পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩৪ - - - - - - - --س--------------------- - ---------------- আদায় হইলে পর আবখাক হইলে অংশের সংখ্যা বুদ্ধি করিয়া কারবারের প্রসারণ করা যাইতে পারিবে। এই বুদ্ধি হারও উক্তরূপে ক্রমশঃ আম্বায় হইবে। এইপ্রকারে কয়েক বৎসরে অনায়াসে সমবায়ের আবশ্যক অর্থ সংগৃহীত হইতে পারিবে, অথচ অংশীদারগণকে এক কালে নিজ দুই অংশের সমস্ত মূল্য দিতে হইবে না। কারবার ভালোরূপে চলিলে অংশগুলির আংশিক লব্ধ মূল্যই মোট মূলধন-রূপে পরিণত হইতে পরিবে । সহযোগী বা সাহায্যকারী সভ্য—এই সমবায়ু-প্রচলনসময়ে অর্থসাহায্য প্রয়োজন হুইবে, এবং ধনী মহাজনগণ ইষ্টতে উঠা গ্রহণ করা হইবে। এই ঋণদাতৃগণ এক কালে সমস্ত অংশের মূল্য প্রদান করিবে। এই অংশগুরি হিসাবে তাহারা লাভের অংশ প্রাপ্ত হইবে এবং যে টাকাট। তাছার ঋণ দিবে, তাহার হ্রদ প্রাপ্ত হইবে। উপদেশকগণও অংশ ক্রয় দ্বারা মেম্বর হইবে, তবে তাহার তাহাদের অংশের সম্পূর্ণ মূল্য ৪ বৎসরে আদায় করিবে । উপরোক্ত দুই শ্রেণীর সাহায্যকারীই সহযোগী সভ্য। সভোর সংখ্যা—সমবায়ের কৰ্ম্মনিৰ্ব্বাহক সমিতি, প্রতি সভ্য কয়টা করিয়া অংশ লইতে পারিব তাহা নিৰ্দ্ধারণ করিবে, কিন্তু সাধারণ সমিতি সমবায়ের মোট মেম্বরের সভোর ও অংশের সংখ্য নিৰ্দ্ধারণ করিবে । সাধারণ সমিতি-প্রত্যেক অংশীদার এই সমবায়ের সাধারণ সমিতির সভ্য হইবে। প্রতিসভোর এই সমিতিতে একটি করিয়া ভোট দিবার ক্ষমতা থাকিবে। দরকার হইলে অনুপস্থিত সভোর ভোট দিবার ক্ষমতা অন্য কোনো সভোর হাতে দেওয়া যাইতে পারিবে । কাৰ্য্যনিৰ্বাহক সমিতি—সাধারণ সমিতির সভ্যগণ দ্বারা কাৰ্য্যনিৰ্ব্বাহক সমিতি মনোনীত হইবে । ৯ জন সভ্যদ্বারা কাৰ্য্যনিৰ্বাহক সমিতি গঠিত হইবে। ইহা ক্রমান্বয়ে তিন বৎসর সমস্ত কার্ধ্য পরিচালনা করিবে। এই সমিতি ইহাদের প্রত্যেক কার্ঘ্যের জন্য সাধারণ সমিতির নিকট দায়ী থাকিবে । সাধারণ সমিতি ইচ্ছা করিলে যেকোনো সময়ে এই কাৰ্যনিৰ্ব্বাহক সমিতির পুনর্গঠন করিতে পারিবেন। এই সমিতির সম্পাদক সাধারণ সমিতিতে নিৰ্ব্বাচিত হইবে। ছয় জন মেম্বর কৃষক প্রবাসী—ফাঙ্কন, ১৩৩২ [२¢* छांनं, २ग्न ५७ SASAMSMA AMAAA SAAAAA SAAA AAAAMMAAASAAAS সভ্য দ্বারা, এক জন বিশিষ্ট সভ্য দ্বারা ও এক জন গ্রাম্য বোড কি কে অপারেটিভ সোসাইটি দ্বারা মনোনীত হইবে। আবশ্যক হইলে বোর্ড ও সোসা ইটির লোকের পরিবর্তে বিশিষ্ট সভ্যগণ আরও একজন সভ্য মনোনীত করিবেন। সমবায়ের প্রথম অবস্থায় কেঅপারেটিভ সোসাইটির নিকট হইতে কত্তক টাকা ঋণ লওয়া ধাইতে পারে এবং সেইজগুই উক্ত সোসাইটির মনোনীত একজন কাৰ্যনিৰ্ব্বাহক সমিতিতে সভ্য হইবে। যতদিন সমবায় সোসাইটির নিকট ঋণী থাকিবে অন্ততঃ তত দিন এই সোসাইটির তলব-মত ইহার হিসাব-পরীক্ষকগণকে যে-কোনো সমধুে সমস্ত হিসাব-পত্ত্ব দেখাইতে হইবে । কাৰ্য্যনিৰ্ব্বাইক সমিতির সাধারণ কাৰ্য্য ১ । প্রত্যেক বৎসরেই এই সমিতি পাট বিক্রয়ের সময় অর্থাৎ মন্ত্রম নিৰ্দ্ধারণ করিবে । এবং কার্য পরিচালন করিবার জন্ত কৰ্ম্মচারী নিযুক্ত কপ্লিবে । অবশ্ন কৰ্ম্মচারীগণের মাহিয়ানা সাধারণ সমিতি সিদ্ধারণ করিয়া দিবে । ) ২ । প্রতিবৎসর ধে তারিখে পাট ধিক্রয় আরম্ভ ও বন্ধ হইবে উহা অন্ততঃ দুই সপ্তাহ পূৰ্ব্বে সৰ্ব্বসাধারণকে ৪ সভ্যদিগকে বিজ্ঞাপিত করিবে । ৩ । এই সমিতি সমবায়ের অংশীদার মাত্রেরই উৎপন্ন যাবতীয় পাট ক্রয় করিবে এবং ঐ পাট যাচনদারগণ দ্বারা যাচন করাইয়া গুণহিসারে শ্রেণীভুক্ত করিযে। যাচনকারীর কার্য্য-সম্বন্ধে তৎকালে কাহারও কোনো আপত্তি হইতে পরিবে না । যদি দরকার হয় ইহার কার্ধ্যের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে কার্যনিৰ্ব্বাহক সভার নিকট আপিল চলিবে । ৪ । অংশীদারগণের পাট অত্যন্থ নিকৃষ্ট হইলে এই সমিতি উহা গ্ৰহণ মাও করিতে পারিবে । ৫ । এই সভা পাটের দর নির্ধারণ করিয়া দিবে। ( অবশু চতুৰ্দ্দিকস্থ বাজার দ্বর দেখিয়া দর সাব্যস্ত श्हेtव) । ৬। এই সমিতি বৎসরান্তে ব্যবসায়ের লাভালাভ নির্ধারণ করিয়া প্রতি অংশের লভ্যাংশ ধাৰ্য্য করিবে। এই