পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] বামুন-বাঙ্গী ১২৭ चान्वांब्र छछ३ यांeब्रां इन्छ। क्रूि d६फ़ कि উদ্ধভাবে আমাদের, কাজকৰ্ম্ম করতে দেবে ? জয় রাধে গোৰি—” - মহেশ্বরী কছিলেন, “অশুদ্ধও করতে পারবে না। মামা, গঙ্গায় ডুব দেওয়ার পূর্বে রামলীত দর্শন করবার আগে অগুরটা দয়া-ধৰ্ম্মে মেজে-ঘ'যে নিতে হয়, নইলে শুধু ডুব দিলে বা দর্শন করলে মিথ্যা আচারের নামে মুক্তি হয় না। তাই যদি পারে, ওর ছোয়া-নেপাতে কিছু এসে যাবে না।” তারিণী ক্রফুটি করিয়া কহিল, “বলে কি ? জাতিতে বাগদী যে !” @ মহেশ্বরী একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, "মাম বোধ হয় জানো না যে, শঙ্করাচাৰ্য্যও একজন চণ্ডালের মন্ত্রশিষ্য ছিলেন।” তার পর কিছুকাল তারিণীকে নিরীক্ষণ করিয়া দেখিলেন। পরে জিজ্ঞাসা করিলেন, “মাম, ঐক্ষেত্রে কখনো গিয়েছ ?” তারিণী মুখে একটা বিকট ভঙ্গী আনিয়া বহিল, "তা যাবে কেন ? তারিণী খেতে পায় না, ঘরের বা’র হবে স্থি করে?” মহেশ্বরী কহিলেন, “চটো কেন মামা ! আমি কি তাই বলছি ? গিয়েছ কি না, তাই জিজ্ঞেস কচ্ছি।" তারিণী দত মেলিয়া কহিল, "ক ত বা র । মা থাকতে প্রথমে পেটে পূরে নিয়ে গিয়েছিলেন, সেই আরম্ভ আর ভূয়ে পড়ে পা ছ’খানা ত তীর্থ ছাড়া থাকৃতে চায় না ।” মহেশ্বরী কছিলেন, “সেখানে হাড়ি-মুচি শতেক জাত, একত্র হয়ে বাবার প্রসূদ নেয়, বোধ হয় দেখেছ ?” “কি জানি মা, ও বিটুকেলী ভাবটা আমি বুঝতে পারিcन । cषधन विप्ले८कज ठाकूद्र, cडग्रूनि दिल्ले८कज cन्नशंब्र, बौडिनौडिe cनहेङ्को बिहे-क्वौँ ।” মহেশ্বরী ব্যথিত হইয়া কহিলেন, "মামা, বুড়ো, হয়েছ, ওসকল কথা মুখে এন. না। সেখানে যখন ভায়ে-ভায়ে গা খেয়াখেৰি ক’রে প্রসাদ গ্রহণ করে, তখন ভেদ জ্ঞান पॉप्क न । श्रां५ब्री ७कई निरठांब्र छिब्रठिछ जखांम, uफ्धों উপলব্ধি নৱৰায় আমন ৰিয়াই ক্ষেত্র আর কোথাও নেই।” : তারিণী কহিল, “ঠিক বলেছ মা, কেসময় মনের शडिाई ८कभन ठेन्द्रै-गाणु: बाब।” মহেশ্বরী কহিলেন, “ওটিই একমাত্র দেবভাব। ঐ ভাৰ স্থায়ীক’রে রাখতে পারেন বলেই ত মনের মধ্যে আবার cशtÉांबफ़ फेंक्र-नौक, कङ कि बांछ छांन चाटन दांब । छूमि আমি যাকে ঠেলে ফেলে রেখে যেতে চাচ্ছি, মামা, যেখানে যাবে। সেখানে সেই তিনি কি তাকে ঠেলে রাখতে পারেন မှုံး মহেশ্বরীর কথা বুৰিয়া দেখিবার জন্ত তারি? ততটা মনোযোগী হইল না । সে কহিল, “তা নেও—তা নেও— তোমার যেমন ইচ্ছা । একটাচাকর-বাকরেরও ত দরকার। ছোড়া থাকূলে পথে-ঘাটে কাজে লাগবে । হ’লই বা অজাত ।” - - তারিণী চলিয়া গেল। মহেশ্বরীর অস্তরে কেমন মেঘের সঞ্চার হইয়া রহিল। যাত্রার স্বচনাতেই তাহার বুকের ধনকে নিষ্ঠুর সমাজ এমন আঘাত করিতেছে, পথে ও পথশেষে না জানি তাহার অদৃষ্টে আরো কত দুঃখ-ভোগ षi८छ् । দ্বিতীয় পরিচ্ছেদ মুথেন্দুর নিবাস খুলনা জেলার কোন এক পল্লীগ্রামে। মহেশ্বরীদের ষ্টীমারে চাপিয়া খুলনায় যাইয়া রেল ধরিতে হইবে । শৈল সকাল-সকাল স্নান করিয়া রান্না করিতে গেল, সকলকে খাইতে দিতে হইবে, ছেলেদের সঙ্গে কিছু জল খাবার দিতে হইবে। মহেশ্বরী ছেলেদের পোষাক-পরিচ্ছদ বাছিয়া লইয়া বাক্স সাজাইতে লাগিলেন । ইতিমধ্যে তারিণী কানাইলালকে এক সম্মুখে পাইয়া জিজ্ঞাসা করিল, “এস বাবাজী, তুমি ত আমার সঙ্গী হতে চলেছ, জাগে থাকৃতে পরিচয়টা ক'রে নেওয়া যাক। জয় রা-তোমার নাম কি ?” “কানাইলাল মজুমদার।” তারিণী কপাল কুঁচকাইয়া কহিল, "মঞ্জুমার নাকি ? ঠিক ত –ভট্চায্যি নয় ত - কানাই মাথা নীচু করিয়া দাড়াইল ।