औदन-*खि** *ज ? ७हें य= সমাধানের জন্ত স্ট্রাসবুর্গার Strasburger ; বুক্ষে বিয প্রয়োগ করিয়াছিলেন এবং মনে করিয়াছিলেন যে,তাহাতে রস-সঞ্চালনের কোন ব্যতিক্রম ঘটায় নষ্ট । কাজেক্ট তিনি মত দেন, জীবন-শক্তি দ্বারা ঐন্ধপ রস-সঞ্চালন হইতে পারে না। জড়-বিজ্ঞানের মধ্যে ইহার কারণ অমুসন্ধান চলিতে লাগিল্প-কল্পনার সহিত সত্যের সামঞ্জস্য ঘটাইবার জন্ত অদ্ভূত-অন্ধুত যুক্তির অবতারণ করা হইল। কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ ইষ্টল। এমন কোন নিদর্শক বাহির করিবার চেষ্ট হইল না, যাহার সাহায্যে রস-সঞ্চালনের নির্দেশ পাওয়া যায়। এ-সম্বন্ধে গবেষণা করিয়া আমি দেখাইলাম যে উদ্ভিদের পত্র রস-সঞ্চালনের নির্দেশক। রসের দ্রুত সঞ্চালনের সঙ্গে-সঙ্গেই বৃক্ষের পাতা সতেজ হুইয়া উৰ্দ্ধে উঠে