পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵԵՀ দেশের গৌরবের হানি। আমি কি এই কথা বলবার আনন্দ থেকে বঞ্চিত হৰে৷ ষে একদিন বাংলাদেশের লোকের মনে এই আকাঙ্ক্ষা জেগে উঠেছিল যে, সমস্ত পৃথিবীর মধ্যে তার মাতৃভূমি একঘরে হয়ে থাকবে না ? ত্রিশ বৎসর পূৰ্ব্বে বারম্বার বলেছিলাম, বধিরের কাছে, অসাড়ের কাছে, উদাসীনের কাছে যে, নিজের ঘরে ' ফিরতে হবে সেবার দ্বারা কৰ্ম্মেঃ দ্বারা । ক্ষমতার অভাবে কুতকার্ষ্য না হ’তে পেরে থাকি, কিন্তু আমার সাধনার झग्नि झछनि,-भांभ:ब्र क% कौन स'tण चांभांब्र वांनै शक्ि সকলের হৃদয়ে পৌঁছে না থাকে তবে আমার সঙ্কল্পকে দোষ দেবেন না, দোষ দেবেন আমার অপটুতাকে । কিন্তু একদিন আমি যে বলেছিলাম সে-কথা আপনার স্মরণ করেছেন তাতেই আমি ধন্ত । আজ আমি অন্ত কথা বলতে বসেছি,—প্রাঙ্করের প্রাস্তে, নিভৃত আশ্রমের মাঝখানে দাড়িয়ে, মুখের কথায় নয়, কর্মের ডিভর দিয়ে । কিন্তু সে আমার নিজের কথা নয়, তা’র মধ্যে আমাদের ঋষিদের কথার প্রতিধ্বনি । সেই জন্তে কেউ-কেউ কখনোকখনো যখন আমাকে ঋষি উপাধি দেন তখন আমার সঙ্কোচের সীমা থাকে না । আমি ঋষিদের বাণী চয়ন করেছি কিন্তু আমি ত মন্ত্রক্সষ্ট নষ্ট । ষে উচ্চপদে যার অধিকার নেই তা’কে সেই পদগৌরব দেওয়ার মতো অস্কায় আর হতে পারে না । আমি র্যাদেব অস্তরের সঙ্গে সন্মান করি তাদের সন্মানের অংশ নিজে হরণ করাকে অধৰ্ম্ম ব’লেই জানি। কবি ব’লে আমাকে যে সম্মান করেন তা গ্রহণ করতে আমি কুষ্ঠিত হুইনে। ভাষার সেবা করেছি, কৰ্ত্তব্যবোধে দেশের লোকের রুচিবিরুদ্ধ কথাও বলেছি, ভারতের শ্রেষ্ঠদান দেশে বিদেশে বহন করেছি। এই পখিকবৃত্তিতে দেহ ক্লান্ত ও ছৰ্ব্বগ, তবু আমার পক্ষে যে ভার অসাধ্য তাও নিতে বিমুখ হইনি। আমার সেই প্রয়াসের পুরস্কারস্বরূপ আপনাদের কাছ থেকে সহযোগিতা পাবার দাবী করি, আর কিছুই না। আপনাদের चछिबांनन नौब्रएष aइन कब्र जागो अछ ब'tजहे अठ कथा বললাম। এখন নমস্কার জানাই, যদি দয়া করে আমাকে মনে রাখেন তবে আমার যেটুকু সত্য পরিচয় তাই মনে রাখবেন। অত্যুক্তির কোনো প্রয়োজন নেই। আমি প্রবাসী—চৈত্র, ১৩৪২ [ २4* छां★, २ब्र थe যতটুকু কাজ যথার্থভাবে করেছি সেটুকুর জন্তে যদি আপনাদের হৃদয় পাই তবে কৃতজ্ঞচিত্তে গ্রহণ रुद्रद । 는 | ঢাকা করোনেশন পার্ক, चणब्रांडू e॥० पछेिक ॥ বহুকাল পূৰ্ব্বে আর একবার এই ঢাকা নগরীতে এসেছিলাম সেদিনকার রাষ্ট্রীয় প্রাদেশিক সন্মিলনীর অধিবেশন-উপলক্ষ্যে। রাষ্ট্রীম্ব আন্দোলন ব্যাপারে নিপুণভাবে যোগ দিতে পারি এমন অভ্যাস ও শক্তি चांभांब्र झिल न,-4झे अशéitन चांभांद्र बाब्रfe ८ष কাজটুকু হ’তে পারে আমি কেবলমাত্র তার ভার নিয়ে এসেছিলাম। তখনকার রাষ্ট্রীয় সভাগুলিতে ইংরেজি ভাষাতেই বক্তৃতা হ’ত। ধারা বাংলাভাষার চর্চায়বিরত ছিলেন, যারা এ-ভাষা সভাস্থলে ব্যবহার করতে জানতেন না, তাদেরই মনেকে রাষ্ট্রক আন্দোলন-কার্ধে প্রধান্ত লাভ করেছিলেন । তা’র ফল হয়েছিল এই যে, জনসাধারণের মধ্যে রাট্রিক শিক্ষা-বিস্তারের যে একটিমাত্র উম্ভোগ তখন ছিল, ইংরেজি ভাষার চাপে তা’র উদ্দেশ্যটি মারা গিয়েছিল। দেশের স্থিত কিসে হয়, তা’র বাধা কি, সে বাধা দূর হতে পারে কোন উপায়ে দেশের লোককে গেই কথাটি ভালে ক'রে ভাবিয়ে তোলাই দেশহিতের প্রথম ও প্রধান বাঙ্গ, কিন্তু এই ভাবনার চর্চা বন্ধ ছিল ইংরেজি-জানা অল্প কয়েকজনের মধ্যেই। এই সঙ্কীর্ণ বেষ্টনীর মধ্যে দেশসেবাব যে সাধনা বিদেশী ভাষার শুখলে শৃঙ্খলিত হয়ে ছিল তাকে তrর আপন ভাষার মধ্যে মুক্ত দেবার জন্যেই এখানে এসেছিলাম। আমার বিশ্বাস আমার সেদিনকার সে চেষ্টা সফল হয়েছিল ; তা’র পর থেকে প্রাদেশিক রাষ্ট্রীয় সম্মিলনীতে ইংরেজি ভাষার প্রভুত্ব দূর হয়ে গেছে। মাতৃভাষার প্রতি দেশসেবকদের উপেক্ষ ঘুচিয়ে দেবার জন্য ঢাকায় তিনদিনকাল যে চেষ্টা করেছিলাম সে-স্থতি আমার মনে আছে । তখনে আমি রোগে পীড়িত ছিলাম, তাই সেদিন এখানকার পৌরসাধারণের সঙ্গে আমার মিলন झ्दांब्र शrषाश्र झछनि । किछ चांभाञ्च ८ष?]] कांटजब ক্ষেত্র সে ত চাক্ষুষ মিলনের ক্ষেত্র নয়। আমার সাধন