পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার স্তায় আর যেন কেহ এরূপ পিতশূল রোগে আক্রান্ড না হন—ইহা আমি ভগবানের নিকট প্রার্থনা করিতেছি। *ॉठंक ८बां५ झछ उनिब्र थांक्ट्रियन शशांब्रांछ वर्डौबट्यांश्न ঠাকুর এই রোগে আক্রান্ত হওয়াতে একটি আম্রও থাইতে পারিতেন না। আমারও দশা তাহাই । অতএব হে ছাত্ৰগণ ! তোমরা সাবধান হও ; কালিদাস লিখিয়া গিয়াছেন—“শরীরমাদ্যং খলু ধৰ্ম্মসাধনম"। শরীর রক্ষা কর, নতুবা কোন ধর্থের সাধন হইবে না। ১৮৬৯ সালের প্রথমেই আমার প্রেসিডেন্সী কলেজে চাকুরি হইল। শ্ৰীযুক্ত কৃষ্ণকমল ভট্টাচার্ধ্য মহাশয় তৎকালে প্রেসিডেন্সী কলেজের সীনিয়ার সংস্কৃত-অধ্যাপক ছিলেন। এবং স্বৰ্গীয় রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মহাশয় জুনিয়ার সংস্কৃত অধ্যাপক ছিলেন। একদিন হঠাৎ কৃষ্ণকমল বাৰু আমাকে বলিলেন—“হরিশ ! তুমি আমাদের কলেজে অ্যাডিশনাল পণ্ডিত নিযুক্ত হইয়াছ ; অতএব, আগামী কল্য হইতে চাকুরিতে যাইও ; তুমি অগ্রে সাটক্লিফ সাহেবের সঙ্গে দেখা করিও।” আমি র্তাংরি আদেশানুসারে পরদিন সাটক্লিফ সাহেবের সঙ্গে দেখা করিলাম। তিনি আমাকে দেখিয়া বলিলেন— “কৃষ্ণকমল তোমাকে পাঠাইয়াছেন ।” আমি কহিলাম —“আজ্ঞে ।” তিনি কহিলেন—“ষাও, চাকৃরি করগে।” এইরূপে বিনা দরখাস্তে আমার চাকৃরি হইল। আমার চাকরির কারণ আমি কৃষ্ণকমল ভট্টাচাৰ্য্যমহাশয়ের মুখে শুনিয়াছিলাম। ডাঃ কে, এম, ব্যান্যাঙ্গি তৎকালে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত সাহিত্যের পরীক্ষক হইতেন। তিনি নাকি সাটক্লিফ সাহেবকে একখানি পত্র লিখিয়াছিলেন, যে “তোমার কলেজে সংস্কৃত সাহিত্য পড়ান হয় ভাল ; কিন্তু ব্যাকরণ পড়ান বা অম্বুবাদ করান ভাল হয় না।” সাটক্লিফ, সাহেব কৃষ্ণকমল ভট্টাচার্ধ্যের সহিত পরামর্শ করিয়া ঐ দুই কার্ধ্যের জন্ত আমাকে নিযুক্ত করেন। - আমি যখন প্রথম চাকুরি করিতে আরম্ভ করিলাম, তখন দেখিলাম প্যারিচরণ সরকার মহাশয় এবং মহেশচজ ৰঙ্গ্যোপাধ্যায় মহাশয় ফাস্ট-ইয়ার ও সেকেও ইয়ারে পড়ান। প্যারি-বাৰু ইংরেজি-কবিতা ও মহেশ-বাবু প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩২ [ २¢* छांश, २ग्न थ७ রীস নামে এক ফিরিদী ब्रांखङ्कक व८मrांशांशJांब्र देश८ब्रवि-श्रृंना श्रृंप्लाहे८ङन । সাহেৰ অঙ্ক কযাইতেন । মহাশয় সংস্কৃত পড়াইতেন। আমি প্রত্যহ এক ঘণ্টা মাত্ৰ কাৰ্য্য করিতাম। সংস্কৃত ব্যাকরণ পড়ান ७ देश८ब्रथि इहे८ऊ नशङ्कङ जश्यांन कब्रांन चांयांब्र উপর ভার ছিল । আমি প্রথম দিন যখন ক্লাসে পড়াইতে ঘাই, তখন ছাত্রের একটু চঞ্চল হইয়াছিল । তাহার রাজকৃষ্ণ-বাবুকে বলিয়াছিল—মহাশয়! আমাদের একটি ‘কুচো’ পণ্ডিত মহাশয় আলিয়াছেন। তাছা শুনিয়া রাজকৃষ্ণ-বাৰু না কি বলিয়াছিলেন—“ওহে বাৰু ! ওঁ বড় কুচে পণ্ডিত নয়, ও বড় বুড়ো পণ্ডিত, ইহার পর দেখিতে পাইবে।” ইহার পর হইতে ছাত্রের আমাকে খুব ভক্তি করিতে লাগিল । ইহা অামি বুঝিতে পারিয়াছিলাম ; এবং কেহ-কেহ [ অধরচন্দ্র সেন প্রভৃতি। সেই অধর ডেপুটি ম্যাজিষ্ট্রেট হইয়াছিল ] রাজকৃষ্ণ বাৰু যাহা পড়া দিতেন তাহাতে সন্তুষ্ট না হইয়া আমাকে সন্দেহ জিজ্ঞাসা করিত । আমি বলিতাম—“দেখ বাপু ! ইহাতে রাজকৃষ্ণ-বাবু আমার উপর রাগ করিতে পারেন।” ছাত্রেরা বলিত—“মহাশয় জামাদের ত পড়া চাই ।” এইরূপে ১৮৬৯ হইতে ১৮৭৩ পৰ্য্যন্ত পাচ বৎসর চাকুরি করিতে লাগিলাম। হঠাৎ একদিন সাটক্লিফ Wiscow . Atfool oftwa–Pundit, your service is no longer needed. Wifi, faufosi offin, coa f fef of coa, It is the order of the Lt. Governor. vntatt* st șwl fisi xxi-xtogo oftwa, You are pensioned off. মহেশ-বাৰু কহিলেন, আমার ত এখন পেনশনের সময় হয় নাই। তাহাতে সাটক্লিফ কহিলেন, You are compelled to retire. Sowtow wiftwo ain's একজন ছোটলাট বঙ্গদেশের শাসনকৰ্ত্ত হুইয়া বিলাত হইতে ব্যয়সঙ্কোচাৰ্থ আদিষ্ট হইয়া জাসিয়াছিলেন। তিনি জালিয়াই সকল সরকারী ডিপার্টমেন্ট হইতে লোক ছাড়াইয়া দিয়াছিলেন। কিন্তু তিনি ক্যাম্বেল মেডিক্যাল স্কুল ও হাসপাতাল স্থাপন করিয়া যান। ইতিপূৰ্ব্বে পটল