পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՅՀԵ দেখিতে গিল্প। ১৯৯১ সালে মাত্র একুশ বৎসর বয়সে স্বদেশ হইতে নিৰ্ব্বাসিত । দ্বিতীয় পুত্র ভূপেন্দ্রনাথ এতকাল নিজাম-সরকারে সহকারী রাজস্ব-সচিব থাকিয়া সম্প্রতি ভারত-জীবন-বীম কোম্পানীর সেক্রেটারী হইয়াছেন । তৃতীয় পুত্র রণেন্দ্রনাথ ; দ্বিতীয়া কস্তা স্বনলিনী দেবী— এ, এস রাজন মহাশয়ের পত্নী । তৃতীয়া কস্তা মৃণালিনী দেবী কেজি জের শিক্ষা সসম্মানে সমাপ্ত করিয়া সম্প্রতি মাত্রাজের বিখ্যাত ‘শাম’ পত্রিকার সম্পাদক । চতুর্থ পুত্র হারীন্দ্রনাথ একজন বিখ্যাত গায়ক ও কবি । সৰ্ব্বকনিষ্ঠা कूवांबी जौणांभनि नाईष्ट्र (वैमष्टौ नरब्रॉबिनौ नाश्छ्रब दिठौष्ठ कछ। ইনি বর্তমানে জঙ্গফোড়ে শিক্ষালাভ করিতেছেন ) কন্ত শ্ৰীমতী স্বহাসিনী দেবী বালিনে ইণ্ডাসটিয়াল এও. ট্রেড রিভিউ অব এসিয়া’ পত্রিকার সম্পাদক, এ, সি নারায়ণ নাম্বিয়ার মহাশয়ের পত্নী । মোটের উপর প্রত্যেকেই অল্পাধিক-পরিমাণে যশস্বী হুইয়া পিতা ও মাতার মহত্ত্বের প্রতি শ্রদ্ধা দেখাইয়াছেন। সরোজিনীর শৈশব জীবনে র্তাহার পিতার প্রভাব ও শিক্ষা তাহার সমস্ত ভবিষ্যৎ জীবনকে প্রস্তুত করিতেছিল এবং তাহার শৈশবের এই শিক্ষাই জীবনের অনেক ঘাতপ্রতিঘাত, মানসিক দ্বন্দ্ব ও বিরোধের মধ্যে র্তাহাকে রক্ষা করিয়াছে। র্তাহার পিতার কল্পনাপ্রবণ মনও এই সময়ে সরোজিনীর কবিত্ৰশক্তি-বিকাশের অন্থকুলে কাজ कब्रिाउछिन । चांशैन भूङ चारबडेtनब्र भाषा भांछ्ष প্রবাসী—মাঘ, రిలిపి [ ২৫শ ভাগ, ২য় খণ্ড হওয়াতে সরোজিনী চিরচলিত সামাজিক গণ্ডীগুলি সহজেই অতিক্রম করিতে সমর্থ হন। তিনি মুখের কোলেই লালিত-পালিত। তাহাকে যথোপযুক্ত শিক্ষা দিবার জন্ত একজন ইংরেজ ও একজন ফরাসী শিক্ষয়িত্রী নিযুক্ত করা হয়। অঘোরনাথ সরোজিনীর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখিতেন না। তিনি নিজে মুখে-মুখে সস্তানদের বিজ্ঞানের মূল কথাগুলি শিখাইতেন ; এইরূপে অতি শৈশবেই সরোজিনীর মনে প্রবল জ্ঞানস্পৃহা জাগাইয়া দেণ্ডয়া হয়। বিভিন্নজাতীয় ছাত্র থাকিত বলিয়া বাড়ীর ছেলেমেয়েরা সকলেই উর্দুতেই কথাবাৰ্ত্ত কহিত । বালিকা সরোজিনীর জন্য একজন ফাসী শিক্ষকও নিযুক্ত করা হয়, এবং তাহাকে ‘দ্বিতীয় ভাষা-হিসাবে ফাসী লইতে হয়। মাত্র ১২ বৎসর বয়সে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বিশেষ প্রশংসার সহিত উত্তীর্ণ হুইয়া সরোজিনী একদিনেই যশস্বী হইয়া পড়েন। অতি শৈশব হইতেই বালিকা সরোজিনীর মনে সাহিত্য ও কাব্যান্থরাগের লক্ষণ প্রকাশ পাইতে থাকে । চোদ্ধ বৎসর বয়সের মধ্যেই তিনি প্রায় সকল ইংরেজ কবির কাব্য শেষ করেন। শেলী, রাউনিং ও টেনিসন তাহার বিশেষ প্রিয় কবি। ওই সময় হইতেই তাহার মানসিক শক্তির নব-নব উন্মেষ সাধিত হইতে থাকে। প্রকৃতির নানা বৈচিত্র্যে র্তাহার হৃদয় আন্দোলিত হইত এবং দেশের দুঃখ-দুর্দশায়ও তাহার প্রোণ কাদিত । অঘোরনাথের ইচ্ছা ছিল সরোজিনীকে বিজ্ঞান ও গণিতে বিশেষ ব্যুৎপন্ন করিয়া তুলিবেন । কিন্তু মনে যাহার একবার কবি-প্রেরণা জাগিয়াছে সে কি গণিত ও বিজ্ঞানের বিধিবন্ধনের মধ্যে বদ্ধ থাকিতে পারে ? উাহার কবিমন আত্ম-প্রকাশের জন্ত উন্মুখ হইয়া ছিল। তিনি পরে আর্থার সাইমনসকে যে পত্ৰ দিয়াছিলেন, তাহাতে এই অন্তর্নিহিত কবিপ্রতিভার নানা বাধাবিয়ের ভিতর প্রকাশব্যগ্রতার কথা বলিয়াছেন – ‘শৈশবে কবিতা লিখিবার জন্ত মনে বিশেষ প্রেরণা অনুভব করিতাম বলিয়া মনে পড়ে না বটে, তবে জামি षडांबडहे चडाख कब्रनां यद१ ७ खांबूक हिणांम । बांबा আমাকে আদর্শ বৈজ্ঞানিক করিয়া তুলিতে চাহিতেছিলেন,