পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆ6:Ն কখন জেলিয়া, কখন ফেরিওয়ালার বেশে হঠাৎ একটা সহরে উপস্থিত হইতেন, এবং বিপ্লবপ্রচার, দলগঠন, ও অর্থসংগ্ৰহ করিতে-করিতে সারা চীন দেশে ঘুরিয়া বেড়াইতেন। গভীর নিশীথে কোনও ভগ্ন-পরিত্যক্ত মন্দিরে একজন একজন করিয়া লোক জমা হইত ; কে কি প্রকারে সেখানে গুপ্ত সভার অধিবেশনের সংবাদ প্রচার করিত, কেহ বলিতে পারে না। তাহার পর আধ আলো আধ-আঁধারে ডাক্তার সান আবিভূতি হইয়া তিনচারি ঘণ্টা ব্যাপী বক্তৃতার পর সরিয়া পড়িতেন এবং শ্রোতারাও উদ্দীপ্ত-হৃদয়ে নিস্তন্ধে চারিদিকে ছড়াইয়া পড়িত। কেহ ধরা পড়িলে নিদারুণ যন্ত্রণার সহিত তাহার প্রাণদণ্ড হুইবার কথা । ১৮৯৬ খৃষ্টাব্দে, কান্টন হইতে র্তাহার প্রথম পলায়নের পর, তাহাকে একবার লগুনে চীনমন্ত্রীনিবাসে একটা ঘরে বন্ধ করিয়া রাখা হয় । তিনি আমেরিকা হইতে লগুন আসিয়াছেন, গোয়েন্দারা লগুনস্থ চীনমন্ত্রীকে এই খবর দেওয়ায় তাহাকে ভূলাইয়। মন্ত্রীনিবাসে আনা হয়, এবং সেখানে একটা ঘরে বন্ধ করিয়া তালাচারী লাগাইয়া রাখ। হয় । তাহার গ্রেপ্তার গোপন রাখা হয়, তাহার সহিত কাহাকেও সাক্ষাৎ করিতে দেওয়া হয় নাই । গোপনে চীনগামী একটা জাহাজে করিয়া তাহাকে চীনে লষ্টয়া গিয়৷ গবন্মেণ্টের হাতে শাস্তির জন্য র্তাহাকে অপণ করা চীনমন্ত্রীর উদ্দেশ্য ছিল । সান ইহা জানিতে পারিয়া "মরিয়া” হইয় তাহার বন্ধুদিগকে সব কথা জানাইতে চেষ্টা করেন। ভৃত্যদের হাতে চিঠি দেওয়ায় তাহারা তৎক্ষণাৎ মন্ত্রীনিবাসের সরকারী লোকদিগকে তাহা অর্পণ করে। তিনি ক্টাহার কামরার গরাদের ভিতর দিয়া একাধিকবার দুই শিলিং মুদ্রার সহিত বাধিয়া ভারী করিয়া চিঠি বাহিরে ছুড়িয়া ফেলেন। তাহা উঠানের মধ্যে পড়ে । পরিশেষে তনি তাহার ভূতপূৰ্ব্ব শিক্ষক ও অন্তরঙ্গ বন্ধু ডাক্তার cwo otöfsso (Dr. James Cantlie)*to চিঠি লইয়। যাইতে একজন চাকরকে রাজি করেন । ডাঃ কাণ্ট লি সাতিশয় ব্যস্ততার সহিত স্কটল্যাও ইয়ার্ড নামক পুলিশ থানায় নানা খবরের কাগজের অফিসে, ব্রিটিশ পররাষ্ট্রবিভাগের আফিসে খবর দেন। প্রথমে কেহ খবরটায় বিশ্বাসই করিতে চায় নাই, কিন্তু তথাপি তদন্ত করা হয় । চীনমন্ত্রীনিবাসের লোকের সানের সম্বন্ধে কিছুই জানে না বলে ; কিন্তু যখন র্তfহার সেখানে থাকার কথা অস্বীকার করিবার আর পথ রহিল না, তখন তাহারা বলে সান সেখানে স্বেচ্ছায় আসিয়াছে, চীনমন্ত্রীনিবাস