পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] পশ্চিমঘাত্রীয় ডায়ারি—প্রাণ-গঙ্গ $૧૯ অঞ্জ-হাসির যুগল ধারা . ছোটে আমার ডাইনে বামে । অচল গানের সাগর-মাঝে চপল গানের যাত্রী-থামে । - ১১ই ডিসেম্বর এনেস আইরেস !. -히7 প্রতিদিন নদীস্রোতে পুষ্প পত্র করি’ অর্ঘ্য দান পুজারীর পুজা অবসান । আমিও তেমনি যত্বে মোর ডালি ভরি’ গানের অঞ্জলি দান করি প্রাণের জাহ্নবী-জলধারে, পুজি আমি তারে। বিগলিত প্রেমের আনন্দ বারি সে যে, এসেছে বৈকুণ্ঠধাম ত্যেজে । মৃত্যুঞ্জয় শিবের অসীম জটাজালে ঘুরে ঘুরে কালে কালে তপস্যার তাপ লেগে প্রবাহ পবি এ হ’ল তার । কত না যুগের পাপভার - * নিঃশেষে ভাসায়ে দিল অতলের মাঝে । তরঙ্গে তরঙ্গে তার বাজে ভবিষ্যের মঙ্গল সঙ্গীত । তটে তটে বঁাকে বঁাকে অনস্তের চলেছে ইঙ্গিত ॥ দৈবস্তপর্শে তার আমারে সে ধুলি হ’তে করিল উদ্ধার ; অঙ্গে অঙ্গে দিল তার তরঙ্গের দোল ; কণ্ঠে দিল আপন কল্লোল।