পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] বরদাই মহাকবি চন্দের মহাকাব্য রাসোর ঐতিহাসিকতা למט\ অতিরিক্ত ১•১২ হাজার বলবান, কষ্টসহিষ্ণু, দ্রুতগামী শিক্ষিত অশ্ব, ১২,••• যোদ্ধার উপযুক্ত অতিরিক্ত অস্ত্রশস্ত্র, আটালা [ ভোজনালয় ], বস্ত্রাবাস ও সেবকদের দল সঙ্গে লইতে হইল। এইরূপে, অতি অল্প করিয়া ধরিলেও ২৫।৩০ হাজার লোকের দল হইল। তাহারা সমস্ত রাত্রি পথ হাটতেন ও রৌত্রের সময়ে বিশ্রাম করিতেন। দিল্পী ইষ্টতে যাত্রা করিয়া চতুর্থ দিবস স্বর্ধ্যোয়ের সময়ে তাহারা কনোজ নগরে প্রবেশ করলেন । চন্দ্র রাজদ্বারে আসিয়া প্রচার করিলেন, তিনি দিল্লীর রাজকবি, কনোজপতিকে আশীৰ্ব্বাদ করিতে আসিয়াছেন । সেকালে কবিদের, বিশেষতঃ রাজকবিদের অনেক ছোটোখাটে রাজাপেক্ষা বেশী সম্মান ছিল। তাহার রাজাদের মৰ্ত্তন হাতী, ঘোড়া, ডস্ক,নিশান, চোপদার ইত্যাদি ও ২৪ হাজার বা ততোধিকসংখ্যক লোক সঙ্গে +রিয়া পৰ্য্যটন কfরয় বেড়াইত, ও ছোটে-বড় সকল রাজপুত সভাতেই সম্মান লাভ করিত। তাম্বারা নিজেদের রাজাদের কীৰ্ত্তির গাথা, অথবা শ্রোতা যাহা শুনিতে চাহে তাহাই শুনাইত, ও অন্তদের সংবাদসংগ্ৰহ করিত, সকলে আগ্রহ করিয়া আপনাদের দেশের সভ্য সংবাদ দিত। এই ভ্ৰাম্যমাণ কবির রাজপুতদের ইতিহাসের সচল পুস্তকাগার ছিল, সকল রাজপুতদের কীৰ্ত্তিকাহিনী ইহাদের কণ্ঠাগ্রে থাকিত । সেকালে সংবাদপত্রাদি ছিল না, এই কবিদের দ্বারাই সকল রাজপুত-বীরদের কীৰ্ত্তি কাহিনী, ধন ও পুত্র কন্যাদের কথা রাজপুতসমাজে অতি অল্প কালে প্রচারিত হইত। রাজপুতসমাজে পুত্রকন্যার বিবাহ দিতে এইরূপ সংবাদ কার্যকরী হইত। কখন-কখন রাজপুতবালার যুবকদের বিবাহ করিতে জাহান করিত। যখন চন্দ্র রাজসভাতে প্রবেশ করিলেন তখন তাহার পশ্চাতে পিথোরা স্ববর্ণময় পানদান হাতে লইয়া সেবকরূপে প্রবেশ করিলেন। র্তাহাকে দেখিয়া সভার যাহারা পূর্বে পিথোরাকে দেখিয়াছিল, তাহারা বলাবলি করিতে লাগিল, কবির পানদানবাহক দেখিতে ঠিক পিখোরার মতন, স্বয়ং পিথোরা নহে ত এ-সন্দেহের কথা ক্রমে জয়চন্দের কানে উঠিল, কিন্তু অপমানের ভয়ে, কেবল সম্বেহে একজন সেবককে পিথোরা বলিয়া ধরিতে ও বন্দী করিতে তিনি সাহস করিলেন না । পানদানবাহকের পরিচয় জানিবার জন্ত গুপ্ত চরদের আজ্ঞা করিলেন ৷ জয়চন কবিকে জিজ্ঞাসা করিলেন, তোমার রাজা কিরূপ দেখিতে, ও তাহার বয়স কত ?’ কবির চারি দিকে ঘুরিয়া ফিরিয়া নানfপ্রকারে হাত নাড়িয়া, অঙ্গভঙ্গী করিয়া, কবিতা আবৃত্তি করিত ; চন্দও তৎক্ষণাৎ পিখোরার রূপ ও গুণ বর্ণনা করিয়া, মুখেমুখে কয়েকটি রচনা করিয়া আপনার পানদান-বাহকের দিকে হাত বাড়াইয়া বলিলেন, “মহারাজ, আমার রাজা এইরূপ ও র্তাহার বয়স ৩৬ * বৎসর ছয়মাস ; অর্থাৎ প্রকারাস্তরে পিথোরাকে দেখাষ্টয়া দিলেন । জয়চন্দ্র কবি ও তাহার অনুচরদের এক বিস্তৃত বাগান বাটীতে থাকিবার স্থান দিলেন, কবির সহিত ৪৭ হাজার লোক রছিল, বিদেশী ধনবান ভ্রমণকারীদের মতন নগরের নানা স্থানে, কিন্তু যত দূর সম্ভব, বাগানের নিকটে স্থান ভাড়া লইয়া আশ্রয় লইলেন । পরদিন প্রাতে জয়চন্দ্র বহুমূল্য উপহার লইয়া, হাউী ঘোড়া মণিমুক্তাদি লইয়া, বাগান-বাটতে আসিয়া কবির সম্মানবুদ্ধি করিলেন। জয়চন্দের বিদায়ের সময়ে কবি নিয়ম-মত আপনার পানদানবাহককে মহারাজাকে পান দিতে আজ্ঞা করিলেন । পিথোরা পান আনিলেন বটে, কিন্তু হাতে করিয়া পান তুলিয়া জয়চন্দকে দিতে গেলেন। পান দিলার নিয়ম, যে যখন সম্মাননীয় ব্যক্তিকে পান দিতে হয়, তখন নিজের হাত পাতিয়া তাহার উপর রাখিয়া ভেট দিবার মতন করিয়া দিতে হয়, গ্রহীতা তুলিয়া লয় ; কিন্তু যখন রাজারা প্রজাদের পান দেন, তখনদান করিবার মতন নিজের হাত উপুড় করিয়া সেই হাতে হাত দিয়া থাকেন, গ্রহীত হাত পাতিয়া দান গ্রহণ করে। এ অবস্থায় জয়চন্দকে হাত পাতিয়া, তাহার উপর পান রাখিয়া, ভেট দিবার মতন -করিয়া দেওয়া উচিত ছিল ; কিন্তু পৃথ্বী আপনার পূর্ব অভ্যাসমত,অপৰা ইচ্ছা করিয়া জয়চন্দকে অপমান করিবার জন্ত, আপনার হাতে পান তুলিয়া দান করিবার মতন দিতে nams arms-- mesmom " ماكس فدخلص= = = = ضعصصيد يصيصنعت.

  • রাসোন্তে পৃথ্বীর জন্ম ১১৪৮ খৃষ্টাব্দের এপ্রেল বৈশাখ মাসে, অতএব এলটন ১১৮৪ খৃষ্টাব্দের অক্টোবর | কাৰ্ত্তিক মাসের হওয়া উচিত, কিন্তু नाबूडब विवांप्रब गनप्इ करून वांग दणां हरंब्रांप्इ ॥ २svsधृष्ठ ७ বম্বেষ্ট সন্দেহ জাছে ।

- مص: نام = = = = = = = = = = = = =