পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দননগরের বয়ন-শিল্প শ্ৰী হরিহর শেঠ ৮াননগরের পরিচয় প্রধানত শিল্পে। বস্ত্রশিল্পই তন্মধ্যে প্রধান। পশ্চিম বঙ্গের মধ্যে স্বল্প বস্ত্রের জন্য প্রসিদ্ধ ফরাসডাঙ্গায় বস্ত্ৰ-বয়ন-শিল্পের আরম্ভ-কাল কোন সময়, তাহা বহু চেষ্টায়ও নির্ণয় করিতে পারি নাই। প্রথম যুগে এখানে ঠিক কি প্রণালীতে বস্ত্র বয়ন করা হইত, তাহীও স্থির করা মুকঠিন। ফরাসীদের এখানে আসিবার পূৰ্ব্বেও চন্দননগরের নাম কোথাও উল্লেখ না পাইলেও, হুগলীর সান্নিধ্যে বিস্তর তত্ত্ববায় বাস করিত ও তাহারা তুলাজাত স্বত্রের ও তসরের বস্ত্র বয়ন করিত বলিয়া জানা যায়। (১) জানি না হুগলীর সান্নিধ্যে দে কোন স্থান— চন্দননগর কি না। এখানে পূৰ্ব্বে বহুসংখ্যক তত্ত্ববায়ের বাস ছিল ইহা সত্য। কিন্তু সে কোন সময় তাহার স্পষ্ট প্রমাণ কিছু পাওয়া যায় না। অনেকে বলেন, এখানে ১৪•• ঘর তাতীর বাস ছিল। (২) প্রথমাবধিই এখানে উৎকৃষ্ট বস্ত্র প্রস্তুত হইত বলিয়া কোথাও স্পষ্ট উল্লেখ না পাওয়া যাইলেও, ফরাসী কোম্পানির এখানে উপনিবেশ স্থাপনের পরই ১৭•• খৃষ্টাব্দে ফেলিপো ( Phelypeaux) নামক একখানি জাহাজেই ১৫• গাইট বস্ত্র রপ্তানির কথা এবং সেইসঙ্গে এখানে প্রচুর-পরিমাণে বস্ত্র ও মসলিন কাপড় পাওয়াঘাইত বলিয়া জানা যায়। (৩) চন্দননগরের বস্ত্র রপ্তানি হুইয়া ষে অঙ্ক স্থানের উৎপন্ন বস্ত্র অপেক্ষ অনেক উচ্চ মূল্যে বিক্রীত ह३ङ, ठांशबe फेरझष श्रीसग्ना यांच्च । (s) ७षांन श्रड মসলিন ও অন্তান্ত স্বল্প বস্ত্র যাহা বিদেশে প্রেরিত হইত ; উহা যে এখানকার প্রভত, এরূপ অনুমান করিবার কারণ (») Diary of William IIedges, Vol. II. 4* The Farly Annals of the Englishin Bengal, Vol. I. (२) छनबननtब्रब्र लिन्न-चब्रांख, s०व गरेषा, »म वर्ष । (o) La Compugnie Des Indes (Orientales. (*) The Private Diary of Ananda Ranga Pillai, Wol.-I. আছে। কারণ ১৭২৬ খৃষ্টাব্দের পূর্কে ফরাসীদের ঢাকার সহিত ব্যবসা-সম্বন্ধ স্থাপিত হয় নাই। (৫) ঢাকা ভিন্ন । বাঙ্গলার অন্ত কোথাও উংকৃষ্ট মসলিন উৎপন্ন হইত বলিয়া अॅनि १iग्न नां । - বস্ত্র-শিল্প চন্দননগরের একটি প্রাচীন এবং অত্যন্ত প্রয়োজনীয় শিল্প হইলেও, এখানে যে তুলার চাষ অধিক হইত, এরূপ কোনো প্রমাণ পাওয়া ধায় না। শুনা যায় চন্দননগরের কিছু উত্তরে কাপাশ-ডাম-নামক স্বানে পূৰ্ব্বে তুলার কাজ খুব প্রবল ছিল এবং তুলাপটার ঘাটের উপর বড়-বড় তুলার গুদাম ছিল ; এই স্থান হইতে তুলা খরিদ হইত। পশ্চিম প্রদেশ ও অন্যত্র হইতেও ভুল আসিত। ম্যানিলা হইতে এখানকার জন্য দু দে অর্ণf (nue d' Orleans) জাহাজে অনেক ভুল আসিয়াছিল উল্লেখ পাওয়া যায়। (৬) ভিন্ন ভিন্ন স্থান হইতে তুলা আসিয়া এই স্থা:ে চরকায় কাটিয়া স্থতা তৈয়ারি হইত। এই কার্ধ্যের দ্বারা এখানকার বিস্তর দরিদ্র স্ত্রীলোকের অন্নश्शन श्हेउ ।। ७धू ठख्दाञ्च कछांब्राझे ८१ ७ कार्षी করিডেন তাহা নহে, অন্তান্ত জাতির স্ত্রীলোকেরাও এ কাৰ্য্য করিতেন। কিন্তু স্থানীয় কৈবৰ্ত্তদের এই কাৰ্য্য একটি অবলম্বন-স্বরূপ ছিল । (৭) এখানে অনেক স্বত্র উৎপন্ন হইলেও তাহার দ্বারা এখানকার চাহিদা মিটিত না। অন্যত্র হইতেও অধিক পরিমাণে স্বত খরিদ করিয়া আনা হইত। মুসলমানদের ঘুরা প্রস্তুত স্থত। বাবমান ও পাণ্ডুয়াতেই সৰ্ব্বাপেক্ষ অধিক পাওয়া যাইত। বোড়াই ও শেতপুরের হাট হইতেও স্থত জান হইত। তখনকার চবুকাই স্থত কাটিবার প্রধান যন্ত্র ছিল। তক্র To A Descriptive and limorial Acount of the Cotton Manufacture of Dacon in Bengal. (c) The Private Diary of Ananda langa Piļļai. Wol. I. (१) छन्ानवग्ना निशा-षषि, *•ब गरGil, s॥ १६ ।।