পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী+জ্যৈষ্ঠ, ১৩es . [ ২৫শ ভাগ, ১৪ খণ্ড ينفذة. গ’লে আসে অঙ্কজলে, সে আনন্দ দেখা দেয় অন্তরের তলে ষে আপন পরিপূর্ণতায় আপন করিয়া লয় হুঃখ-বেদনায় । তখন সে মহা অন্ধকারে অনিৰ্ব্বাণ আলোকের পাই দেখা অন্তর-মাঝারে । তখন বুঝিতে পারি আপনার মাঝে আপন অমরাবতী চিরদিন গোপনে বিরাজে ॥ বেদনার লীলা গানগুলি বেদনার খেলা যে আমার, কিছুতে ফুরায় না সে আর । যেখানে স্রোতের জল পীড়নের পাকে আবর্তে ঘুরিতে থাকে, — সূর্য্যের কিরণ সেথা নৃত্য করে – ফেনপুঞ্জ স্তরে স্তরে দিবারাতি রঙের খেলায় ওঠে মাতি । শিশু রুদ্র হাসে খল খল, দোলে টল মল লীলাভরে । প্ৰচণ্ডের স্মৃষ্টিগুলি প্রহরে প্রহরে ওঠে পড়ে আসে যায় একান্ত হেলায়, নিরর্থ খেলায় । গানগুলি সেইমতে বেদনার খেলা যে আমার, কিছুতে ফুরায় না সে আর ॥ باؤ łąų