পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግ 98 জাজ তার দৃষ্টি ব্যাকুল চঞ্চল হয়ে রাজান্তঃপুরের প্রত্যেক জানালায় জানালায় কাকে একবার শেষ দেখা দেখে নেবার দ্বরাশায় ঘন ঘন অভিসার করছে। সে যেতে যেতে দেখলে, এক জানুলায় গৌরীকে বুকে করে দাড়িয়ে আছে ধনিষ্ঠ ! অনলের মুখ সাফল্যের জানন্দ্বে উৎফুল্প হয়ে উঠ ল ; সে ক্ষণকাল আত্মবিশ্বত হয়ে সেইদিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিলে, এবং মাথা নত করে চলে’ গেল। কিছু দূর গিয়ে যখন ঘাড় ঘুরিয়ে দেখলে তখন পথের বঁাকে সেই জানালাটা দৃষ্টির বহির্ভূত হয়ে গেছে। অনলের মনে পড়ল, রবার্ট, ব্রাউলিঙের বাষ্ট এণ্ড ষ্ট্য চু" এবং “ইন এ ব্যালকনি” কবিতার কথা । অন্ত দিন ধনিষ্ঠ গোপনে চুরি করে অমলকে দেখে ; কিন্তু আজ সে জানল একেবারে খুলে ফেলে নিজেকে প্রকাশ করে” দাড়িয়েছিল। আজ সে শেষ দেখা দেখে নেবে, শেষ দেখা দিয়ে নেবে ; তার পর তার বিসর্জন— “এক দিন তার পূজা হয়ে গেলে চিরদিন তার বিসর্জন ৷” অনল দৃষ্টির বহির্তত হয়ে গেলে ধনিষ্ঠ ঘরে থেকে বাহিরে এসে মাধবীকে ডেকে বললে—মাধী, তুই গৌরীকে নিয়ে ওর বাবার বাসায় পৌঁছে দিয়ে আয় ; আর চাকরদের বল এই বাক্স বিছানাগুলো সব দিয়ে আসবে। গৌরী আপত্তি জানিয়ে বললে—আমি তোমার সঙ্গে ধাবো মা । ধনিষ্ঠাগেীরীর মুখচুম্বন করে বললে—তুমি তোমার বাবার সঙ্গে আগে যাও, তার পর আমিও যাবে। গৌরী সন্দেহ করে বললে—ন, তুমি যাবে | || ধনিষ্ঠা কষ্টে চোখের জল সম্বরণ করে’ বললে—সত্যি বলছি মা, আমিও যাবে, আজই তোমাদের সঙ্গে সঙ্গেই ধাবো। আমি কি তোমার কাছে মিথ্যা বলতে পারি। তোমাকে ছেড়ে এ বাড়ীতে কি আমি থাকৃতে পারবো ? cशौबैौ चांब्र चां★खि कदृष्ण ना । किरू भाथरोौब्र প্ৰৰাণী—চৈত্র, ১৩৩২ [ ২৫শ ভাগ, ২য় খণ্ড भप्न ७कü1 दिशभ षहेका cणcश ब्रहेण । चांछएकब्र ব্যাপারটা সে কিছুতেই গুছিয়ে বুঝে উঠতে পারছিল না । 擊 אר অনেক বেলায় ঘুম থেকে উঠে একটু প্রকৃতিস্থ হয়ে অনিল যখন দেখলে যে তার সজিনী তার কাছে নেই তখন সে প্রথমে মনে কবুলে সে বাড়ীতেই কোথাও আছে । কিন্তু এই বাড়ীতে তার দাদা ৪ আছে মনে করে তার একটু লজ্জাও বোধ হলে । সে বাইরে বেরিয়ে একটু লজিত কুষ্ঠিত ভাবে সকল ঘরে উকি মেরে মেরে বেড়াতে লাগল ; সে যে কি খুঁজছে তা যে চাকরদাসীরা বুঝতে পারছে এই ভেবেও তার লজ্জা বোধ হতে লাগল। কিন্তু যখন সে বাড়ীর কোথাও তার সন্ধান পেলে ন৷ তখন সে অত্যন্ত বিরক্ত ও সন্দিহান হয়ে হরির মাকে জিজ্ঞাস করলে—হরির মা, আমার সঙ্গে কাল ষে লোকটি এসেছিল সে কোথায় গেল ? হুরির মা বললে—কাল রাত্তিরে বাৰু তাকে কলকাতায় পাঠিয়ে দিয়েছেন । অনিলের পিত্ত জলে' উঠল, সে চেচিয়ে বলে উঠল =আমার লোককে বাবু বিদায় করে” দেন কোন আঙ্কেলে ! এ কথার জবাব হরির মা আর কি দেবে ? সে নীরবে মনে মনে অনিলের বেহায়াপনাকে শত ধিক্কার দিতে দিতে সেখান থেকে চলে’ গেল । অনিল স্থির করলে, এখনই সে কাছারীতে গিয়ে তার দাদার সঙ্গে একচেটি ঝগড়া করে কলকাতা চলে যাবে। সে জামা গায়ে দিতে গিয়ে দেখলে, তার মনি-ব্যাগটা জামার পকেটে নেই। সে আবার চেচিয়ে উঠল—হরির ম, নফর, সাধু, আমার টাকা কি হলো । চাকর-দাদীরা বললে—বাৰু আপনাকে বলতে বলে’ গেছেন টাকা তিনি নিয়েছেন । অনিল অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অনলের সঙ্গে ঝগড়া করতে cथए७ ७मा७ क्षणा । क्लुि श्रिएछ cल१.एज, गलग्न जब्रजाश्च