পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झाषब्र-चtशैब्र श्रृंछिौश्रणौ tफ़्री চন্দ্রদেবতা স্থ:য্যর পিছন-পিছন বারো ঘণ্টা অন্তর নাইল নদীতে ভ্রমণ করিতেন। চন্দ্রের মিশরীর নাম ছিল “ইয়াউছ অণ্ডছ" (Yauhu Auhu)—ইছার পথ এবং স্থধ্যের পথ একই ছিল, তলে দুষ্ট জন কখনও একসঙ্গে ঐ পথে বিহার করিতেন না। চন্দ্রদেবকেও নানা স্থানে নানা সময়ে নানা রূপে প্রকাশ করা হইয়াছে। কোথাও বা চন্দ্র মানুষ, ইতের সন্তান, কোথাও বা বকজাতীয় পক্ষী-বিশেষ, কোথাও বা “হোরাসের" একটি চক্ষুরূপে তিনি ব্যক্ত হইয়াছেন। যেখানে চন্দ্রকে হোরাসের চক্ষুরূপে খোদাই করা বা আঁকা হইয়াছে, সেইখানে এই বিশেষ বকজাতীয় পক্ষীকে র্তাহার রক্ষাকৰ্ত্তারূপে খোদাই করা বা আঁকা হইয়াছে। স্বর্ণ্যের মতন চন্দ্রেরও শত্রু ছিল। এই শক্রদলের সংখ্যা ছিল ভিন :–কুমীর, হিপ্পপটেমাস, এবং বরাহ। এই তিন শত্রু সকল সময় চন্দ্রদেবকে গিলিয়া খাইবার বা অন্যপ্রকারে জন্ম কংিবার মতলবে থাকিত । পূর্ণচন্ত্রের সময় প্রবাসী—পৌষ, ১৩৩২ [ २¢* छागं, २ग्न थe বরাহ অনেক সময় চন্দ্রদেবকে আক্রমণ করিয়া তাহার শরীর ক্ষত বিক্ষত করিয়া তাহাকে স্বর্গের নাইল নদীতে নিক্ষেপ করিত। ইংfর পর চন্দ্রদেবকে কয়েকদিন আর দেখা যাইত না। তপন সূৰ্য্যদেব বা রক্ষাকৰ্ত্ত বক অনেক গোঞ্জাখুঁজির পর চন্দ্রদেবকে জল হইতে উদ্ধার করিতেন। তাহার পর ক্ৰমে-ক্রমে চন্দ্রদেব পুনরায় সবল হইতে-ইষ্টতে নষ্টগৌরব প্রাপ্ত হইতেন। চন্দ্রদেৰ মাসের মধ্যে পনেরো দিন যুবকরূপে থাকিছেন, বাকি পনেরে দিন মংণের দিকে স্বাক্টভেন, এবং মৎণ লাভ করিয়া তিনি পুনরায় শিশু হুষ্টয়া নবজন্ম লাভ করিতেন। বছরের বারো মাস ধরিয়া চঞ্জের এই জন্মমৃত্যুর খেলা চলিত। চন্দ্রের পরম শত্রু শুকর মাঝে-মাঝে একটা বিষম বিপদ ঘটাষ্টত। চন্ধে রক্ষাকর্ভার সামান্য-একটু অসাবধান হইলেই সে চন্দ্রকে একেবারে গালে পূরিধ দিভ। কিন্তু এইভাবে বেশী কাল সে চন্দ্রকে রাথিতে পারিত না । দেবতাদের অস্ত্রাঘভি চন্দ্রকে উদ্‌গরি করিয়া দিতে তাঙ্গাকে বাধা করিত । চন্দ্রের এই প্রকার ত্তিরোভাবে পুথিবীর লোকে ভয়ানক ভয় পাইত, কিন্তু চন্দ্রগ্রহণ দীর্ঘকালস্থায়ী নয় বলিয়া সহজেই লোকের ভয় কাটিয়া যাইত । সূৰ্য্য রান্ধির রাজ্যে প্রবেশ করিবামাত্র মন্ত্রদেবের নেীক সূর্ধ্যের প্রবেশ-পথেই স্বগীয় নীল নদে উপনীত হইত। এইসঙ্গে নক্ষত্রগণও আগমন করিত। নক্ষত্রদের মধ্যে কতকগুলি ছিল চিরস্থায়ী অর্থাৎ তাহাজের কোনো কালে ধ্বংস হইত না, তাহদের নাম ছিল "আখিমু সোকু অথবা “আমি উর্দু"। এইসকল নক্ষত্র অন্যান্ত নক্ষত্রদের পাহার দিs এবং দরকার-মতন সেবাও করিত। এষ্ট সেবক বা পাহারাওয়ালা নক্ষত্রদের দল যেখানে সেখানে ছড়ানো ছিল না। বিশেষ-বিশেষ নির্দিষ্ট স্থানে ইহার রক্ষিত ছিল। কতকগুলি তারকাকে পৃথিবীর লোকে মানুষ বা অন্যান্য কোনো-প্রকার জন্তুর আকারে দেখিতে পাইত । আমরা ষে সাতটি তারকাপুঞ্জকে সপ্তর্ষিমণ্ডল বলি, প্রাচীন মিশরীয়েরা তাহাকে আকাশের উত্তর কোণ