পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] প্রস্তুত হইয়া বিদেশীয়দিগকে বহু অর্থশালী করিয়া দেয় ভ্ৰাঃ রি প্রত্যেক পণ্যই দেশীয় লোক দ্বাধা দেশীয় অর্থসাহায্যে এই দেশে প্রস্তুত হইয়া দেশের আর্থিক মঙ্গল স; পূন করিতে পরিবে । এই সমবায়ের কার্য্যাদি পরিচালন স্ত্র জন্য যে সমস্ত কৰ্ম্মচারী ইত্যাদির আবশ্বাঞ্চ হুইবে, তাহদের সমবায়ের সম্ভাগণ শ্লষ্টতে নিযুক্ত করাই বাঞ্ছনীয় । কৃষক হুইছে আমদানি হইয়া অথবা এই দেশে বিদেশীয়গণ দ্বারা ৬৩৭ অতি শুল্প মূল্যের কল ও অল্প মূলধন হইলেই সমবায় নিম্নলিখিত পণ্যগুলি প্রস্তুত করিবার বন্দোবস্ত করিয়া লক্টতে পরিবে । ১ । সর' স্থলী, মোট স্বতলী, দড়ি এবং কাছি । ২ । চট, থলে ইত্যাদি । ৩ । মিহি চট, হেমিয়ান ইত্যাদি । ৪ । গালিচ ইত্যারি } কৃষক শ্ৰী আরীন্দ্রজিৎ মুখোপাধ্যায় ববি লিখে পুথি ল’য়ে ছন্দে বন্ধে গাখি’ চিত্রকর রঙে তুলিকায় ; শিল্পী খসে সাথে প্ল’য়ে রত্ন-আভরণ, মনোভাব মত নে সাঞ্জায় । ক্ষা’য়া গুণী লম্ভে কীৰ্ত্তি, বিজয়ের মালা দেশে-দেশে রাজ্ঞীর সভায় ; ইতিহাস তাহাঁদের লিখে রাখে নাম পুথি খুলি পাতায়-পাতায় । কিন্তু হে আদিম কবি, ধরাতলে জোন্ত। তব কাব্য মহা শিল্পকলা কারও চোখে এতদিন পড়েনিকো ধরা রূপে কেহ ইইনি উত্তলা । রুক্ষ হাতে ধরাবক্ষে যুগ যুগ ধরি’ হলমুখে যা লিখিলে কবি, প্রভাত-সুৰ্য্যের রঙে চন্দ্র-কৌমুদীতে আঁকিলে যে বিচিন্ত্রিত ছবি ; দিগস্তে প্রান্তর জুড়ি শূন্ত বালুচরে, তাপজীর্ণ দগ্ধ মরুবুকে যে হাসি আঁকিয়া দিলে, যে দীপ্তি ফুটালে আমি পীত পত্ৰলেখা মুগে , পথে লোক চেয়ে ধায়, কেউ বলে “লেশ’, কোনো কথা বলে নাকে। কেউ ; কারো চোগে ঠেকে নাকো, কাবে মনে লাগে সৌন্দর্যের আঘাত্রে ঢেউ । নীরবে উথলে স্বষ্টি রূপের সাগরে স্রষ্টা শুধু আপনি গোপন ; সেই ত চরম কথা, হে কলাকুশলী ! তাই বুঝি নাহিক দশন ? মানবের ইতিহাসে তাই নাহি নাম, সেথা তুমি অখ্যাত মায়াবী ; তামার গীতির ছন্দে রোমাঞ্চিত ধরা, মানবের নাহি শুধু দাবি ৷ ওগো ও মাটির বন্ধু, নিভৃতবিলাসী, রহস্যের নব মন্ত্রে তব মুঞ্জরিছে পত্রগ্রাম বসঙ্ক বৈভব তরুণিত চির-অভিনব । বরষসঞ্চিত ভা’র বক্ষের বেদন ফুল হ’য়ে ফুটবারে চায় ;