পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woob” প্রবাসী –ফান্তুন, ১৩৩২ [ ২৫শ ভাগ, ২য় খণ্ড Tরাসোলিখিত বংশলতা শিলালেখ ইত্যাদি মতে বংশলতা চাহমান বংশে - বিসূলদেব ( , ) (༢ཐ༥་ཨ་བ་འདི་ཀཱ་མ་ [ ਦ੍ਰੀੋ ] সারস্বদেব ( R ) ༈ཨོཾas (১ম) আনারাজ। (৩) অজয় দেব [৭১ বৎসর রাজ্যকাল] l জয়সিংহ [১০৮ বৎসর রাজ্যকাল] (মারবার কন্যা) ལྟ་ག-(༠) অর্ণোরাজা-দেবল দেবী (কুমারপালের ভগ্নী) [ " · · · | (৫) জগদেব (৬) বিগ্রহরাঞ্জ বাসলদেব (৪র্থ) (৯) সোমেশ্বর প্রভাপ লঙ্কেশ্বর অননদদেব ১২২৯ Տ ՀՀ տլՀԵլՀ*յՆ8 ཐང་ཀ་ ब्रांछाकांल] | S S S S C C SCCS هه <] * | | সোমেশ্বর (৮) পৃথ্বীরাজ (৭) অমরগাঙ্গেয় (১৫) পুথীরাজ (১১) ইরিরাজ | (দ্বিতীয়) (তৃতীয়) পৃথ্বীরাজ 8રર 8ારG:૨૭ RSS | | রেণু সিংহ গোবিন্দরাজ [ cોન મૌ ] রণথাম্বের প্রথম রাজা হুম্মীর মহাকাব্যে ( e ) জগদেবের সিংহাসন-প্রাপ্তির উল্লেখ নাই। অর্ণেরাজের পর বিগ্ৰহরাঞ্জ বীগলদেব (৪র্থ)র নাম। ভাঙ্গার কারণ অর্ণোকে তাহার জ্যেষ্ঠপুত্র হত্যা করিয়া সিংহাসন অধিকার করিয়াছিল, কিন্তু ২৪ দিবস বা আরও অল্প সময়ের মধ্যে বিগ্রহরাজ পিতৃহত্যাকারী অগ্রজকে মারিয়া সিংহাসনারোহণ করেন। পৃথ্বীরাজ বিজয়’ কাব্যে আছে "স্বধবার জ্যেষ্ঠপুত্র আপন পিতার সহিত সেইরূপ ব্যবহার করিলেন, যেমন পরশুরাম আপনার মাতার সহিত করিয়াছিলেন । বাতি নিবাইয়া দিলে যেমন দুৰ্গন্ধমাত্র থাকে, তাহার কার্ধ্যেরও সেইরূপ দুৰ্গন্ধমাত্র থাকিয়া গেল।” (৭) অমরগাঙ্গেয় অতি অল্প দিন রাজ্য করিয়াছিলেন, দ্বিতীয় পৃথ্বীরাজ আপনার পিতার প্রাপ্য রাজসিংহাসন কাড়িয়া লইয়াছিলেন। পৃথু:fজ বিজয় ও বিগ্ন এলার লেখে এ-নামের উল্লেখ নাই । छे রাসোর সকল বড় ঘটনাগুলি বর্ণিত হুইল, লেবল সংযুক্ত হরণ-সম্বন্ধে কিছুই বলা হয় নাই। ভারতে বিশেষতঃ উত্তর ও মধ্য ভারতে বর্ষাকালে এখনও আলহার গান গাওয়া হয়। পৃথ্বীরাজের সমসাময়িক রাজা পরম দিদেব চন্দেল [ পরমাল ] বুন্দেলখণ্ডের রাজা ছিলেন। মহোবা র্তাহার রাজধানী ছিল । তাহার প্রধান সেনাপতি আলহা বনাফর [ আলহন রাজা ] ও তাহার অল্পজ উদন বাকড়া উদয়সিংহ ] সেকালের প্রসিদ্ধ বীর ছিলেন । আলহার গান আরম্ভ করিবার পূৰ্ব্বে সংক্ষেপে সংঙ্গোগিন[ সংযুক্ত ] হরণের গান করা নিয়ম । যখন পৃথ্বীরাঙ্গ মহোরা আক্রমণ করিলেন, তখন কনোজপতি জয়চন্ম পরমাল চন্সেলকে সাহায্য করিতে আপনার ভ্রাতুপুত্র লাখন [ লক্ষণ ] রাণার অধীনে সেনা পাঠাইয়াছিলেন। এই সাহায্যের কারণ সংযুক্ত+হরণের অপমানের প্রতিশোধ বলা হয় । আলহার গানে কয়েক স্থানে লাখন রাণার উক্তি আছে, “যে পৃথ্বী আমাদের বাটীর একটি চেরী [ দাসী কন্যা ) ভুলাইয়া আনিয়াছে, আমি তাহার প্রতিশোধ লইতে আসিয়াছি । পুর্থী যদি জয়চনকে দিয়া কস্তাদান করাইয়া লইতে পারিত, তবে তাহাকে বীর বলিয়া মানিতাম, সে ত চোরের কাজ করিয়াছে।" পৃথ্বী একবার লাখনকে বলিতেছেন, “তুমি এখন যুদ্ধ করিতে আসিয়াছ, কিন্তু আমি যখন সংযুক্তাকে আনিয়াছিলাম তখন কোথায় ছিলে ?” লাখন উত্তর দিলেন, “তখন আমি বালক, তরবারি ধরিতে শিক্ষা করি নাই,