পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇతీ • . . . . ২৫শ ভাঙ্গু৯লখs. পড়িৰে জাৱ কি –প্রথমেই বড়-বড় অক্ষরে ছাপা cशडिर ७गां★ नवद्र शम्नांब डाशंद्र थाrरुण उम् श्रेब গেল-“দিনে ডাকাতি । মাঝ-সহরে ভীষণ কাও ! নিম্নবর্তী দুইটি অনভিক্ষুত্র প্যারাগ্রাফে লেখা আছে “গতকল্য বেলা আন্দাজ ৪is ঘটিকার সময় ১৪নং বিপ্রদাস লেনে ঐযুক্ত বাৰু সারদাপ্রসাদ দত্তের ভবনে একটি লোমহর্ষণ • छाकोडिङ्ग फेश्रङ्गभ श्हेब्र श्रिब्राप्छ ।' अथास्त्र दूष्टि इ३८उছিল বলিয়া গলিতে লোক চলাচল বন্ধ ছিল এবং জাশপাশের বাড়ীগুলিরও দুয়ার-জানালা প্রায় সব রুদ্ধ ছিল। সারদাবাবু সপরিবারে v কালীঘাটে দেবী-দর্শনে গিয়|ছিলেন। বাড়ীতে ছিল মাত্র একটি পশ্চিম চাকর । এইসময় সুযোগ বুঝিয়া একটি ভদ্রবেশধারী যুবা ভিজিতেভিজিতে আসিয়া বারান্দায় উঠে এবং প্রথমে সোজা কথায় একখানি শুষ্ক বস্ত্র চাহিয়া আলাপ জমাইবার চেষ্টা করে এবং তাহাতেও কৃতকাৰ্য্য না হইয়া একখানি কার্ড হাতে দিয়া বলে যে সে তাহার প্রভুর আত্মীয়। চাকরটা ইহাঙে ক্রুদ্ধ হইয়া কার্ড ট। ছিড়িয়া দেয় এবং তাহাকে আৰ্দ্ধচন্দ্রদানে নিষ্ক্রাস্ত করিবার প্রয়াস করে। ইহাতে ছন্নত জামার মধ্য হইতে, একখানা ভোজালি বাহির করিয়া তাহাকে আক্রমণ করে। তখন ভৃত্যটা রাস্তায় পড়িয়া চীৎকার করিয়া লোক জড় করে। ইত্যবসরে ভদ্রবেশধারী গুণ্ডাটি চম্পট দেয়। এবং ঠিক এই সময় গলির বাহিরে সদর রাস্তা দিয়া একটি মোটরকে উর্দ্ধশ্বাসে বৃষ্টির মধ্য দিয়া ছটিয়া যাইতে দেখা যায়। পুলিসের তদন্তু চলিতেছে । দ্বিখণ্ডিত কার্ডের অৰ্দ্ধেকটা-মাত্র পাওয়া গিয়াছে ; সেটার লেখাটুকুও নাকি জল পড়িয়া এমনি অস্পষ্ট হইয়া গিয়াছে যে, কিছুই নিরূপিত হয় না। আমাদের লালটুপি ভায়ারা বোধ করি ভাবিতেছেন লেখাটা পড়া গেলে ধ্যাপারটার একটা কিনারা হয় । এমন ন হইলে জার বুদ্ধি4 জামরা বুলি আতমাখা না ঘামাইয়া বিজ্ঞাপন দিয়া ठेिकांनाüी छांकां८डब्र निकट्टै श्रङ चानांहेब्राहें लeब्रा• হো না।” * - রামতন্ত্রর গৰ্ব্বাঙ্গে কাটা দিয়া উঠিল। কি সৰ্ব্বনাশ ! লে একজন ফেরারী আসামী! তাহাঙ্গে লইয়া সংরম ংৈ চৈ পড়িয়া গিয়াছে। ঘামে তাহার বুকের বালিশ ভিজিয় cत्रण अवर उांशत्र मान श्रउ शक्षिण ८षन भाषांत्र वाश একটা গুব রে পোকা চুকিয়া ষ্টে-ভো করিয়া চঞ্জ দিতেছে। ক্রমে পারিপার্থিক জিনিষগুলার ধারণা যেন তাহার এলোমেলো হইয়া আসিতে লাগিল। : মিনিট ৫-এক পরে সে অতিকষ্টে নিজেকে একটু সাম্‌লাইয়া লইল ; বাহিরে গিয়া বেশ করিয়া মাথাটা ধুইয়া ফেলিল। লোকটা সাধারণত দেবদেবী মানিত ন৷ কিন্তু হঠাৎ তাহার তেত্রিণ কোটির উপরই দৃঢ় বিশ্বাস জন্মিয় গেল এবং তাহাদের মধ্যে যিনি যাহা পছন্দ করেন তাহার জন্ত সেই দ্রব্য প্রচুর-পরিমাণে মানং করিয়া বসিল । আবার ভিতরে আসিয়া কাগজটা আরএকবার পড়িয়া তাড়াতাড়ি ভাজ করিয়া ফেলিল । তাহাতে ৪ জাহার মন যেন মানিল না। খবরটা সহরের অনেকে পড়িয়াছে এবং পড়িতেছে, কিন্তু তাহার ভীত্তি এই কাগজখানিতে এমন সংবদ্ধ হইয়া পড়িল যে, সে যেন ইহ লোকচক্ষুর অস্তরালে রাখিলেই বঁাচে । তাহার ঘরে এই খবরটা তাহার কেন৷ এই কাগজে কেহ পড়িলে যেন eशब्र csखाब्र ना श्बाई याग्न ना । রামতই এদিকৃ-ওদিকু দেখিয়া ভাজকরা কাগজখানা বিছানার নীচে একেবারে মাঝখানে গুজিয়া দিল । জানালা দিয়া কাগজখানা রাস্তায় ফেলিয়া দেওয়াও তাহার যেন নিরাপদ বোধ হইল না। * তাহার পর মাথায় হাত দিয়া ভাবিতে লাগিল, এখন পুলিশের হাত হইতে বাচিবার উপায় কি ? মাতৃবাক্য ঠেলিয়া একেবারে অঙ্গেৰামঘা মাথায় করিয়া আসিয়া কি অঘটনটাই না ঘটিল ! যাহাকে উদ্দেশ্য করিয়া আসা তাহার মুখ ত এখন দেখাও গেল না ; যদি ভবিষ্যতে দেখা হয় ত পুলিশ পরিবৃত হইয়া— কল্পনাতে প্রেমের নেশ চুটিয়া গায়ে কাটা দিয়ে উঠে ! সে-মুখ দেখাইবার বদলে এখন ভগবান যদি তাহার নিজের মুখ লুকাইবার একটু স্থযোগ করিয়া দেন ত সে স্থাপ ছাড়িয়া বঁাচে । ধরে শেষ-পৰ্য্যন্ত জেলে न इब्र ना३ याश्रङ श्ण ; क्रूि भई कूश्च-गांचगं९ লইয়া কি কেলেঙ্কারিই না হইবে। শেষে বাড়ী-পৰ্য্যন্ত টান