পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] বাঙ্গালী মহিলার পৃথিৱী-প্রমণ ՆԳ कब्रिाऊ अणैभर्थ বলিয়৷ আচাৰ্য্য তাহাদিগকে অসম্মতি বোন খাৰতে আমার তত্ত্বাবধান করিতে অস্ত কাহারে জুনাইলেন। कि जांबश्चकङा ? बिदांश् कब्रांब्र १ोडिएद्रहे दिबांश् कब्रांद्र ইংলণ্ডের বিজ্ঞাসবিদদের মধ্যে. একটা সাড়া পড়িয়া গেল, নানাস্থানে সাদ্ধা ভোজনে নিমন্বিত হইলাম। প্রসিদ্ধ রাসায়নিক ডাক্তার গ্ল্যাণ্ড সটোন-এর বাড়ীতে এইরূপে নিমন্ত্রণে আহত হইয়া ভোজন-সভাতে বসিয়া শুনিলাম একজন নিমজ্জিত ভদ্রলোক ( যাহাকে ভারতসচিব বিশেষজ্ঞ-স্বরূপে ভারতবর্ষে প্রেরণ - করিয়াছিলেন ) পার্শ্বস্থ বন্ধুকে বলিতেছেন—এই “চন্দ্রবন্ধ" লোকটি যাহার কথা আজকাল লোকে এত বলিতেছে সে কে হে ? ভারতীয়,লোক আবার বৈজ্ঞানিক আবিষ্কার করিবে ? অসম্ভব! তাহাদিগকে ছোটো টেস্ট্র টিউব দিয়া পরীক্ষা করাইয়া তাহার স্থানে বড় টেস্ট্র টিউব দিলে আর তাহারা সেই পরীক্ষা করিতে পারে ন—ভারতবাসী নকলে মজবুত, কিন্তু বিচার-বুদ্ধি খাটাইয়া হাতে-কলমে ব্যবহার তকখনো করিতে পারে ন!” পার্থের লোকটি বিখ্যাত রাসায়নিক র্যাম্সে (Ramsay)। তিনি বলিলেন—“চুপ করে—তুমি কিছুই জানো না—ভারতবাসী বহু শতাব্দীর সাধনাতে তাহাদের চিন্তাশক্তি এত প্রখর করিয়াছে যে চিন্তাশীলতায় তাহাদের সমকক্ষ হইতে আমাদের বহুদিন লাগিবে। আমাদের সৌভাগ্য যে ইহার এপর্য্যন্ত নিজের হাতে পরীক্ষা করিতে আরম্ভ করে নাই। যখন শিখিবে তখন ব্রিটনের আধিপত্য চলিয়া যাইবে। তবে এই “চক্রবস্থ” দৈবক্রমে এইরূপ সার্থকতা লাভ করিয়াছেন, কিন্তু র্তাহার সিদ্ধিতে আমাদের ভয়ের কারণ নাই।" ক্রমে মাড় স্টোন পরিবারের সহিতু আত্মীয়তা বাড়িয়া গেল, তাহাদের, স্থখছঃখের কথা শুনিতে লাগিলাম। ডাক্তার গ্যাডসটোন বিপত্নীক ছিলেন, ॐाशंब cणार्छ। कछ निउॉब्र cनदाब्र चछ बिदांश् করেন নাই ; ইংলণ্ডে এরূপ অনেক দৃষ্টান্ত দেখা যায় ; कथंनe क्छ निष्ठांब्र बछ, कथनe श्रूज माउॉब्र छछ আজীবন কৌমাধ্যত্রত পালন করেন। বর্তমান বাঙ্গালী ब्रांगांबनिकटनब्र स* Dounau गांप्श्व बिबांश् रुद्रब्रन नारे, थोडा ७ छूषान्नैौ उोप्नब नहेबारे ठाशव्र गब्रिवाब्र । বিবাহের কথা তুলিলেই হাসিয়া বলেন, এমন মা ও छङ हैशंब्रां नाश्न । चांम८*ग्न निद्रक लका ब्रांशिबाढ़े তাহারা জীবনপথে অগ্রসর হন। এই পরিবার ইংলণ্ডের অভিজাত-বংশের (aristocracy) সহিত সংস্থষ্ট স্বতরাং শ্রমজীবীদের সম্বন্ধে র্তাহাদের মনে পূৰ্ব্বে বেশ কুসংস্কার ছিল। কিন্তু এই পরিবারেই এমন ধটনা হইল, যে র্তাহাদের এক কন্ত। আভিজাত্যের অভিমান ত্যাগ করিয়া এক দরিত্র শ্রমজীবীকে বিবাহ করিলেন এবং তাহার জীবন শ্রমজীবীদের উন্নতিকল্পে উৎসর্গ করিলেন । সেদিন হইতে কস্তার পরিবারে ঘোর বিষাদ—তাহার নাম আর কেহু করিতে পাইত না। কিন্তু কন্যা পতিগৃহে নৰ উৎসাহে শ্রমজীবীদলের কেন্দ্রস্বরূপ হইলেন, তাহার দরিদ্রগুহে নানাদেশের कर्मौब्रां चांeवंध्र छै६मांश् e दिथांभ श्राद्देऊन ।। ७३ कछ। যাহার সহধৰ্ম্মিণী হইয়াছিলেন তিনিই স্থবৎসর পূর্বের ইংলণ্ডের প্রধান মন্ত্রী র্যামূজে ম্যাকডোনাল্ড । ইহার পরে লগুনের প্রসিদ্ধ রয়্যাল ইন্সটিটিউশনের শুক্রবাসরীয় বক্তৃতা দিবার জন্ত আচাৰ্য্য নিমন্ত্রিত, হন । এইস্থানে বক্তৃতা দেওয়া অত্যন্ত সম্মানের চিহ্ন। তরলগ্যাসের (Liquid gas) আবিষ্কৰ্ত্তা প্রসিদ্ধ Sir James Dewar sola Rętą réi fgrofa i তিনি রয়্যাল ইনস্টটিউশনএরই উপরের তলাতে বাস করিতেন। সেদিন আমাদের সান্ধ্য ভোজনে নিমন্ত্ৰণ করিয়া বহু সম্মানিত লোকের সহিত পরিচয় করাইয়া দিলেন । এই প্রথম আমার বৈজ্ঞানিক সামাজিক সম্মিলনে নিমন্ত্রণ, তাহার ফলে অনেকের সহিত বন্ধুতাসূত্রে আবদ্ধ হইলাম । বঙ্গনারীর এই প্রথম বৈজ্ঞানিক জগতে প্রবেশ। সত্যকথা বলিতে কি, পূৰ্ব্বে আমার ধারণা ছিল যে, বৈজ্ঞানিকদের স্ত্রীরাও সকলেই বুঝি খুব বিছুৰী। এইসব নিমন্ত্রণে গিয়া লে ধারণা ক্ৰমে-ক্রমে চলিয়া গেল— তবে বৈজ্ঞানিকদের স্ত্রীরা যে খুবই পতিপ্রাণ ও পতির সেবাতে নিযুক্ত ইহার সাক্ষ্য দিতে পারি। লর্ড, কেলভিন নিজের সম্বন্ধে অত্যন্ত অসাবধান ছিলেন, তাহার পী জহার সঙ্গে থাকিয়া সৰ্ব্বদাই তাহার সেবা করিতেন।