পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পশ্চিমযান্ত্রেীর ডায়ারী তাই সে হঠাৎ ওঠে কেঁদে, পারিনে তা’য় রাখতে বেঁধে, দূরপানে রয় চেয়ে। শোনে বুঝি আকাশ তলে । পারের খেয়া ভেসে চলে, সারিগানের ধুয়ো কে যায় গেয়ে। ১ম সং ওগো আমার না পাওয়াগো, কখন অন্ধকারে লুকিয়ে এসে আঘাত করা পাওয়ার বীণার তারে । কাহার সুরে কাহার গানে যায় মিশে যে তালে তানে . ভাগ করা নয় সোজা ; সবাই যখন অর্থ খোজে, বলে, “বোঝাও কি হ’ল যে,” আমি বলি, “কিছু নাযায় বোঝা ।” । ওগো আমার না-পাওয়াগো, সজল সমীরণে কদুম রেণুর গন্ধে মেশা বাদল বরিষণে আমার পাওয়ার কানে কানে মনের কথা বলি গানে, সে শুনে কয়, “এ কি ” কি জানি গে। কিসের ঘোরে তারে শোনাই কিম্বা তোরে বুঝতে নারি যখন ভেবে দেখি ॥ ক্রাকোভিয়া জাহাজ ১১ ফ্রেব্রুয়ারি _ S& বৈষ্ণবী আমাকে বলেছিল, “কার বাড়িতে বৈরাগীর কথন অন্ন জোটে তার ঠিকানা নেই ; সে অল্পে নিজের জোর गादौ थाएँ न, उाहेरड वि ७ जब डिनिझे छूभिरग्न দিলেন।” এই কথাই কাল বলছিলেম, বাধা পাওয়ায় পাওয়ার সত্য মান হয়ে যায়। না-পাওয়ার রসটা তাকে ঘিরে থাকে না ”ভোগের মধ্যে কেবলমাত্রই পাওয়া, পশুর পাওয়া ; আর সম্ভোগের মধ্যে পাওয়া না-পাওয়া দুহহ মিলেছে, সে হ’ল মানুষের । ছেলেবেলা হ’তেই বিদ্যার পাকা বাসা থেকে বিধাতা আমাকে পথে বের ক’রে দিয়েছেন। অকিঞ্চন বৈরাগীর মতো অন্তরের রাস্তায় এক চলতে চলতে মনের অল্প যখনতখন হঠাৎ পেয়েছি। আপন মনে কেবলি কথা ব’লে গেছি, সেই হ’ল লক্ষ্মীছাড়ার চাল। বলতে বলতে এমন কিছু শুনতে পাওয়া যায় যা পূৰ্ব্বে শুনি নি। বলার স্রোতে যখন জোয়ার আসে তখন কোন গুহার ভিতরকার অজানু