পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা - পথের দেখা brసి ষোলো বিষয়ে এম্-এ পড়ানো হয়,আমার ত এখনও একটাও ೪) হয়নি, এরি মধ্যে পড়াশুনা সাঙ্গ হ’ল কি ক’রে ?” জনস্বয়া দর্শনশাস্ত্রে ডুব দিল ; দুই বৎসর পরেই সে-সাগর পার হইয়ু আসিয়া সে আবার ইতিহাসের বিপুল বোঝা লইয়া বসিল । বিশ্ববিদ্যালয় আবার আর-একট। খেতাব দিয়া অনস্বয়াকে খুলী করিয়া দিলেন। অর্থনীতিতেও একটা ডিগ্ৰী লইয়া সে দেখিল এখনও আরো অনেক সাগর মন্থন করিয়া খেতাব আহরণ করা যায় বটে, কিন্তু এখানে একটা মস্ত বিপদ আছে। যত বিদ্যাই সে আয়ত্ত করুক না কেন, সবেরই সেই এক এম এ উপাধি। এক্ষেত্রে নূতনত্ব কিছু নুই। উপাধি-অর্জনের ফঁাকে-ফাকে অনসূয়া সঙ্গীত-চর্চাও করিয়াছিল ; কিন্তু বাংলা দেশে সঙ্গীতের কোনো খেতাব নাই, কোনো যশও তেমন নাই। স্বতরাং নূতন আর-একটা অলঙ্কারে নামটা ভূষিত করিবার জুন্য এবং সম্পূর্ণ অন্তধরণের আর-একটা বিদ্যা দখল করিবার জন্য সে ঠিক করিল ডাক্তারি পড়িবে। কলিকাতায় পড়িবার চেষ্টা করিল, সুবিধা হইল না। কিন্তু তাই বলিয়া অনসূয়া কি হাল ছাড়িবার মেয়ে । সে দিল্লী.যাইবার সব ব্যবস্থা করিয়া বসিল ৷ হইলই বা অজানা অচেনা দেশ ! মাহুষের দেশ ত ! যেমন করিয়া হউক সেখান হইতে চিকিৎসা-শাস্ত্রের একটা ডিগ্রী লইয়া আসিতে হইবে। অনস্বয়া হিসাব করিয়া দেখিল ডিগ্রী লইবার পর তাহার যত বয়স হইবে তাহাকে খুব একটা কিছু প্রবীণ-জনোচিত বয়স বলা চলে না । স্বতরাং তা’র পুর ইউরোপে গিয়া তৃতীয় আর-একটা কিছু পথে ডিগ্রীর বহঁর আর কিছু বাড়াইয়া আনাও চলে।. খুনী হইয়া অনস্বয়া বাৰূল পেট রা গুছাইতে বসিল, দিল্লী পৌছাইয়া দিবার সঙ্গীও ঠিক করিল। একেবারে একৃলা পথ-চলার অভ্যাস তাহার ছিল না ; কারণ এই পথ-চলার বিদ্যাটাকে অনস্বয়া ছাড জ্বরধিগম্য বিদ্যা মনে করিত না । তাই সেটা আয়ত্ত করা তাহার হইয় উঠে নাই। बाजांब निन रूि-अकई गर्स-डनगरक इ:ि हिन। ছুটির জযোগে দেশে-বিদেশে ছুটিবার নেশায় কলিকাতা শহর চিরকালই অধীর হইয় উঠে। সেদিনও সে निम्न िथच्न ब्राङिकम इङ्ग नाइँ । अनश्रृङ्ख्या ८हेअिट्रन नोभिच्चाहे দেখিল তাহার মাথার উপর সহস্ৰ সটলষ্ট্রাঙ্কের তরঙ্গ বিপুল উল্লাসে জুলিয়া উঠিতেছে, আশে-পাশে সপ্তসহস্র রথী তাহাদের পূটলী ধাম,ধুচুনী, বস্তা ও কেনেস্তরার অস্ত্রশস্ত্র লইয়া তাহাকে ঘিরিয়াই যেন এক অভূতপূৰ্ব্ব বৃহে রচনা করিতেছে ; পায়ে-পায়ে কেবলি সাদ, কালো, শ্যাম ও গেীর, সহস্র চরণ আসিয়া ঠেকিতেছে বুট-জুতা,গুজুতার গুতায় তাহার সৌধীন মার্কিন পাছক ক্ষত-বিক্ষত হইয়া উঠিতেছিল, তাহার উপর নাগরা ও নগ্নপায়ের ধূলাকাদা ও পঙ্ক পড়িয় তাহার শুচিবায়ুগ্ৰস্ত মন কুদ্ধ পন্ধিল হইবার জোগাড়। প্লাটফরমের লৌহ-দরজা বন্ধ, যাত্রীদল তাহার কঠিন বুকে গিয়া আছ ড্রাইয়া পড়িতেছে,কিন্তু তাহাকে টলাইতে পারিতেছে না। এখনও যে সময় হয় নাই ; দয়া কি স্ববিধার খাতিরে সময়ের বাধা নিয়ম ত ভাঙা যায় না। জনারণ্য অধৈৰ্য্য হইয়া কণ্ঠস্বরে ও বাহুর আস্ফালনে, রুদ্ধ আক্রোশ প্রকাশ করিতে লাগিল । ভীড়ের ভিতর নারীজাতির সংখ্যা অতি সামান্ত ; ছচারিটি মেয়ে এদিকৃ-ওদিক্‌ ছড়াইয়া ছিল তাহারা ক্রমে সরিয়াসরিয়া অনস্বয়ার পাশ ঘোঁসিয়া আসিয়া দাড়াইল । অশান্তির কল-কল্লোলের ভিতর সেইখানে একটু শাস্তির আভাস পাওয়া যাইতেছিল। ফিরিঙ্গি টিকিট -কালেক্টরের নজর পড়িল সেই দিকে ৷ হঠাৎ তাহার মনটা নরম হইয় উঠিলু । সে বলিল, “মেয়েদের ভিতরে আসিতে বলুন।” লোহার দরজা একটুখানি ফাঁক করিয়া রাস্ত করিয়া দিতেই অনস্বয়া ও আর তিন-চারটি মেয়ে ভিতরে চুকিয়া আসিল । তাহাদের সঙ্গী পুরুষদের ভাগ্যও স্বপ্রসন্ন হইল। পথি নারী বিবর্জিত বলিয়া যাহারা সঙ্গিনীহীন হুইয়া যাত্রা করিয়াছিল তাহারা মধ্যপথে তেমনি আটক হইয়া পড়িয়া রহিল। ভীড়ের দিনে সঙ্গিনীরা যে নিছক আক্ষবিধাই বাড়াইয়া তোলে না, हेशं बूकिब्र छू-भलखन भट्न-भदन मिळख८मब्र कृङकटर्नीब्र छछ অনুশোচনা করিতে লাগিল। কিন্তু সঙ্গীদের উদ্যত ছাতা হকা লোটা ও সোটার ও তায় তাহাঁদের মনে করুণ রস বেশীক্ষণ স্থান পাইল না। কোলাহল ও অধীরতা বাড়িয়াই চলিল। . - লৌহ দরজার পারে লম্বা প্লাটফর্মটায় এভক্ষণ জন