পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬১২ প্রবাসী—ফান্তন, ১৩৩২ [ २e= खगशं, २ख ५७ গেলেন। জয়চন্ম ওরূপে মান লইতে অভ্যস্থ নহেন, অতএৰ লইতে অস্বীকার করিলেন । কবি জয়চন্দকে বুঝাইয়া দিলেন যে,উiহার সেবক নূতন লোক,এরূপ কাৰ্য্যে অনভ্যস্থ, পূৰ্ব্বে কখনও রাজাদের পান দেয় নাই ; অতএব জয়চন্ধের নিয়মের বশীভূত না হইয়া কবির আকরিক ভক্তি ও প্রীতি বিবেচনা করিয়া গ্রহণ করা উচিত। তিনি দুই চারিটি কবিতা ও শ্লোকও বলিলেন, যে এমন অবস্থায় সজ্জনেরা কেবল প্রীতি ও ভক্তিটুকু গ্রহণ করিয়া থাকেন ; পান ত সীমান্ত মূল্যহীন উপলক্ষ মাত্র। কবির বাকচাতুর্ঘ্যে মুগ্ধ হইয়া জয়চন্দ পান লইলেন বটে, কিন্তু র্তাহার সন্দেহ ষাড়িয়া গেল। ভাবিতে লাগিলেন, তবে কি এই পানদানবাহক সত্য-সত্যই পিথোৱা ? কিন্তু একজন ছত্র ও মুকুটধারী বিস্তৃত রাজ্যের অধিকারী সম্মানিত রাজা এরূপ হীন কাৰ্য্যভার লইবে, এ প্রশ্নের উত্তর জিয়া পাইলেন না। নূতন সেবক হইলে কি কবি তাহাকে সঙ্গে করিয়া রাজাদের সভায় পৰ্য্যটন করিতে বাহির হইয়াছেন, অথচ রাজাদের সহিত কিরূপ ব্যবহার করিতে হয়, সে শিক্ষা দেন নাই ? সেবকের ভুলের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করিলেন বটে, কিন্তু কই সেবকের প্রতি ত রুষ্ট হইলেন না। এরূপ সন্দেহ বৃদ্ধি হওয়াতে তিনি সত্য ংবাদ সংগ্ৰহ করিবার জন্য বাগানবাটীতে আরও কয়েকটি চতুর চর পাঠাইলেন । দ্বিগ্রহরে, কবি জয়চন্দের আহবানে রাজবাটীতে গিয়া নানা কথাবার্তায় সময় অতিবাহিত করিলেন। চৌহান-বংশের ইতিহাস, ও পৃথ্বীর পূর্বপুরুষের কীৰ্ত্তিকাহিনী শুনাইলেন। ঘোরী কয়েকবার জয়চন্দের রাজ্যে প্রবেশ করিবার চেষ্টা করিয়াছিলেন, তখন পৃথ্বী তাহাকে পথেই পরাজিত করিয়া তাড়াইয়া প্রকারাত্তরে জয়চন্দকে রক্ষা করিয়াছিলেন সেকথাও শুনাইলেন। পৃথ্বী এইরূপে জয়চন্দের কত উপকার করিয়াছেন, জয়চম্ব তাহা জানিতেন না, কবি এখন সেইসকল কথা বলিয়া তাছাকে পৃথ্বীর প্রতি তুষ্ট করিবার চেষ্টা করিলেন । তৃতীয় প্রহরে, ধনবান যুবকের বেশে, পিথোরা এক জন স্বর সঙ্গে লইয়া অশ্বগৃষ্ঠে নগর ভ্রমণ করিতে বাহির হইলেন। ঘটনাক্রমে সেই দিনই সন্ধ্যার পূৰ্ব্বে যখন তিনি নদীতীরে বেড়াইতেছিলেন, তখন সংযুক্তার প্রধান দাসী তাহাকে চিনিতে পারিল, ও তাহার চেষ্টায় পৃথ্বীর সহিত সংযুক্তার সাক্ষাৎ হইল। দাসী উভয়কে পরিচিত করাইয়া দিলে সংযুক্ত পৃথ্বীর গলায় ফুলের মালা দিয়া বলিলেন, “পূৰ্ব্বে আপনার মূৰ্ত্তি বরণ করিয়া মনেমনে নামমাত্র দাসী হইয়াছিলাম, আজ আমার মনোবাঞ্ছা পূর্ণ হইল, সত্য-সত্যই আপনার দাসী হইলাম।” পিথোরীর সঙ্গী সুরটি চোহান বংশের কুলপুরোহিত বংশীয় ছিলেন, তিনি কস্তাদানের মন্ত্রপাঠ করিলেন, সংযুক্তার প্রধান কর্ণাটী দাসী কস্তাদান করিল, বিবাহ হইয়া গেল। রাত্রি দ্বিপ্রহরের পর পিথোরা একা বাগানে ফিরিয়া আসিলেন। কহ্নকাক, বিবাহের কথা শুনিয়া, অত্যক ক্রুদ্ধ হইয়া বলিলেন “তোমার মত মূৰ্খ ত্ৰিজগতে নাই ; বিবাহ যদি করিলে, ভবে চোহান রাজবধূকে অসহায়া ও অরক্ষিতা অবস্থায় কমঞ্চাঙ্গ কারাগারে রাখিয়া আসিতে একটুও লজ্জা বোধ করিলে না 7” পৃথ্বী আবার গিয়া সংযুক্তাকে সেই রাত্রেই সঙ্গে করিয়া আনিলেন । এ ঘটনার পর পৃথ্বী আর কনোঙ্গে থাকা নিরাপদ বিবেচনা করিলেন না, অতএব কনৌজবাসের তৃতীয় দিবস প্রাতে পৃথ্বী ও সংযুক্ত উভয়ে এক বলবান অশ্বগৃষ্ঠে বসিলেন, চারিদিকে স্বরের বৃহে রচনা করিয়া দাড়াইল । এইরূপে স্বরক্ষিত হইয়া তাহার যাত্রা করিবার জন্য প্রস্তুত হষ্টলেন । তখন পৃথ্বী চন্দ-কবিকে বলিলেন, “যাও, রাজসভাতে জয়চন্দকে সংবাদ দিয়া আইল।” চন্দ্ৰ বলিলেন, “বৃথা বিবাদ করিয়া লাভ কি ? তোমার ত উদ্বেগু সফল হইয়াছে, এইবার গৃহে চল ।” কিন্তু পৃথ্বী স্বীকৃত হইলেন না, বলিলেন “আমি চোর নহি, চুরি করিতে আসি নাই, সংবাদ দিয়া বীরের মতন যাইব, যাহার ক্ষমতা বা সাহস থাকে সে আমাকে আটক করুক।” এইরূপে,সংবাদ দিয়া, शृशेो जांननांब्र श्ब्र ७ चश्छब्रएलब्र वृङ्का छांकिग्रा আনিলেন । हेउिभू,ि छबक्रम सशक्राद्रब्र भ्रू१ कविब्र मान পিখোরার অস্তিত্বের সংবাদ পাইয়াছিলেন ; তিনি পৃথ্বীকে বন্দী করিবার উপায়-সম্বন্ধে মন্ত্রীদের সস্থিত পরামর্শ