পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१भ সংখ্যা ] আজও তুমি বেঁচে অছে হে চির-নবীন, হে কিশোর, তরুণ পেলব ! এখনও তোমারে ঘেরি’, তুলিছে উল্লাসে ষড় ঋতু রূপতরঙ্গিমা ; অশ্বিনের শস্যক্ষেত্রে শিঙ্গরিয়া চলে শু্যাময়িক্ত সহজ ভঙ্গিমা ! এখনও তোমার বঁাশী বেজে উঠে দূরে প্রভাতের ভাঙাষ্টয়া ঘুম ; এখনও তোমার গানে পূরবীর মর সন্ধ্যার ললাটে অাকে চুম । আকাশ ধূসর করি ধোয়ায়-ধোয়ায় আঞ্জিকেও এসেছে আবার, অতীতের অতিকায় বারণের সম স্থবিরাটু বীভৎস-আকার । মুখ তার রক্তমাখা, লোহাগড়া দাত, মুহুমূহ অনল উদগার ; ধরণীর ফুলশোভা শ্যাম দেঙ্গবাস নিশ্বাসেতে জ’লে হয় ক্ষার । ডাক্তার অন্নদাপ্রসাদ সরকার দম্ভ তার প্রাণহীন দেহের অtহার বৃত্তি শুধু দুৰ্ব্বলপীড়ন । একেশ্বর ধনিকের ফুলাইয়া পেট লক্ষ জনে দেয় অনশন । জন্মে যা’র বিশ্ব গ্রাসী মারুতির ক্ষুধা ভাগো তা’র অশনি-সম্পাত ; কক্ষচ্যুত জলাময় ক্ষিপ্ত গ্রন্থসম অৰ্দ্ধপথে হবে বাজী মাং...। তখনও মাঠের পথে দোদুল হা গুস্থায় এম্নি ফুটিবে মেঠে। ফুল ; তখনও দোয়েল বসি’ বেড়াটির গায়— পিকু পিকু গাছিবে ব্যাকুল । রান্ত্রির উৎসব-শেষে তখনও শেফালি ছেয়ে রলে দিনের অঙ্গনে ; তখনও ছুটিবে নদী নটিনী-লীলায় কলভঙ্গে নূপুর-নিকণে। তখনও রহিবে তুমি, ধরণীর প্রিয়, হে তরুণ, হে অমর কবি ! তখনও ধরার বক্ষে মোহন তুলিতে ফুটাইবে স্নিগ্ধপ্তাম ছবি । পরলোকগত রায়-সাহেব ডাক্তার অন্নদাপ্রসাদ সরকার, ডি-এলূসি ; আই-ই-এস্ ঐ রমাদাস হালদার এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্ত রসায়নাধ্যাপক রায় সাহেব ডাক্তার অন্নদাপ্রসাদ সরকার, ডি এসসি ; খাই-ই এস পুরীধামে ৮ই জুলাই দেহত্যাগ করেছেন। বয়স তার এমন কিছু বেশী হয়নি—এই সবে তিনি বিয়াল্লিশ পার হয়ে তেতাল্লিশে পা দিয়েছিলেন। সারা বছর হাড়ভাঙা খাটুনির পর, গরমেয় অবকাশে পুরী গিয়েছিলেন একটু বিশ্রাম নেবার জন্তে ; কে জানত ভগবান তার জন্তে সেই সাগরতীরে চির-বিশ্রাম-স্থান তৈরী ক'রে রেখেছিলেন। সব সময়েই দেখা যায়, মানুষের যখন বেশী দরকার তখনই ঠিক তা’র অভাব পড়ে। ডাক্তার সরকারেরও আমাদের মধ্যে যখন বেশী দরকার তখনই তাকে অকালে