পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা J তাহাঁদের কেহ কথন ভারতবর্ষকে স্বরাজ দিবে বলিয়াছে বলিয়া শুনি নাই এবং তাহারা ভারতবর্যকে চিরকালের জন্ত ইংরেজের পদানত রাখিতে দৃঢ়প্রতিজ্ঞ। তাঁহাদের আমলে, বাংলাদেশে বড় লাটের যে-অডিঙ্কান্সের বলে এত লোক বিনা বিচারে বন্দী হইয়াছেন, তাহ আইনে পরিণত ३३म्रोtझ् । এই রক্ষণশীল দলভূক্ত ভারত-সচিব লর্ড বার্কেনহেড ভারতবর্ষের বর্তমান প্রধান-প্রধান . সমস্যাগুলির সম্বন্ধে ভূারতের বড়লাট লর্ড রেডিং কয়েকজন প্রাদেশিক গবর্ণর ও অন্তান্ত কতিপয় উচ্চপদস্থ ইংরেজ রাজ-কৰ্ম্মচারীর সহিত মন্ত্রণা করিবেন। পরলোকগত ভারতসচিব মণ্টেগুসাহেব ভারত-শাসন-সংস্কার আইন প্রণীত হুইবার পূৰ্ব্বে যখন ভারতীয় উচ্চপদস্থ কৰ্ম্মচারীদের সঙ্গে পরামর্শ করিতে চাহিয়াছিলেন, তখন তিনি স্বয়ং ভারবর্ষে আসিয়াছিলেন। ভারতের সমস্যা-সম্বন্ধে আলোচনা ও মন্ত্রণ ভারতবর্ষে হওয়ার একট। স্বাভাবিক সঙ্গতি ও যুক্তিযুক্তত আছেই, অধিকন্তু এরূপ প্রণালীর অন্য উপঞ্চারিতাও আছে । কোন দেশের বর্তমান অবস্থ{-সম্বন্ধে কোনও বিষয়ে জ্ঞানলাভ করিতে হইলে, সেই দেশকে ও দেশের লোককে নিজের চোথে দেখা ও তাহীদের কথা নিজের কানে শোনা একাঙ্ক দরকার। কেবল সেই উপায়ে কেহ যদি সত্য নিরূপণ করিতে নাও চান, তাহ হইলেও, অপরের মুথে যাহ। তিনি শুনিয়াছেন, অন্ততঃ জাহার সভ্যতা যাচাই করা ৪ দেশটিতে থাকিয়া যেমন হইতে পারে, দূর হইতে তেমন ই হতে পারে না । যাহা হউক, ভারতবর্য সম্বন্ধে আলোচনা, মন্ত্রণ। ৪ জ্ঞানলাভের জন্য মণ্টেগু স্বয়ং ভারতবধে আসিয়াছিলেন ; বাৰ্কেনহেড়, ভারতে আসিবেন না, ভারতের বড়লাট প্রভৃতিই লণ্ডন যাইবেন । মণ্টেগুর আমলে সরকারী বেসরকারী ইংরেজ ভারতীয় নানা-রকম লোকের মত শোনা হইয়াছিল। এবার কেবল সরকারী কয়েকজন মাত্র ইংরেজ কৰ্ম্মচারীর সহিত পরামর্শ হইবে। তাহাতে ফল যে কিরূপ হইবে, অম্বুমান করা কঠিন নয়। লগুনে কে-কে হাজির হইবেন দেখা যাক । বড়লাট রেডিং যাইতেছেন। তিনি ভারতে বড়লাট হইবার আগে ইংলণ্ডের প্রধান বিচারপতি ছিলেন এবং এদেশে আসিয়া শাদা-কাল-নিৰ্ব্বিশেষে স্থবিচার প্রতিষ্ঠিত করিবার আশা দিয়াছিলেন । তাহা তিনি করেন নাই বা করিতে পারেন নাই, একটির পর একটি করিয়া নানা বিষয়ে ব্যবস্থাপক সভার মতের বিরুদ্ধে নিজের মত বহাল রাখিয়াছেন, বিনা বিচারে মানুষকে বন্দী করিয়৷ অনির্দিষ্ট কালের জঙ্ক আটক করিয়া রাখিবার নিমিত্ত १]सरोणक श्रृंख्ोच्न