পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] ৭২১ शिास्त्रवन[क्षङ्ग किश्। assifo isola, “afra wonderful literary powers (আশ্চৰ্য্য সাহিত্যিক শক্তি) আছে,” অর্থাৎ কিনা “রবি" যাহা পারে সকলের পক্ষে কি ডাহা স্বসাধ্য ? রবীন্দ্রনাথও প্রৌঢ় বয়সে ইংরেজী লিখিতে আরম্ভ করেন। সেইজন্ত আমাদের মনে হয়, দ্বিজেন্দ্রনাথ যদি ইংরেজী লেখার অভ্যাস করিতেন, তাহা হইলে তদ্বারা জগৎ উপকৃত হইত। দর্শনের প্রসঙ্গে আমাদের একটি আখ্যান মনে পড়িতেছে। দ্বিজেন্দ্রনাথ সাতিশয় স্বদেশপ্রেমিক ছিলেন, এবং ভারতীয় দর্শনের একান্ত অম্বুরাগী ছিলেন। কয়েক ब९नद्र शृté मृथन वांश्लाब्र उझांनौखन श्रद{ब्र शर्ड রানালড শে আমাদের যুবকদিগের পাশ্চাত্য দর্শন অপেক্ষা কম্বা পাশ্চাত্য দর্শনের পূৰ্ব্বে ভারতীয় দর্শন অধ্যয়নের প্রয়োজনীয়তার আলোচনা করেন, তখন আমরা তাহার প্রস্তাবের সমালোচনা করিয়াছিলাম। তাহা পড়িয়া বজেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের মনে হইয়াছিল, যে, আমাদের লখায় ভারতীয় দর্শন শাস্ত্রের প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শিত مراوح صد في مج হয় নাই। এই কারণে তিনি হঠাৎ একদিন প্রাতে র্তাহার রিকশাটি আরোহণ করিয়া আমাদের তখনকার শান্তিনিকেতনের বাড়ীতে উপস্থিত হইয়৷ কিঞ্চিৎ উত্তেজনায় সহিত ধাহ! বলিলেন, তাহাতে বুঝিলাম, তাহার দেশাভিমানে ও ভারতীয় দর্শনের প্রতি ভক্তিতে আঘাত লাগিয়াছে। ভারতীয় দর্শনের প্রতি আমাদের যে কোনও অশ্রদ্ধা নাই, তাছা র্তাহাকে বুঝাইবার জন্ত যাহা করা দরকার তাহা করিয়াছিলাম এবং তাছাতে তিনি সন্তুষ্ট হুইয়াfছলেন। আর একবার, প্রবাসীতে প্রকাশিত র্তাহার একটি প্রবন্ধ সম্পর্কে, বর্তমান অবস্থায় ভারতবর্ষ যে স্বাধীনতা লাভার্থ ক্ষাজধৰ্ম্ম অবলম্বন করিতে অসমর্থ, এইরূপ কিছু লিখিবার কথা উত্থাপিত হয় । তাঁহাতে, ওরূপ কোন কথা লিখিলে ভারতবর্ষের অপমান করা হইবে, এই মত তিনি প্রকাশ করেন । এণ্ডজ সাহেব শান্তিনিকেতনে থাকিতে প্রত্যহ সন্ধ্যায় দ্বিজেন্দ্রনাথকে প্রণাম করিয়া ও চা খাইয়া কিয়ৎক্ষণ র্তাহার