চীনদেশেরই অংশের মত, সান চীন হইতে পলাতক অপরাধী ধ্ৰুতরাং উহাকে সেখানে বন্ধী করিবার অধিকার মন্ত্রীনিবাসের কর্তৃপক্ষের আছে। কিন্তু ব্রিটিশ পররাষ্ট্র [२९* छांग, sग थ७ আফিস খুব কড়া দাবি করায় এবং লগুনের খবরের কাগজওয়ালার সানের পক্ষ অবলম্বন করায়, সানকে ছাড়িয়া দিতে হইল । তিনি বার-দিন বন্দী থাকিয়া খালাস পাইলেন । সান্‌ য়ং সেনকে বহুবৎসর ধরিয়া যখন চীনের মাঞ্চু গবর্ণমেণ্ট শিকার করিবার চেষ্টা করিতে থাকে, তখন তাহার মধ্যে তিনি বহুবার এই-প্রকারে বঁচিয়া যান বা পলায়ন করেন। একবার একটি ছোট নৌকায় যখন সান লুকাইয়াছিলেন, তখন একজন লোক আসিয়া র্তাহাকে বলিল, “আপনাকে ধরাইয়া দিলে গবন্মেন্ট আমাকে ১৫০০০ টাকা বকৃশি দিবে বলিয়াছে।” সান্‌ তাহার সহিত আলোচনা আরম্ভ করিয়া দিয়া তাহাকে বুঝাইবার চেষ্টা করিতে লাগিলেন । কতকক্ষণ পরে লোকটা নিজের দোষ বুঝিতে পারিয়া মাটিতে ঠাট গাড়িয়া বসিয়া পড়িল এবং তাহার নিকট সাতুনয়ে ক্ষম। প্রার্থনা করিল। এইরূপ বিস্তর সত্য ঘটনার কাহিনী সান য়ং সেনের জীবনচরিতে আছে । এই মহা স্বদেশপ্রেমিকের মৃত্যুতে চীন, সমস্ত এশিয়া, সমগ্র জগৎ ক্ষতিগ্রস্ত হইল । কিন্তু যে-বিশ্ববিধতার বিধানে চীনে র্তাহার আবির্ভাব হইয়াছিল, তিনি চীনকে, এশিয়াকে, জগৎকে পরিত্যাগ করেন নাই ;—আমরা ধেন তাঙ্গাকে বিস্তুত ন হই, তাহাকে পরিত্যাগ না করি । “ত্র্যেহম্পর্শে’রও অধিক কোনও একটা দিনে তিনটা তিথি একত্র সমাবেশ হইলে তাহীকে ত্র্যহস্পর্শ বলে । তাহা হইতে অহিতকর কোন তিনটা কারণ কিম্ব অনিষ্টকারী কোন তিনজন মাহুষের একত্র সমাবেশকেও ব্যঙ্গ করিয়া ত্র্যহম্পর্শ বলা হুইয়া থাকে । এবার লগুনে ভারতের ভাগ্যে জ্যহম্পশ অপেক্ষণ ৪ আশঙ্কাজনক একটা সম্মিলন ঘটিতে যাইতেছে । পালেমেণ্টে ব্রিটিশ শ্রমিকদলের প্রতিনিধির ভারতবর্যের কোন হিতসাধন করির্তে পারেন নাই, বরং র্তাহাদেরই প্রভূত্বকাল শেষ হইবার ঠিক পূর্বে বাংলাদেশে বিনা বিচারে বিস্তর লোককে গ্রেপ্তার করিয়৷ আটক করিয়া রাখা হইয়াছে ; এখনও তাহাদের কাহারও বিচার হয় নাই, কাহাকেও ছাড়িয়া দেওয়াও হয় নাই। তথাপি শ্রমিকদলের লোকদের মধ্যে ভারতবর্গের পক্ষে দু-চারটা মুখের কথা বলিবার এবং কাগজের পিঠে কলমের আঁচড় দিবার লোক ছিল । এবং শ্রমিকদলের পক্ষ হইতে ভারতকে স্বায়ত্তশাসন দিবার একটা অঙ্গীকারের মতও আছে । তাহাদের পরে রক্ষণশীল দলের লোকের কৰ্ত্ত হইয়াছে ।