পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89e এসিয়াটিক সোসাইটীর গুচে সুমাত্রায় বৌদ্ধ কীৰ্ত্তি সম্বন্ধে বক্তৃতা করিবেন এবং ম্যাজিক লণ্ঠনের সাহায্যে তৎসমুদয়ের চিত্র দেখাইবেন । তাহা দেখিয়া যদি কোন ভারতীয়ের অবিলম্বে স্বমাত্রা যাইবার ইচ্ছা হয়, তাছা হইলে তাহার প্রাচীন হিন্দু কীৰ্ত্তি দর্শন এবং স্বযগ্রগুণ পৰ্য্যবেক্ষণ উভয়ই হইতে পরিবে । ইটালী ও ভারতবর্ষ রবীন্দ্রনাথের আমন্ত্রণে বিশ্বভারতীভে দুষ্টজন সংস্কৃত ও অন্য কোন কোন স্থাষাবিং ইটালীয় অধ্যাপক আসিয়াছেন। তন্মধ্যে অধ্যাপক কালে ফমিকি বয়োজ্যেষ্ঠ । يتم بينم. অধ্যাপৰ কালে? ফুমিঙ্কি অন্তের নাম অধ্যাপক টুচ্চি। ফমিকি মহাশয়ের সহিত ইটালীর প্রধান মন্ত্রী মুসোলিনি ইটালীয় সাহিত্যের সমুদয় শ্রেষ্ঠ পুস্তক এবং ইটালীয় ললিতকল-বিষয়ক শ্রেষ্ঠ পুস্তকাবলী ইটালীর পক্ষ হইতে বিশ্বভারতীকে উপহারস্বরূপ পাঠাইয়াছেন । এই উপলক্ষে মুসোলিনি ফমিকিকে যে চিঠি লিথিয়াছেন, তাহাতে ভারতবর্ষকে জগতের সভ্যতার আদি লীলাক্ষেত্র বলিয়া বর্ণনা করিয়াছেন।

প্রবাসী—পৌষ, ১৩৩২ [ २०* छांग, २घ्न थ७ ইটালীর প্রধান মন্ত্রী লিঞৰু মুসোলিনি কাপাস-শুল্ক-আদায় স্থগিত সিকি শতাব্দীরও অধিক পূৰ্ব্বে ভারতবর্ষের স্থতা ও কাপড়ের কলে যত স্বভা ও কাপড় প্রস্তত হয়, তাহার উপর শুদ্ধ বসান হয়। বিলাতী স্থতা ও কাপড়কে ভারতীয় ঐ-ঐ পণ্য দ্রব্যের প্রতিযোগিতা হুইতে রক্ষা করিবার নিমিত্ত এই শুদ্ধ স্থাপিত হয়। বিদেশ হইতে ধে-সব পণ্যদ্রব্যের আমদানী হয়, তাহার কোন-কোনটা বা সবণ্ডলার উপর একটা কর বসাইবার রীতি নানাদেশে প্রচলিত আছে । দেশী পণ্যশিল্প বিদেশীর সহিত প্রতিযোগিতায় টিকিতে না পারিলে দেশীকে রক্ষা করিবার নিমিত্ত ৰখন-কখন এই শুদ্ধ ধাৰ্য্য হয়, কথন-ব রাজস্ববৃদ্ধির জন্ত তাঙ্গ ধাৰ্য্য হয় । এইরূপ কারণে বিলাতী স্থতা ও কাপড়ের উপর ভারতবর্ষে শুধ স্থাপিত হুইয়াছিল। তাহাতে বিলাতের কলওয়ালারা চীৎকার জুড়িয়া দিল, যে, ভারতের কলে উৎপন্ন ঐ-ঐ জিনিষের উপর ট্যাক্স, বসান হউক। তাহারা "বাদশাহ-কা দোন্ত: ; কাজেই তাহাদের হুকুম অম্বুসারে ভারতের জিনিষের উপরই ভারতে ট্যাক্স স্থাপিত হয় । ইহার বিরুদ্ধে আন্দোলন এদেশে বরাবরই হইয়া জালিতেছে। একবৎসরেরও উপর