পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা] রক্তকে বিশুদ্ধ করিতে হইলে, সেই রক্তের উপর আসন পাতিয়াই তাহাকে তপস্তা করিতে হুইবে । পিতৃপুরুষের সে-সিদ্ধপীঠ ত্যাগ করিয়া আসিলে তাহার শিক্ষা, দীক্ষা ও প্রতিভা একটা আকস্মিক ঘূর্ণবায়ুর সহিত যুঝিয়া অবশেষে আপনা হইতেই ক্লান্ত হইয়া পড়িবে। তাহার चख्tब प्रश्न ७श्छ१ ७को गप्थाय झलिएडश्णि, उशन একদিন মহেশ্বরী হঠাৎ বলিয়া ফেলিলেন, “এখন ত আর এমন উডু-উড়, থাকা ভালো দেখায় না বাছা! এখন একটা বে’-থা’ কর।” কানাই হাসিয়া কহিল, “সে ত তোমার বাগীর মেয়ে নইলে হবে না ।" - মহেশ্বরী স্তম্ভিত হইয়া গেলেন । এতদিনেও সে তাহার জাতির কথাটা বিশ্বত হয় নাই,—শিশুকালের শোনা সেই নিষ্ঠুর কথাটি প্রাণের মধ্যে বড় করিয়া রাখিয়াছে ! তাহার অন্তস্তল পৰ্য্যন্ত পরখ করিয়া দেখিবার জগু মহেশ্বরীর চক্ষু-ছুটি অতিমাত্র ব্যথিত ও ব্যস্ত হইয়া উঠিল। তাহার বেদনাতুর মুখখানি দেখিয়া তিনি বুঝিলেন যে, তিনি র্তাহার মাতৃস্নেহের নিমন্ত্রণে বালকের সকল খাদ্য জোগাইতে পারেন নাই। তাহার বাল্যকালের জানিবার শুনিবার সেই ক্ষুদ্র চেষ্টা এখন অত্যন্ত বুহুং হুইয়া দাড়াইয়াছে, এবং অন্তর-বেদীর উপর দাড়াইয়া বিশ্বের সহিত বোঝাপড়া করিতেছে! মহেশ্বরী কোনো কথা বলিতে পারিলেন না । তাহার চক্ষু-দুটি उाझांब्र थङि निर्मिcमय इझेब्रां ब्रश्लि । কানাই কহিল, “মা ! তোমাদের স্নেহ-শ্ৰোত সমস্ত পৃথিবী প্রদক্ষিণ করতে ব্যস্ত। কিন্তু সংসারে—সমাজে ত চায় না। তুমি তোমার প্রাণ-মন্দিরের মধ্যে আমাকে মুগ্ধ পূজারী করে রাখতে পারে—কিন্তু বাগীর ছেলেকে বামুন করবার হাত তোমার নেই!” মহেশ্বরী নিম্নস্বরে কছিলেন, “৭ে ত জানি।” কানাই বলিল, “তবে যে বিশাল শক্তিটা আমার পিছনে জেগে অাছে, তা থেকে আপনাকে বঞ্চিত ক’রে রাখব কেন ? এখানে একমাত্ৰ তুমি—মহেশ্বরী-মা ভিন্ন আমার আর কেহ নাই ; কিন্তু সেখানে তুমিও থাকবে— জার শত সহস্র মা-ভাইও আমার পিছনে থাকুৰে ।” বামুন-বাগদী פף মহেশ্বরী কহিলেন, “তাদের আচার ব্যবহার থে—” “অঙি নীচ—তাই বলছ ? হোক নীচ–হোক জঘন্ত ; তা’ বলে পিতৃপুরুষকে কেহ ত্যাগ করতে পারে ন। আর তা-ছাড়া আমি যাবোই বা কোথায়? আমার জাতের কতটা কি শক্তি আছে, জানিনে। কিন্তু অনেক স্থলে দেখতে পাই, লোকে এক জাত থেকে অন্ধ জাতে যায়। যারা যায়, তা’র আপনার জাতিকে কিছু দেওয়া দূরে থাকৃ, নিজের অঙ্গ কেটে অন্তেয় জঙ্গ পুষ্ট করে ।” মহেশ্বরী কহিলেন, “কিন্তু তোমার জাতের মধ্যে কি তেমন পরিচ্ছন্ন মেয়ে পাওয়া যাবে ?” - “না পেলেও যে আমি তাই চাই। আমার রক্তটা যেখানে পড়ে আছে, তা অ-স্থান হোক, কুস্থান-হোক, তা’কে মমতারই চক্ষে আমাকে দেখতে হবে।” মহেশ্বরী বলিলেন, “তবে কি বলিস্ ?” "আমার বরাবলি কিছু নেই—তোমারও ভাবনার কিছু নেই। আমি জা’ত ছাড় ব না—বে-ও কয়ূব না। আমার বীপ-ম, ভাই-বোন্‌ যখন অকালে চলে গেলেন, তখন এ-দেইটার পরে আমার আর বিশ্বাস নেই। ধে কয়দিন থাকৃব, তোমার সেবা, দেশের সেবা, আর আমার জাতির সেবা ক’রে তোমার শ্রীচরণে আমার শক্তির পরীক্ষণ দেবো ।” মহেশ্বরী কহিলেন, “চিরজীবনটা সন্ন্যাসী গেজে কাটাবি ?" “সন্ন্যাসী কেন সাজতে যাবো ? পরের গৃহ নিজের ভেবে নেওয়াই আমার জীবনে তোমার শিক্ষায় বাঞ্জিও অবস্থা।” 尊 “কিন্তু আমি কি তাতে শাস্তি পাবো ?” “তুমি বেশী শান্তি পাবে। পরিবার ছেড়ে বিশাল পরিবারের দিকে যার প্রাণের শুভ আশীৰ্ব্বাদ ছড়িয়ে পড়েছে, সে বাইরে না হ’লেও অস্তরে আরাম পাবে।” भरश्वद्रौब्र भूथम७tण छिखांब्र शञ्च घनौछूऊ श्ब्र। উঠিতেছিল। কানাইলাল অনেকক্ষণ চাহিয়া-চাৰ্ছিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল, “মা ! কি ভাবছ ?”