भएउच्न दिङ्गएक चाहेन कब्राद्देब्रएक्लन, বিবিধ প্রসঙ্গ—“ত্র্যহম্পর্শে*রও অধিক 2(tఫ్ এবং ভারতীয়দের ন্যায্য রাজনীতিক আকাঙ্ক্ষার সহিত কোন মৌখিক সহানুভূতিও প্রদর্শন করেন নাই। তাহার ° · রাজস্ব-মন্ত্রী স্যার বেশিল ব্লকেট তখন লগুনে থাকিবেন। র্তাহার প্রাইভেট । সেক্রেটারী স্যার জেফ্ৰী মণ্ট মরেঙ্গী আগে হইতেই ছুটি লইয়া বিলাতে আছেন। বিহারের গবর্ণর স্যার হেনরী হুইলারও ছুটিতে তথায় থাকিবেন। তিনি আগে বঙ্গের শাসন-পরিষদের সভ্য থাকায় বাংলাদেশ-সম্বন্ধেও তাহার মত শিরোধাৰ্য্য বলিয়া গৃহীত হইবে । ব্রহ্মদেশের গবর্ণর স্যার হারকোর্ট বাটলারও যাইতেছেন । তিনি আগে আগ্ৰা-অযোধ্যার গবর্ণর - থাকায় ঐ যুক্তপ্রদেশদ্বয়-সম্বন্ধেও তাহার মত বেদবাক্য বলিয়া গৃহীত হইবে। তা ছাড়া আগ্রা-অযোধ্যার রাজস্বপারিষদ ও'ডোনেল সাহেবও যাইতেছেন। মান্দ্রাজ হইতে যাইতেছেন স্যার আর্থার ন্যাপ , যাহার মালাবারে বিশেষ ভারপ্রাপ্ত কৰ্ম্মচারী থাকা কালে অনেক মোপ লা বিদ্রোহীর চলন্ত অন্ধকূপ রেলগাড়ীতে জীবন্ত সমাধি ঘটিয়াছিল। পঞ্চাবের পারিষদ স্যার জন মেনার্ড যাইতেছেন, এবং ভারত-সাম্রাজ্যের রক্ষাকৰ্ত্ত পঞ্জাবের ভূতপূৰ্ব্ব লাট স্যার মাইকেল ও'ডোয়াইয়ার স্থা আগে হইতেই বিলাতে আছেন। বোম্বাইয়ের ভূতপূৰ্ব্ব লাট স্যার জর্জ লইড ও আগে ছুইতে আছেন । তা-ছাড়া আগেকার লাট সিডেনহাম, মেষ্টন প্রভৃতি ত আছেনই। ইহঁাদের কাহাকেও ভারতের ভাগ্যাকাশের শুভগ্রহ মনে করিবার কোন কারণ নাই। এতগুলি কুগ্রহের সমাবেশে কি ফল ফলিবে, জানিতে কৌতুহুলু অবগুই হয় । অবশ্য খুব সদাশয় ইংবেঙ্গও যে, আমাদিগকে স্বাধীন করিয়া দিতে ও মানুষ করিয়া দিতে পারে, ইহা আমরা বিশ্বাস করি না। অন্তে আমাদের সুযোগ করিয়া দিতে এবং সাহায্য করিতে পারে বটে, কিন্তু প্রধান চেষ্টা, মূলচেষ্টা, আসল চেষ্টা আমাদিগকেই করিতে হইবে । ভারতের ভাগ্যাকাশের কুগ্রহ আমরাই, শুভগ্রহও আমরাই হইতে পারি ; অন্ত লোককে কুগ্রহ বা শুভগ্ৰহ মনে করা ও বলা কেবল ব্যঙ্গচ্ছলেই চলে। “উদ্যোগিনং পুরুষসিংহমুপৈতি লক্ষ্মীঃ । দৈবেন দেয়মিতি কাপুরুষ বদস্তি ॥” "লক্ষ্মী উদ্যোগী পুরুষসিংহকে আশ্রয় করেন ; দৈব কিছু শুভফল দিবে, ইহা কাপুরুষেরাই বলিয়া থাকে।” অতএব, "দৈবম্ নিহত্য কুরু পৌরুষমাত্মশক্ত্য । যত্নে কুতে যদি ন সিধ্যতি কোইত্র দোষঃ ॥ *8नदएक नछे कब्रिञ्च चायूथङिब्र धाङ्ग। ८°ौङ्गश অবলম্বন কর। যত্ব করিয়াও যদি সিন্ধিলাভ না হয়, তাহাতে দোষ কি ?”